সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে সাহস থাকলে প্রকাশ করুন।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৯ জুন, ২০১৪, ০৬:২৯:১৬ সন্ধ্যা
শেখ হাসিনা বলেছেন, ‘সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, সেই তালিকা পেয়েছি। ওই টাকা ব্যাংক থেকে যথাসম্ভব ফিরিয়ে এনে দেশের মানুষের উন্নয়নে ব্যবহার করব। উড়ে এসে যারা জুড়ে বসে, তারাই লুটপাট ও দুর্নীতি করে।
২৮ জুন, ২০১৪ শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা এই কথা বলেন।
সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে তালিকা পেয়েছি : প্রধানমন্ত্রী
http://www.sheershanews.com/2014/06/28/42669
সুইস ব্যাংকের টাকা ফিরিয়ে আনা হবে
http://mzamin.com/details.php?mzamin=+Mjk5MTg%3D&s=Mg%3D%3D
সরকারের লুটপাটে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বেড়েছে
21 June,2014
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেছেন, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের টাকার পরিমাণ গত এক বছরে ৬২ শতাংশ বেড়ে থাকলে এটা বুঝতে হবে যে গত সরকারের শাসনামলে বাংলাদেশে যে অর্থনৈতিক লুটপাট হয়েছে তারই চিত্র এটি। গত শাসনামলে কতগুলো ব্যাংক লুট হয়েছে, কতগুলো বড় বড় আর্থিক কেলেঙ্কারী হয়েছে এবং এসব জালিয়াতিতে সরকারি দলের লোকজন জড়িত। সরকারি লোকজন জড়িত না থাকলে পাবলিকের সম্পত্তি এভাবে লুটপাট করা যায় না।
তিনি বলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগ যে লুটপাট করেছে সেটার কারণে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ৬২ শতাংশ বেড়েছে। আর সাধারণত লুটপাটকারীরা বেনামে তাদের টাকা সুইস ব্যাংকে রাখে। ফলে আপাতত একথা বলা যায় যে বাংলাদেশের টাকা পাচার হচ্ছে। লুটপাটকারীরা অবৈধভাবে উপার্জন করছে এবং সেই টাকা সুইস ব্যাংকে পাচার করছে।
http://www.rtnn.net/newsprint/page/84371
বিষয়: বিবিধ
২২৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই খুনি-অত্যাচারী-লুটেরা, ইসলাম-উচ্ছেদকারী ও মানবতাবিরোধী সরকার নিপাত যাক!
সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৪ হাজার ৮৪৭ কোটি টাকা: এক বছরে বেড়েছে ৩৯৫ কোটি
মন্তব্য করতে লগইন করুন