মাহে রমজানে সবাইকে স্বাগতম!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৯ জুন, ২০১৪, ০৬:১৪:২৬ সন্ধ্যা

এসেছে রমজান সাজিয়ে গগন

নেমেছে ধরায় আষাঢ় ও শ্রাবণ,


ধুয়ে মুছে যেতে জীবনের গ্লানি

সিয়াম সাধনায় গড়িতে জীবন।

ভেঙ্গে দিয়ে সব জটের অনিয়ম

শৃঙ্খলে আবার বাঁধিব নিজেকে


সকাল বিকেল নিশীথে জেগে

সেজদায় লুটাব প্রভুর বিধিতে।



খূলে দাও তোমার আকাশ দ্বার

ভরে দাও ধরার পাতাল জমিন,


শুধিতে তোমার করে নাও মোকে

রোজায় যেন পাই পরপারে জামিন।

রাহমাত,মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও শুরু হয়েছে নিজেকে পরিশুদ্ধি করার মাসিক কর্মশালা - মাহে রমজান। সিয়াম সাধনার এক কঠিন অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে আবারও প্রস্তুত করার এ শুভ যাত্রায় সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

ফেলে আসা জীবনে 'মাহে রমজানের' এ প্রশিক্ষণ অসংখ্যবার পেলেও এর শিক্ষা, উদ্দেশ্য এবং অভিষ্ট লক্ষ্য যেন বরাবরের মতই 'তাঁকে বন্দী কোরানের' মত অনাদর আর অবহেলার গেলাপে যতন করে রেখে দিয়েছি । রমজানের পুর্বে রেখে আসা কু-অভ্যাস গুলোই বার বার লালন করা যেন জাতিগত অভ্যাসে পরিণত হয়েছে। শিক্ষা বিমুখ মানুষের মতই নিজেকে মিছে উপোস রেখে যেন আল্লাহর কাছে নিজেকেই তামাশায় পরিণত করেছি।

নীতি নৈতিকতাহীন স্বাধীনতার চেতনায় উদ্বুব্ধ আজ আমরা যেন ধেয়ে আসা উলঙ্গ সভ্যতার সংস্কৃতির হিংস্র স্রোতে ভেসে চলেছি কোন এক অজানার দিকে। তীর হারা জাহেলিয়াতের এ ঢেউয়ের সাগর পাড়ি দিতে গিয়ে যেন নিজেদের গন্তব্যকে হারিয়ে ফেলেছি জনমের মত।

সৌর্য বীর্য আর খ্যাতিতে কালজয়ী ইতিহাস সৃষ্টিকারী স্রষ্টার অকুতভয় সেই দুঃসাহসী মানুষগুলোর ঈর্ষণীয় কৃতিত্বের দাবীদার এ 'রমজান' হোক আমাদের সীসা ঢালা প্রাচীর সম চরিত্র গড়ার অঙ্গীকার। সত্যর পতাকা উড্ডয়নে প্রতিটি নির্যাতিত মুসলমান হোক হিমালয় পাহাড় সম ঈমানের মুর্ত প্রতীক। বরফ গলা সমুদ্রের নোনা পানিতে ধূয়ে মুছে যাক সব অতীতের গ্লানি। আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করার মাধ্যমে প্রতিটি হৃদয় হোক প্রশান্ত মহাসাগরের মত উদার। আখেরাতে জান্নাতের প্লট এবং ফ্লাট পাওয়ার প্রত্যাশায় দুনিয়ার প্রতিটি জনপদ হোক দায়ীদের একচ্ছত্র বিচরণ ভূমি। কাবার মিনার থেকে ভেসে আসা আজান ইথারে ভেসে ভেসে আঘাত হানুক প্রতিটি ঘুমন্ত নামধারী আর অবিশ্বাসীর কর্ণকুহরে। আকাশ বাসীদের পদচারণায় বছরের প্রতি মাস হোক মাহে রমজানের মত বরকতময়।

