বাঁধবি কবে দ্বীনের ঘর?

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৭ জুলাই, ২০১৪, ০২:৩৩:২১ দুপুর



গুম খূনে সব আতংকিত

গায়ের মানুষ নেই ঘরে,

নীড় ছাড়েগো প্রাণের মায়ায়

মুখ খোলে না কেউ ডরে।


গ্রাম পুড়েছে দেশ পুড়েছে

বন্দী বিবেক সর্বনাশ,

শকুন উড়ে মাথার উপর

দাফন হীন বেওয়ারিশ লাশ!

ভীরু কাঁদে ঘরের কোনে

তাহাজ্জুদে কাটায় রাত,

জিহাদ বিমুখ সেজদায় লুটে

নিজের সাথেই উপহাস।


নাম ছিলনা, দাম ছিলনা

ধর্মেই এল জশ খ্যাতি,

দ্বীন ভুলে আজ ভ্রষ্ট হল

যেথায় সেথায় খায় লাথি।

জাগবি কবে রাগবি কবে

মুষ্টাঘাতে ভাঙ্গবি দ্বার,

বিস্ফোরণে ফাটবি কবে

ভাঙ্গতে ঐ কাঁচের পাহাড়?


বিদ্রোহে তু্ই জ্বলবি কবে

ছাড়বি কবে আপন ঘর,

সিংহ হয়ে লড়বি কবে

বাঁধবি কবে দ্বীনের ঘর?

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242546
০৭ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : কবিতা সমউপযোগী ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৪৮
188492
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। প্রথম মন্তব্য কারী হিসেবে স্পেশাল ধন্যবাদ।
242563
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৪৯
188493
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কবিতার এ আড্ডায় আসার জন্য।
242569
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪০
আমি মুসাফির লিখেছেন :
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৪৯
188494
প্রবাসী মজুমদার লিখেছেন : মাহে রামাদানের অভিবাদন। ভাল থাকুন।
242572
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : গুম খূনে সব আতংকিত
গায়ের মানুষ নেই ঘরে,
নীড় ছাড়েগো প্রাণের মায়ায়
মুখ খোলে না কেউ ডরে।


০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫০
188495
প্রবাসী মজুমদার লিখেছেন : কোডিং মন্তব্যর জন্য ধন্যবাদ। স্পেলিং মিস্টেক ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।
242581
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
বদনা চোর লিখেছেন : কবিতার স্প্রিট এতোটাই যে পাঠে রক্ত গরম হয়ে যায়। ভালো লাগলো, ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫০
188496
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী ও অনুপ্রেরণাদায়ক মন্তব্যর জন্য ধন্যবাদ।
242592
০৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুম হয় কে বলে??????
একটু ঘুম বেশি!!!!!!
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫৭
188497
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ঠিকই বলেছেন। ধন্যবাদ পড়ে মন্তব্য রেখে যাবার জন্য।
242618
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
শেখের পোলা লিখেছেন : খাচ্ছে লাথি, পড়ছে ঝাঁটা,
খিল খিলিয়ে হাঁসছে সব,
এমনই করেই চলছে যেন,
কাতুকুতুর মহোৎসব৷
পিঠ ঠেকবে দেয়ালে আর
মুখের পরে পড়বে বুট,
হয়ত সেদিন চেতন হবে,
সুমুখ পানে ধরবে ছুট৷

ভাইজান প্রথম শব্দটা ঘুম নয় গুম হবে আর
"ভাঙ্গতে ঐ কাঁচের পাহাড়?"এখানে যদি ভাঙ্গতে কাঁচের ঐ পাহাড় হয় তবে কেমন হয়? অবশ্য এটা আমার ব্যক্তিগত মত৷ কবিতা ভারি চমৎকার হয়েছে৷ধন্যবাদ৷
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:২৪
188487
প্রবাসী মজুমদার লিখেছেন : ঘম নয গুম হবে, এটা ঠিক আছে। তবে কাঁচের পাহাড় বলতে জাহেলিয়াতের ঠুনকো শক্তিকে বুঝিয়েছি। ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫৯
188498
প্রবাসী মজুমদার লিখেছেন : আপাত দৃস্টিতে আবু জেহেলের নাতি পুতিতের অহংকারের পাহাড় অনেক বড় মনে হলেও ইসলামের কাছে এটি কাচের মতই। তাই সেই কাচকে ভাঙ্গার জন্য আহব্বান করেছি।
242627
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কবিতায় সমাজের আসল চিত্র ফুটে উঠেছে ,ধন্যবাদ ভাইয়া
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫৯
188499
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে। ভাল লাগল।
242646
০৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
গেঁও বাংলাদেশী লিখেছেন : নাম ছিলনা, দাম ছিলনা

ধর্মেই এল জশ খ্যাতি,

দ্বীন ভুলে আজ ভ্রষ্ট হল

যেথায় সেথায় খায় লাথি।

জাগবি কবে রাগবি কবে

মুষ্টাঘাতে ভাঙ্গবি দ্বার,

বিস্ফোরণে ফাটবি কবে

ভাঙ্গতে ঐ কাঁচের পাহাড়?

বিদ্রোহে তু্ই জ্বলবি কবে

ছাড়বি কবে আপন ঘর,

সিংহ হয়ে লড়বি কবে

বাঁধবি কবে দ্বীনের ঘর?

এই কটা খুব ভালো লেগেছে
০৮ জুলাই ২০১৪ রাত ০৪:০৩
188500
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার ভাল লাগাকে শ্রশ্রদ্ধ সালাম। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
১০
242650
০৭ জুলাই ২০১৪ রাত ০৮:১৬
জোবাইর চৌধুরী লিখেছেন :
কি গদ্য আবার কি পদ্যে,আপনার লেখনি তুলনা শুধু আপনিই। অনেক ভালো লাগল। ভালো থাকবেন, সব সময়। দোয়াতে মনে রাখার বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৪ রাত ০৪:০৪
188501
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্রশংসাটা একটু বেশীই হয়ে গেল। মনে অনেক ক্ষোভ। তাই এসব ক্ষোভের বহিপ্রকাশ মাঝে মাঝে কবিতায় প্রকাশ পায়। এইতো। ধন্যবাদ।
১১
242677
০৭ জুলাই ২০১৪ রাত ০৯:৩৬
ইবনে আহমাদ লিখেছেন : বিদ্রোহে তু্ই জ্বলবি কবে
ছাড়বি কবে আপন ঘর,
সিংহ হয়ে লড়বি কবে
বাঁধবি কবে দ্বীনের ঘর?

অপেক্ষায় আছি,
থাকবো আমি
পথ চেয়ে আছি
রসদ যোগাড় করার
সময় ফুরিয়ে যাবে
বয়স তো আর
হলো না কম।
০৮ জুলাই ২০১৪ রাত ০৪:০৫
188502
প্রবাসী মজুমদার লিখেছেন : কেমন আছেন হে প্রবাসী। বহু দিন পর প্রিয় ভুমিতে আপনার অনুভতি নিয়ে নিশ্চয়ই কিছু একটা লিখবেন সে অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য।
১২
242711
০৭ জুলাই ২০১৪ রাত ১১:৫৩
মাটিরলাঠি লিখেছেন : অপেক্ষা করে আছি কিন্তু হতাশা নিয়ে, আমল কই?
০৮ জুলাই ২০১৪ রাত ০৪:০৯
188504
প্রবাসী মজুমদার লিখেছেন : বড় স্বপ্ন নিয়ে বেচে আছি
পাবো বিপ্লবের স্বাদ,
কল্পনায় নিত্য ছবি আকি
যদিও করিনা দ্বীনের কাজ।

নিত্য রাখি আপনার রিপোর্ট
এভাবে বত্রিশ বছর হল শেষ,
বয়সের ভারে নুইয়ে পড়েছি
তবুও কাটেনা দ্বীনের রেশ।

