ভালো লাগে ভালো লাগে
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ০৯ আগস্ট, ২০১৪, ১০:০৭:২৭ রাত
ভালো লাগে ভোর বিহানে
শিশির ভেজা ঘাস,
ভালো লাগে স্বচ্ছ জলে
মুক্ত পাতি হাস।
ভালো লাগে সাতসকালে
রবির রাঙ্গা হাসি,
ভালো লাগে লাঙ্গল কাঁধে
মাঠের পথে চাষী।
ভালো লাগে পথের পাশের
তালগাছেদের সারি,
ভালো লাগে ঘাটের পথে
ঘোমটা পরা নারী।
ভালো লাগে পানির উপর
ভাসলে শাপলা পাতা,
ভালো লাগে যত্নে গড়া
রঙিন নকশি কাঁথা।
ভালো লাগে সোনায় মোড়া
মস্ত ধানের মাঠ,
ভালো লাগে নাওয়ে ভরা
ব্যস্ত নদীর ঘাট।
ভালো লাগে বিকেল বেলায়
হলদে মাখা রোদ,
ভালো লাগে বয়ে চলা
নদীর যত স্রোত।
ভালো লাগে সাঁঝের বেলায়
পাখির কলতান,
ভালো লাগে রাখাল বাঁশির
মিষ্টি মধুর তান।
ভালো লাগে আকাশ জুড়ে
জোছনা মাখা চাঁদ,
ভালো লাগে চাঁদ বিহনে
অমাবস্যার রাত।
ভালো লাগে বাংলা আমার
শুরু থেকে শেষ,
ভালো লাগে সবার চেয়ে
প্রিয় বাংলাদেশ।
ভালো লাগে
আমার আরো কিছু কবিতা
বিষয়: সাহিত্য
১৩৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশির ভেজা ঘাস,
ভালো লাগে স্বচ্ছ জলে
মুক্ত পাতি হাস
মন্তব্য করতে লগইন করুন