...আর ব্লগ পাগল প্রতিটি সত্যর মশালে যোগ দেয়া ব্লগারের শানিত কলমে তৈরী হোক আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী মহাকাব্য। কলমের কালিতে উগলে দেয়া প্রতিটি শব্দ হিরোশিমা আর নাগাসাকির মত

অবিশ্বাসীদের বিদ্রোহী মনকে জ্বালিয়ে দিয়ে তৈরী হোক ভ্রাতৃত্ব বোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব - এ প্রত্যাশায়

প্রবাসী মজুমদার

জেদ্দা, সৌদি আরব।

বিষয়: বিবিধ

১৬৯৯ বার পঠিত, ৬৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240038
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
ছিঁচকে চোর লিখেছেন : সকাল বিকেল নিশীথে জেগে
সেজদায় লুটাব প্রভুর বিধিতে।

অবিশ্বাসীদের বিদ্রোহী মনকে জ্বালিয়ে দিয়ে তৈরী হোক ভ্রাতৃত্ব বোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব - এ প্রত্যাশায়

তাই যেন হয়। Praying
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৫০
186401
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে ধন্যবাদ। এ রমজান হোক আপনার আমার নিজেকে শুধরে প্রস্তুতি করার হাতিয়ার।
240041
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রামাদান করিম ভাইয়া ,,আমাদের সবার জীবনে এই মাসটি পরিবর্তনের মাস হোক এই প্রত্যাশা
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৫০
186402
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ এ ব্লগ আড্ডায় এসে মন্তব্য দিয়ে অনুভুতি রেখে যাবার জন্য।
240045
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
ভিশু লিখেছেন : সত্যের পতাকা উড্ডয়নে প্রতিটি নির্যাতিত মুসলমান হোক হিমালয় পাহাড় সম ঈমানের মুর্ত প্রতীক! বরফ গলা সমুদ্রের নোনা পানিতে ধূয়ে মুছে যাক সব অতীতের গ্লানি! আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করার মাধ্যমে প্রতিটি হৃদয় হোক প্রশান্ত মহাসাগরের মত উদার!...সেইরকম কথা হয়েছে...Loser খুব ভালো লাগ্লো...Happy Good Luck
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
186404
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ কোডিং মন্তব্যর মাধ্যমে ভাল লাগা রেখে যাবার জন্য। আপনার গানের অভিব্যক্তিটি ভাল লেগেছে নিজস্ব ব্লগে দেয়ালের পোস্টে

কোনো দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আঁধার
পথ নেই মুক্তি পাবার
তবুও চলতে হবে, সামনে যেতেই হবে
পথ নেই মুক্তি পাবার

নিশীথ রাতে এক স্বপ্নে সেদিন...
হাতছানি দিয়ে কে বললো আমায়
আয় ফিরে আয়, নবীর পথে আয়
এসো হেথা নির্ভয়, নিঃসংশয়;

ভালোবাসা মিশে আছে এই আঙিনায়..
240047
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
পবিত্র লিখেছেন : মাশাআল্লাহ্! অনেক সুন্দর লিখেছেন!! ভালো লাগলো খুব!! Happy Happy
৩০ জুন ২০১৪ দুপুর ০১:১৯
186405
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আপনার ব্লগ দেয়ালে ঝুলানো অনেকগুলো গুরুত্বপুর্ন পোষ্ট পড়লাম। খুব ভাল লাগল। ধন্যবাদ।
240049
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া ব্লগ পাগলা হয়ে গেছি
তবে রমজানে ছুটি নেবো। ইনশাআল্লাহ
অবিশ্বাসীদের বিদ্রোহী মনকে জ্বালিয়ে দিয়ে তৈরী হোক ভ্রাতৃত্ব বোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব - এ প্রত্যাশায়

টুডে ব্লগের ব্লগার বৃন্দ।
জাজাকাল্লাহ খাইরান।
পিলাচ খুব ভালো লাগলো।

শুভেচ্ছান্তে ধন্যবাদ।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:২৬
186406
প্রবাসী মজুমদার লিখেছেন : যে ব্লগ ভালবাসায় নিজেকে অনেক আগেই সপে দিয়েছে, সে ব্লগ ছাড়বে ঠিকই, তবে প্রেমের নেশায় কতবার যে উকি দিয়ে যাবে ইয়ত্তা নেই। তাই চুপিসারে মিছে উকি না দিয়ে ঘোষণা হীন বিদায়ই উত্তম।

আমি কিন্তু মনের কথাটাই বলেছি। ঐ যে, বউয়ের সাথে অভিমান, আবার উকি দিয়ে ইনিয়ে বিনিয়ে দেখার লোভ সংবরণ করতে না পেরে অবশেষে চোখে চোখে পড়ে অট্রহাসি। হিছামার! তোমারে না দেখে অ্যাই থাইকতাম হাইত্তান্ন। এটাই প্রকৃত ভালবাসার রুপ।
240057
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ জুন ২০১৪ দুপুর ০১:২৭
186407
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ পড়ে ভাল লাগা রেখে যাবার জন্য।
240065
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
বুঝিনা লিখেছেন : খূলে দাও তোমার আকাশ দ্বার

ভরে দাও ধরার পাতাল জমিন,

শুধিতে তোমার করে নাও মোকে

রোজায় যেন পাই পরপারে জামিন। Praying Praying Praying
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৩০
186408
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কোডিং মন্তব্যর জন্য। আপনার ব্লগ দেয়াল খালি। নিয়মিত ব্লগিং করে যদি কিছু না কিছু লিখা না হয় তাহলে চর্চাটা করা হলনা। নিজের মাঝে এক ধরণের অনীহা তৈরী হয়। ধন্যবাদ।
240069
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
সন্ধাতারা লিখেছেন : How beautiful your word selection, theme and presentation!!! May Allah accept us n give us strength doing more more good job for out society. Ramjanul Mubarak bhaiya.
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৩৬
186409
প্রবাসী মজুমদার লিখেছেন : ব্লগারদের অনুভুতিপুর্ন ভূয়সী প্রশংসা একজন মানুষকে কতটুকু জাগিয়ে তোলে তা আপনার মন্তব্য থেকেই বুঝা যায়। ধন্যবাদ আপনার রেখে যাওয়া অভিভুত মন্তব্যর জন্য।
240099
২৯ জুন ২০১৪ রাত ০৮:৩৫
জোবাইর চৌধুরী লিখেছেন :
আমার মনের কথা গুলোকে সাজাতে পারছিলাম না কোনভাবেই। আজ দেখি আপনার ব্লগে ঠিক আমার কথাগুলো জায়গা করে নিয়েছে। ধন্যবাদ ভাই, রমযান মোবারক।
Rose Good Luck Rose
৩০ জুন ২০১৪ রাত ০১:২৯
186338
প্যারিস থেকে আমি লিখেছেন : চৌধুরী সাহেব ঢেকুর দিলে হবেনা, লিখা চাই।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৩৮
186410
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ। আপনার চাকুরীটা যেন মানুষদের মিলিত হবার এক মোহনা। হরেক রকম মানুষের রুচি, চেতনার সাথে নিয়মিত আপনার মিলন ঘটে। উৎসুক্য মনের ভাবনা নিয়ে আপনার অনুভুতি দিয়ে খুব সুন্দর লেখা আমাদের উপহার দিতে পারেন। অপেক্ষায় থাকলে কি অতুক্তি হবে?
১০
240103
২৯ জুন ২০১৪ রাত ০৮:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : অবিশ্বাসীদের বিদ্রোহী মনকে জ্বালিয়ে দিয়ে তৈরী হোক ভ্রাতৃত্ব বোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব -

ভাই এই নিন Rose Rose Rose
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫২
186411
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার ডিজিটাল ফুলেল শুভেচ্চা নিলাম। ধন্যবাদ। কেমন আছেন? অবিশ্বাস্য পরিস্থিতির মধ্য দিয়ে ফাসীর মঞ্চে জয়গান গেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি ভাইদের মুখে হাসি দেখে বিস্মিত হই। মনটা ভাল নেই। আল্লাহকে সবাইকে তাঁর সন্তষ্টি অজর্ন করার তৌফিক দান করুন।
১১
240119
২৯ জুন ২০১৪ রাত ১০:৩৬
নতুন মস লিখেছেন : সকাল বিকাল
নিশিতে জেগে
সিজদাহ লুটাব প্রভুর বিধিতে ।

সুন্দর এই অনুভূতিটা বার মাস লালন করতে চাই ।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
186412
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ কোডিং মন্তব্যর জন্য। ভাল লাগল।
১২
240146
২৯ জুন ২০১৪ রাত ১১:৪৬
দিগন্তে হাওয়া লিখেছেন : আল্লাহ সবাইকে তাওফিক দিন, আমিন.
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫৫
186413
প্রবাসী মজুমদার লিখেছেন : চুম্মা আমিন। ধন্যবাদ আমার ব্লগ দেয়ালের কথাগুলো পড়ে মন্তব্য করে যাবার জন্য।
১৩
240164
৩০ জুন ২০১৪ রাত ০১:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিকার অর্থে আপনার পোস্টে কেন জানি মন্তব্য করতে পারিনা,লেখা আসেনা।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫৬
186414
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি কি কঠিন ভাষা লিখি। লিখতে না পারার যাতনাটাও এক ধরণের ব্যতিক্রমধর্মী অনুভুতি। ভাল লাগল। ধন্যবাদ।
১৪
240230
৩০ জুন ২০১৪ সকাল ১১:৫০
আহমদ মুসা লিখেছেন : পবিত্র রমজান মাস হচ্ছে বাকী এগার মাসের মুমিনদের জন্য ট্রেনিং পিরিয়ড। এ ট্রেনিং পিরিয়ডে একজন মুসলমান হিসেবে ভাল যা কিছু অর্জন করলাম, শিখলাম, বুঝলাম, চর্চা করলাম তা যেন পরবর্তী এগার মাসে কন্টিনিউয়াস রাখার অভ্যাস গড়ে তুলতে পারি সেই তাওফিক কামনা করছি মহান আল্লাহর দরবারে।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
186415
প্রবাসী মজুমদার লিখেছেন : আহমদ মুসা ভাইকে ধন্যবাদ। আমার ব্লগ দেয়ালের পোস্টগুলো দেখার ক্ষেত্রে নিয়মিত পরিদর্শনের দিক থেকে আপনি অন্যতম। আপনার মন্তব্যগুলোও চমতকার। ধন্যবাদ।
১৫
240231
৩০ জুন ২০১৪ সকাল ১১:৫৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আলহামদু লিল্লাহ পড়ে খুব ভাল লাগলো। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
রোজা মানুষের দৈহিক, আত্মিক, নৈতিক, পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রীয়ভাবেও পরিশুদ্ধির একটা উত্তম পন্থা যা বার মাসি বছরের একমাস সময় একটা ট্রিনিং পিরিয়ড হিসেবে কাজ করে। এই ট্রেনিং থেকে বাকী এগার মাস যদি শিক্ষনীয় বিষয়গুলো মানব জীবনে চর্চা করে তবে একজন মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক বাস্তব সমস্যাকে পাশ কাটিয়ে সহজ পথে পরিচালিত করা যেতে পারে।
৩০ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
186416
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন উজাড় করে পোষ্ট রিলেটেড গঠনমুলক মন্তব্য করার জন্য। ভাল লাগল। ধন্যবাদ।
১৬
240247
৩০ জুন ২০১৪ দুপুর ১২:৩৪
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করার মাধ্যমে প্রতিটি হৃদয় হোক প্রশান্ত মহাসাগরের মত উদার। ---- কি অদ্ভুদ সুন্দর কথা! আলাহ্‌ আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন! আমিন!
৩০ জুন ২০১৪ দুপুর ০২:০৭
186417
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আপনার অনুভুতির প্রকাশটা ভাল লাগল। ভাল লাগল আপনার শব্দ যাদুর গাথুনীতে তৈরী নিজের দেয়ালে ঝুলন্ত পোস্ট পড়ে। ধন্যবাদ।
১৭
240270
৩০ জুন ২০১৪ দুপুর ০২:১০
আহমদ মুসা লিখেছেন : আপনি তো রমজানের শুরুতে দেশে আসার কথা জানিয়ে ছিলেন। কখন আসতেছেন দেশে? দেশে আসলে আপনাকে চট্টগ্রামে স্বাগতম জানাচ্ছি।
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
186465
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আসবোই চট্রগ্রামে। কর্মচারীদের জুলাইয়ের বেতন ঈদের আগেদিয়ে ২৩ জুলাই ঠিক করেছি। ফ্যামেলী ৫ জুলাই যা্চ্ছে। ধন্যবাদ।
১৮
240297
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:১৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সত্যের পতাকা উড্ডয়নে প্রতিটি নির্যাতিত মুসলমান হোক হিমালয় পাহাড় সম ঈমানের মুর্ত প্রতীক! বরফ গলা সমুদ্রের নোনা পানিতে ধূয়ে মুছে যাক সব অতীতের গ্লানি! আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করার মাধ্যমে প্রতিটি হৃদয় হোক প্রশান্ত মহাসাগরের মত উদার!
৩০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
186466
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ বুক ভরা কথাগুলো কোড করে মন্তব্য রেখে যাবার জন্য।
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৯
186640
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহ আপনার মনের নেক বাসনা পূর্ণ করুন।
১৯
240346
৩০ জুন ২০১৪ বিকাল ০৫:১৯
শিশির ভেজা ভোর লিখেছেন : Rose Rose Rose ভালোলাগা ও ভালোবাসা রেখে গেলাম।
৩০ জুন ২০১৪ রাত ০৯:৪২
186514
প্রবাসী মজুমদার লিখেছেন : Thanks. I have seen u after a long timeSmug Surprised
২০
240515
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:১৪
আমি মুসাফির লিখেছেন : ..আর ব্লগ পাগল প্রতিটি সত্যর মশালে যোগ দেয়া ব্লগারের শানিত কলমে তৈরী হোক আগামী প্রজন্মের জন্য যুগান্তকারী মহাকাব্য। কলমের কালিতে উগলে দেয়া প্রতিটি শব্দ হিরোশিমা আর নাগাসাকির মত

অবিশ্বাসীদের বিদ্রোহী মনকে জ্বালিয়ে দিয়ে তৈরী হোক ভ্রাতৃত্ব বোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব - এ প্রত্যাশায়

আপনার প্রত্যাশা পুরন হউক এবং আপনি ব্লগারদেরকে যেভাবে আহবান করেছেন তা যেন প্রতিটি ব্লগার গতে পারে এই দোয়া করি।
ধন্যবাদ।
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৭
186680
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে কোডিং মন্তব্যর জন্য ধন্যবাদ। আপনার কলম ও হোক শাণিত এ প্রত্যাশা আমারও।
২১
241090
০২ জুলাই ২০১৪ রাত ১১:০৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : রোজায় যেন পাই পরপারে জামিন।
***********************
কিছুকাল পরবাসে থেকেছি দেখেছি
রমজান মানে উদারতা সহসশীলতা
ব্যাবসায় বেশি দেওয়ার মনমানসিকতা
প্রানখুলে ইফতারিতে মেহমানদারিতা
যা ভুলতে পারিনা ভুলার নয় এই জন্মে
পক্ষান্তরে আমার সোনার বাংলাদেশে-
বীরের বেসে উচ্চমূল্য উচ্চতা ছুঁয়ে যায়
উম্মোখত বাজারে ভেজালের জালে-
রোজাদার আটকায়,
রোজা নিয়ে রাজনীতি ফন্দিবাজি-
নির্লজ্যের মতো
রোজা এলে ইয়াতিমদের কোলে তুলে-
রোজা শেষ ইয়াতিমের মাল হরনের মামলায় হাজিরা-বিচিত্র মনন!!!
মজুমদার ভাইয়ের কবিতার প্রতিটি লাইন-
বিকৃত হয় এই দেশে রোজা রমজানে
হাজী হজ্ব করে ঢোঁল পিটিয়ে আমি আল-হাজ্ব
ধনী জাকাতের কাপড় বিলায় পত্রিকায় হেডলাইন হয় এতোজন পদধলিদ...???
রোজায় তারাবির তিলায়াত আরো বিচিত্র রোদন
কে কত দ্রুত ফুলসিরাত পারাবে ইঁদুর দৌড়!!!
এই কি রোজার মূল মন্ত্র....???মজুমদার ভাইয়ের কবিতা পড়লেই আবেগে আপ্লুত হয়ে যাই কি মন্তব্য করবো ভেবে পাইনা... অনেক ধন্যবাদ ভাই।
০৩ জুলাই ২০১৪ রাত ০১:৫৫
187162
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাবছি কবি আব্দুল মান্নান মন্সী আজও রিয়াদে। আজ জানলাম, বাংলাদেশে। কি করছেন জানাবেন। ফরমালিনের দেশে কবিতা কিভাবে লিখবেন। মাথার মগজ সব শেষ। ধন্যবাদ। ভাল লাগল আপনার ভিন্নধর্মী কবিতা আর হৃদয়ের রক্তক্ষরণ দেখে। বাড়ী আসছি। ২৩ শে জুলাই। ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৪ রাত ১০:৪৩
187448
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আসুন আপনাকে স্বাগতম...আমি খুব কাছেই আছি...
২২
241228
০৩ জুলাই ২০১৪ সকাল ১১:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : সর্বত্র তৈরী হোক ভ্রাতৃত্ববোধ আর সহমর্মিতায় ভরা এক নতুন বিশ্ব। রমজানুল মুবারক Good Luck Good Luck Good Luck
০৩ জুলাই ২০১৪ দুপুর ০১:১৪
187280
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে এসে মন্তব্য রেখে যাবার জন্য।
২৩
241615
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৯
আমি আমার লিখেছেন : ভালো লাগলো Praying Praying Praying Praying Praying Praying
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
187604
প্রবাসী মজুমদার লিখেছেন : Thanks for ur nice comments
২৪
241661
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো। +
০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১৫
187787
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাল লাগা রেখে যাবার জন্য।
২৫
241683
০৪ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১১
তহুরা লিখেছেন :
০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১৫
187786
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ এ ব্লগে আসার জন্য। আরও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি হাসিদের উদ্ধৃতিতে মন্তব্য রেখে যাবার জন্য।
০৬ জুলাই ২০১৪ সকাল ০৭:১১
188036
তহুরা লিখেছেন :
০৬ জুলাই ২০১৪ দুপুর ০১:৩০
188092
প্রবাসী মজুমদার লিখেছেন : আহ! আমাদের সবার জীবনটা যদি শিশুর হাসি আর হৃদয়ের মত নির্মল হত! ধন্যবাদ।
০৬ জুলাই ২০১৪ রাত ১১:১৪
188231
তহুরা লিখেছেন :
২৬
241816
০৫ জুলাই ২০১৪ সকাল ০৬:১২
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ও প্রিয় কবি বন্ধু, প্রায় দু,বছর ধরে দেশে আসি আসি করে তুমিতো এলে না।
কত কথা জমে আছে গো বন্ধু...
কত কৈফিয়ত!কত প্রশ্নের জবাব!!!

তুমি আমায় চিনতে পারোনি বোধ করি Happy
বেশ কয়েকবার কথা হয়েছে ইথারে বছর ২ হলো বোধ করি।

গোপন বার্তায় কত আবেগ আর ভালোবাসা
বিনিময় হয়েছে দু'জনে।

আমায় নিয়ে লিখেছিলে একদিন অসাধারন কাব্য

হুম! বন্ধু অনেক কথা জমে আছে প্রানে।
দু'বছর প্রতিক্ষায় আছি.... Waiting
মুখোমুখি কথা হবে বলে

তুমি কি এসেছো বন্ধু, লাল সবুজের বাংলায় ????....


০৫ জুলাই ২০১৪ দুপুর ০১:১৪
187785
প্রবাসী মজুমদার লিখেছেন : চিনতে পেরেছি হে হারিয়ে যাওয়া প্রেম
সাহিত্য প্রেমির প্রেম কি হয় শেষ,
আসছি আগামী ২৩ শে জুলাই
ঘুরে বেড়াতে আমার সোনার বাংলাদেশ।

ধন্যবাদ। অনেকদিন পর দেখে ভাল লাগল। বাস্তবে দেখে আরও ভাল লাগবে।
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৪
191894
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম। আজ ২২ ই জুলাই রাত দুটোয় বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা হব ইনশাল্লাহ। আগামীকাল ২৩/০৭ বিকের তিনটায় চট্রগ্রামে পৌছবো।

কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব কবি শহীদুল ইসলাম
২৭
241915
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
সত্য নির্বাক কেন লিখেছেন : আতঙ্কে নীল হয়ে আছে জনতা , দুশ্চিন্তায় – দুর্ভাবনায় কাটছে দিন

স্বাধীন মানুষেরা আজ বন্দীশালায় বন্দী

বাক স্বাধীনতা কবেই গেছে,
দেশ আজ শংকায় কাতর

আর কতদিন ফেরার হয়ে রবে পরিবারের পুরুষ ,
যুবক – কিশোরেরা

নয়মাস কেটে পাঁচ বছর পার হয়ে গেলো –
আর কত ধৈর্যের পরীক্ষা …?
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:২১
188575
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতা নয় যেন হিমঘরের মানুষদের জাগ্রত করার প্রয়াস। ধন্যবাদ ভাই কবিতা দিয়ে দারুণ একটা মন্তব্য রেখে যাবার জন্য।
২৮
242323
০৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
আব্দুল গাফফার লিখেছেন :
খুব ভাল লাগলো মজুমদার ভাই
আপনার লেখার তুলনা নাই !
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:২২
188576
প্রবাসী মজুমদার লিখেছেন : যাযাকাল্লাহু খায়ের। সব দায়ীকে আল্লাহ তার মনের ক্ষোভ ভাষার মাঝে প্রকাশ করার তৌফিক দান করুন। আমীন।
২৯
242798
০৮ জুলাই ২০১৪ সকাল ০৯:৪০
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ দুপুর ০১:২৩
188577
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ এ অবেলার কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য।
৩০
246920
২১ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
বুড়া মিয়া লিখেছেন : পূর্ণ হোক আপনার প্রত্যাশা।
৩১
249355
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ও বন্ধু আমার, ব্যাস্ততার কারনে অনলাইনে আসতে পারি নাই। আপনি আপনার ফেসবুকের ইনবক্সে আমার ফোন নাম্বার পাবেন। আপনার নাম লিখে একটি বার্তা পাঠালেই আমি ফ্রী হয়ে কল ব্যাক করবো ইন-শা- আল্লাহ্!
৩২
249357
২৯ জুলাই ২০১৪ রাত ০৮:৫০
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : ঈদের শুভেচ্ছা -
তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File