ধন্যবাদ মনের আসল কথাটা বলার জন্য।
১৩
242761
০৮ জুলাই ২০১৪ সকাল ০৬:১৭
ইবনে হাসেম লিখেছেন : বিদ্রোহী কবির কবিতায় বিদ্রোহের সূর অাবার বেজে উঠেছে; তাই আমরাও এবার গা ঝাড়া দিয়ে উঠছি ভায়া। আরো চাই এরকম রক্ত গরম করা কবিতা, যা দিয়ে কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে মুক্ত করে আনতে পারি ইসলামের সেসব সিপাহসালারদের, যাদের ভয়ে ভীতু জালিমগন সর্বদাই কাঁপতে থাকে আর ইয়া ইয়া নফসী করতে থাকে, ওদের কারাপ্রাচীরের অভ্যন্তরে ভরে রেখে ভাবে এই বুঝি শান্তি....
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:১৯
188573
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রিয় হাসেম ভাই, রামাদান কারীম। ধন্যবাদ আপনার অনুভুতিপুর্ন দরদ ভরা মন্তব্য রেখে যাবার জন্য। এ দুঃসময়ে তৈরী হবে আইয়্যুবী সে অপেক্ষাায় আছি। ধন্যবাদ।
১৪
242810
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:৩৩
গ্যাঞ্জাম খান লিখেছেন :


তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ আমি এলাকা ছাড়া গৃহহীন দিশাহারা
তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ অগনিত বোন হয়েছে ভাই হারা।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে সন্তান হারানোর বেদনায় অগনিত মা’র চোখে শোকের পানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ সোনার ছেলেদের হাতে অসংখ্য বোনের শ্লীলতাহানি।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে অন্ন বস্ত্র গৃহহীন পেটের ক্ষুদায় ভিক্ষার ঝুলি নিয়ে পথের ধারে হাতচানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে অছাত্র লম্পট সন্ত্রাসীদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে রক্ত সাগর দিয়ে কেনা এই স্বাধীন দেশের অঙ্গহানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে অগনিত মানুষের প্রাণহানি।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ পথের ভিখারী
তোমার ভালবাসায় সিক্ত হয়ে দলীয় শকুনরা ক্ষমতার অন্তীম মুর্হুতে এসে আখের গোজারী

তোমার ভালবাসায় সিক্ত হয়ে ফারাক্কা বাধসহ অনেক জীবন্ত নদ নদীর নেই বুকে পানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে সীমান্তে কাটাঁ তারের বেড়ায় ঝুলে আছে শহীদ ফেলানী।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে অসহায় মজলুম আশ্রয় পায় না আদালতে কোন আইনি
তোমার ভালবাসায় সিক্ত হয়ে জনগনের সীমাহীন দু:খ দুর্দশা অসহায়ত্ব কমানো যায়নি।

তোমার ভালবাসায় সিক্ত হয়ে নিষ্পাপ কোরআনে হাফেজদের রক্তের বন্যা বন্ধ হয়নি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে নবীর (সা) ওয়ারেস আলেম ওলামাদের ইজ্জত হানি।

চাই না তোর ভালবাসা চাই না তোর আদর
তুই এক নিকৃষ্ট কুলাঙ্গার ডাইনী আস্ত বান্দর
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:২০
188574
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার দেয়ালে কবিতা দিয়ে মন্তব্য মনটা ভরিয়ে দিলেন। আপনার কবিতায় বিলাপের সুর জবাব ছাড়া। ধন্যবাদ।
১৫
244743
১৫ জুলাই ২০১৪ রাত ০১:০৭
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১৫ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৫
190143
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ক্ষোভের কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য।
১৬
246839
২১ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
বুড়া মিয়া লিখেছেন : এর আগেও আপনার কিছু ছড়া দেখলাম – বেশ হৃদয়স্পর্শী লেখা আপনার।
ধন্যবাদ আপনাকে।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০০
210914
প্রবাসী মজুমদার লিখেছেন : ভূয়সী প্র্রশয়সার জন্য আপনাকে ধন্যবাদ। মনের ক্ষোভেই লিখি।
১৭
266747
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৭
বিদ্যালো১ লিখেছেন : কি বলব বুঝতেছি না; আমিও ওই ভীরুদের দলে।
খুব সুন্দর ছড়ার মধ্য দিয়ে একটা ধাক্কা দিয়ে গেলেন.।.।.।
২১ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
210919
প্রবাসী মজুমদার লিখেছেন : বিবেকের কাছে প্রশ্ন। সিংহ আজ শৃগাল পালে। ধন্যবাদ অনেক দিন পর আমার এ কবিতা খুজে বের করার জন্য।
১৮
289864
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা

পয়সার গরমে হাজী খেতাব !

ঈমানদার বেতাব জান্নাতের পথে,

হালাল হারামের উপলব্দি নেই ?

জীবন সন্ধায় তওবার উপলব্দি !

জোয়ানী কাঁটে আন্ধা ধান্দায়

মসজিদে-আগার কাতার কনফার্ম,

ঈমামের দিকনির্দেশক-রাজনীতি মুক্ত

আসেকে রাসুল-প্রতিবাদে নিরব ?

মুজাহিদে দ্বীন-ভয়ঙ্কর জঙ্গী..

পাশকেটে জান্নাতের পথে হাটে ?

ইকামতে দ্বীন উটকো ঝামেলা !

পরহেজগারীর লেবাসে মানানসই,

তাকুয়ার তকমা স্বউদ্যোগে লাগায়

জান্নাতের সার্টিফিকে তসবির গণনায় !

অনাচার আবিচার বিবেচ্য নয়

চাচা আপনা জান বাচা এই দুনিয়ায়,

মোহাম্মদের দ্বীন মন মোহনায়

দুনিয়াদারী ষোল আনায়,

মুজাহিদের রক্ত বিরক্তির উপহাঁস

ইয়া নাফসির ফর্মোলা নির্ধিদায় !

লেবাসে বাবা পাক্কা মুসলমান

প্রতিবাদি মোজাহিদ দেখা না যায় ,

ইসলামি বই- জিহাদি এলার্জি !

ভীতু মুসলমান অর্বাচিন ঈমানদার,

রাসুলের ত্যাগ ওয়াজ মাহফিলে-

চোখের জলে বুক ভাসায়

অবশেষে ফযর কাটে গভীর ঘুমে !

আল-হাজ্ব বেকুল জান্নাতের আশায়-

হালাল হারাম বিবেচ্য নয়,

মুসলমান আল-হাজ্ব খেতাব পায় !

তৃপ্তির ঢেকুর বেদাতের ছত্রছায়ায়

গুণে গুণে এবাদতের সীমানা পাড়ায়,

জান্নাতের মর্তবা বাড়ায়-

মুসমানের রক্তে রাজপথ রাঙ্গায়,

মুখ ভেঙ্গায়-জঙ্গীবাদ নিপাত যাক্

মুসলমান ইয়া নাফসি কদমে-

জান্নাত মুখে আগায় !

মোহাম্মদের সাফায়াত চিরন্তন কামনায়

মোহাম্মদের ইজ্জত তা জঙ্গীদের দায় !

নেতা জিন্দাবাদ-

জান্নাতের স্বপ্নে ঘুমায়।
*****************************
গুরুর কবিতার মূল্যায়নের সাধ্য নেই শুধু হিংসে করি......!!! ভাবনার অথৈই তলে ডুবে যাই আপনার কবিতা পড়ে...কি লিখি ছাই...।
৩০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৭
233610
প্রবাসী মজুমদার লিখেছেন : কবি মুন্সী, মুন্সীর মতই। সব কবিতায় কবির আলাদা স্বাতন্ত্র্য বোধ থাকে। আমিও তাই। কবি মুন্সীর কবিতার ভাব দেখে আমিও তাই ভাবি। এজন্য নজরুল, রবীঠাকুর, জসিম উদ্দনের ব্যবধান চিরদিন থেকে গেল। ধন্যবাদ এত বছর পর আমার এ কবিতাটি খুজে বের করে কবিতার ভাষায় মন্তব্য রেখে যাবার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File