"ফিরে দেখা বিশ্বকাপ"
লিখেছেন লিখেছেন শাহাবউদ্দিন আহমেদ ০৭ জুলাই, ২০১৪, ০৩:১৫:২৩ দুপুর
সময়টা ১৯৬২ সাল, সে বছর বিশ্বকাপের আসর বসেছে লাতিন আমেরিকার দেশ চিলিতে,
এর আগে ১৯৫৮ সালের সুইডেনের মাটিতে সুইডেনকে ফাইনালে হারিয়ে প্রথম বারের মত
বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পেলের ব্রাজিল, আর তাই ২য় বারের মত শিরোপা জেতার
আনন্দে যখন তারা মাতোয়ারা, ঠিক তখনি ব্রাজিলিয়ানদের বিধি বাম, চিলির সাথে
ইনজুরির কারণে পেলের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। হতাশায় ডুবে যায় ফুটবলের
দেশ ব্রাজিল।
কিন্তু অধম্য মনবল আর সাহস নিয়ে গারিঞ্চা, ও পেলের বদলি হিসেবে খেলতে আসা
'আমারিলদো' দুর্দান্ত খেলে ব্রাজিলকে ২য় বার শিরোপা এনে দেয়।
কিন্ত এবার নেইমারের বিকল্প কেউ হতে পারবে কি? পারবে কি ঘরের মাটিতে
শিরোপা ধরে রাখতে?.......
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন