রঙ্গের মানুষ - পর্ব-৫

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১২ মার্চ, ২০১৪, ১১:১৪:৪৩ রাত

পর্ব-৪

নতুন চাকুরীর তৃতীয় সপ্তাহে পদার্পন করেছি। উষা দেবীর দেওয়া প্রশিক্ষণ প্রায় শেষ। দেবীর প্রাত্যহিক রুটিন কাজ গুলো অনেকটা রপ্ত হয়ে গেছে। তাই দেবীর দায়িত্বটা আমাকে বুঝিয়ে দেয়া হল। দেবীকে ট্রান্সফার করা হল শুভ দেব এর জায়গায় । আর শুভ দেবকে বদলী করা হয়েছে কাজীর দেউরি শাখায়।

আমার এ স্থানটাতে ক্যাশ টাকার কোন লেনদেন নেই। ব্যাংকের সব লেন-দেন এর গেটওয়ে এটি। ট্রানজেকশন পিরিয়ড দুপুর একটা পর্যন্ত। তার পর কর্ম বিরতি। মধ্যাহ্ন ভোজ। সময় এক ঘন্টা। এরপর শুরু হয় দিনের দ্বিতীয় প্রহরের কাজ। এ সময়টিতে সকাল থেকে করা নথিভুক্ত কাজের হিসেব মিলাই। অামার ডেস্ক থেকে যাওয়া চেক বা ক্যাশ ভাউচার লেজারে পোষ্টিং হয়েছে কিনা মোট অঙ্কের সাথে মিলিয়ে দেখি। সব শেষে সিনিয়র অফিসার শাহনাজ আপার ফাইনাল চেক। তার পর আপার দস্তখতের মাধ্যমে আজকের দিনের কাজের স্বীকৃতি ও সমাপ্তি।

আমার কাজ মধ্যাহ্ন ভোজের আগে শেষ হবার কথা। কিন্তু হয়না। প্রতিদিনই কর্মবিরতি সেরে এসে দেখি ২-৪ জন কাস্টমার অপেক্ষা করছে। কখনো কখনো এরা বিকেল সাড়ে তিনটার পরও এসে হাজির হয়। মাঝে মধ্যে আমি না থাকলে সেকেন্ড অফিসার খায়ের সাহেব নিজেই নথিভূক্ত করে ষ্টাম্প মেরে লেজার পোস্টিং এ পাঠিয়ে দেন।

রেয়াজউদ্দীন বাজার ফলের আড়তদারের আড্ডা। এরা ডিডি কিংবা টিটির মাধ্যমে চট্টগ্রাম থেকে চাপাঁইনবাবগঞ্জ কিংবা চাঁপাইনবাবগঞ্জ হতে চট্টগ্রাম লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করে থাকে। ফল বেচাকেনার এ ট্রানজেকশান প্রতিদিনই হয়। কিন্তু অনিয়মটা এত চরমে পৌঁছে যে, অনেকটা অতিষ্ট হওয়ার মত। উষা দেবীর এ অবস্থান থেকে বিদায়ের সময় চেহারায় ফুটে উঠা হাসি দেখে বুঝতে বাকী রইলনা যে, সে একটা মহা সমস্যা হতে মুক্তি পেয়েছে।

প্রায়ই দেখি, বিলম্বে টিটি নিয়ে আসা অশিক্ষিত কিংবা আধা শিক্ষিত ফুটপাতের বিক্রেতাগুলো অসময়ে এসে হাজির। খায়ের সাহেব এদেরকে খুব সম্মান করেন। সামনে বসিয়ে চায়ের অর্ডার দেন। পিয়ন আহমদকে দিয়ে ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে সসম্মানে হাতে তুলে দেন। কখনও কখনও লেজারে পোস্টিং দেবার আগেই নিজ হাতে ক্যাশ থেকে টাকা এনে হস্তান্তর করেন। অনেকটা ভি.আই.পি ষ্টাইলের সম্মাননা।

বিষয়টি আমার মাথা ব্যথার কারণ হওয়াতে খতিয়ে দেখার শুরু করলাম। এক ব্যবসায়ীর সাথে একান্তে কথা বলে জানতে পারলাম, এদেরকে অসময়ে আসতে খায়ের সাহেব বাধ্য করেন।

- কেন?

কারণ সকাল বেলায় ফোনে টিটির নাম্বারটা নিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে জালে মাছ আটকানো সম্ভব নয়। কোন এক ফাঁকে ব্যবসায়ীরা টাকা উঠিয়ে নিয়ে চলে গেলে খায়ের সাহেব উপরি নেয়া থেকে বঞ্চিত হবেন। তাই সকাল বেলায় ফোনালাপে নেয়া টিটিগুলো নিজেই লিখে ড্রয়ারে রেখে দেন।

বিকেলে এসব ব্যবসায়ী ব্যাংকে ঢুকতেই দাঁড়িয়ে বলেন

- অ্যারে। আমিতো আপনার জন্যই এতক্ষণ বসে অাছি। সেই সকাল বেলায় আপনার জন্য টিটিটা রেডি করে রেখেছি।

এই আহমদ। এদিকে আস। যাও। দু'কাপ চা নিয়ে এসো। সাথে সিঙ্গারা। এই নাও। টিটিটা লেজারে দিয়ে টাকাটা ক্যাশিয়ার থেকে নিয়ে আস। অনেক সময় নিজেই উঠে নিয়ে আসেন। নিজের প্রাপ্য ঘুষ পকেটে ঢুকিয়ে বসতে বসতে ডায়ালগ ছাড়েন

- আজ বেশী নেই নাই। জানি আপনাদের ব্যবসা এখন মন্দা যাচ্ছে। বেচারা অশিক্ষিত ফল ব্যাপারী। এত বড় অফিসারের আতিথেয়তা আর কৌশলে টাকা নেয়ার দৃশ্য দেখে লজ্জায় মাথানত করে সালাম দিয়ে বিদায় নেয়।

খায়ের সাহেবদের এসব কর্ম দেখেই মনে মনে ভাবি, এ জন্যইতো এসব পথে বসা ফল ব্যাবসায়ীদের থেকে ফল মুল কিনতে গিয়ে শেষ ভোগান্তিটা আমাদের উপরই পড়ে। কেনা ফল বাসায় নিয়ে কতবার বকা খেয়েছি। উপরে ঝক ঝক করা ফলের নীচে রাখা সবই পঁচা। বেচারা বিক্রেতা। খায়ের সাহেবদের নেয়া ঘুষটা কি তার বাবার জায়গা বিক্রী করে দেবে?

রবি সাহেবের পাশে বসতে বসতে অবসর সময়ে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর কাজটিও রপ্ত করে নিলাম। ভাবলাম, জ্ঞানার্জনে শেষ নেই। গ্রামের ডাবল মাষ্টার্স ডিগ্রী পাশ মামুন কাকুকে বললাম, আপনি এত পড়েও তো ভাল একটা চাকুরী পেলেন না। লাভটা কি হল?

- আহারে ভাতিজা। আসল বিষয়টাই বুঝো নাই। পড়ালিখা মানেই জ্ঞানার্জন। জানো, হাদিসে আছে, শিক্ষিত মানুষ মারা গেলেও নাকি কবরের ফেরেশতারা শ্রদ্ধা করে।

- এ হাদিসতো আর শুনি নাই।

- ভাতিজা। সব হাদিসের রেফারেন্স জানা জরুরী নয়।

মামুন কাকুর মতই ভাবলাম শিখে নেই। এক সময় কাজে লাগবে। প্রমোশন পেতেও সাহায্য করবে।

কোন এক দিনের কথা। রবি সাহেব অসুস্থ। অফিসে আসেননি। পাশাপাশি টেবিল হওয়াতে আমাকেই কাজটি করতে হল। একা দুটো কাজ করতে গিয়ে একেবারে হাঁফিয়ে উঠলাম। কাজে নয়। জোর করে দেয়া প্রচলিত ঘুষ খেতে অসম্মতি জানানোর কারণে।

বেচারো ফল ব্যাপারী। একেবারে নাছোড় বান্দা। আমাকে টাকা দেবেই দেবে।

- স্যার আমাকে কাগজটা লিখে দিন।

- লিখে এগিয়ে দিতেই পকেট থেকে ২০/৩০ টাকার উপঢৌকন। জিজ্ঞেস করলাম

- আমাকে টাকা দিচ্ছেন কেন?

- স্যার । আপনি যে কাগজটা লিখে দিলেন, চা পানি খাবার জন্য।

- যান। লাগবেনা।

- না স্যার। প্লীজ। আপনি মাইন্ড কইরেন না। ভাবলো, মনে হয় আরও বেশী দিতে হবে। তাই আরও দশটাকা যোগ করল।

- আমি এসব খাইনা।

- প্লিজ স্যার। নিলে খুব খুশী হবো। রবি সাহেবকে তো আমরা বলতে হয়না। অনেক সময় উনি নিজেই চেয়ে নেন। আমরা লিখা পড়া জানিনা। আপনারা কষ্ট করে লিখে দেন বলে..।

- হুম।

(চলবে)

বিষয়: বিবিধ

১৮৮৭ বার পঠিত, ১০৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191423
১২ মার্চ ২০১৪ রাত ১১:১৯
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো । চলুক
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৩
142727
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারীকে হাজারো সালাম। আপনি ফাষ্ট। তাই ডিজিটাল অভিনন্দন।
191424
১২ মার্চ ২০১৪ রাত ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সরকারী ব্যাংক এর এই বকশিশ প্রথার কোন পরিবর্তন আজো হয়নি। অন্যদিকে বেশকিছু বেসরকারী ব্যাংক এখন সার্ভিস ডেস্ক নামে একটি কাউন্টার রাখে যেখানে সাধারনত কোন নতুন কিংবা এপ্রেন্টিস কর্মচারি রাখা হয় যারা বিভিন্ন ধরনের ফরম ফিলাপ এ গ্রাহকদের সহায়তা করে। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি সবসময় বিভিন্ন ফর্ম শুধু পরে একজন নতুন গ্রাহকের পক্ষে বোঝা সম্ভব হয়না। কিন্তু সরকারী ব্যাংক বা কোন প্রতিষ্ঠানেই এই ধরনের সহায়তার ব্যবস্তা নাই উল্টা কোন বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে তারা রেগে যান। এ জন্য আমি সাধারনত কোন সরকারী ব্যাংক এ যাইনা।
কিন্তু পাঠক দের টিউশনির প্রস্তাবের উত্তেজনাতে রেখে আপনি ব্যাংক এর ঘুষ খাওয়া তে গেলেন কেন????
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৩
142478
আবু আশফাক লিখেছেন : এই উত্তেজনায় রাখাটাইতো ধারাবাহিকের ম্যাজিক! এতো তারাতারি উত্তেজনা প্রশমিত হলেতো ধারাবাহিক লেখার মজাই থাকে না!!!!!!!!Rolling on the Floor Rolling on the Floor
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:২৩
142494
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সোনালী ব্যাংক এর অনেক শাখা অডিট করেছিলাম। চট্টগ্রামেও করেছিলাম কয়েকটি। ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝলাম খায়ের সাব সহ কিছু বুড়ো হাবড়ার অনিয়ম, সিবিএ নেতাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে ভাগ বাটোয়ারা আর দায়িত্বহীনতার কারণে এ সর্ববৃহৎ এ সরকারী ব্যাংকটি অনেক লোকসানী প্রতিষ্ঠান।

নৌবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাঁর বক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। উনি হাউজ লোন এর জন্য আবেদন করেছিলেন সোনালী ব্যাংকে। আমলাতান্ত্রিক জটিলতায় উনার আবেদন এর বিপরীতে সিদ্ধান্ত আর হয়না। ছয় মাস পর উনাকে চিঠি দিয়ে জানানো হলো- আপনার ঋণ আবেদন মঞ্জুর হয়েছে। বলা বাহুল্য-ততদিনে উনার হাউজ লোন এর প্রয়োজন ফুরিয়ে গেছে। অন্য একটি বেসরকারী ব্যাংক হতে আবেদন এর এক সপ্তাহের মাথায় ঋণ পেয়েছিলেন। একটি সিদ্ধান্ত নিতে যারা ছয়মাস সময় নেয় তারা লাভ করবে কি করে? বিপরীতে বেসরকারী সিদ্ধান্ত দিতে ব্যাংক সময় নিত দুই দিন।

অথচ এ সরকারী ব্যাংকগুলো তেলা মাথায় আরো তেল ঢালতে জানে। ঋণখেলাপীদেরকেই তারা বারবার ঋণ দিয়ে থাকে।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
142728
প্রবাসী মজুমদার লিখেছেন : আগামী পর্বে আসছে। ব্যাংকের চাকুরীতে শুধৃ প্রেম থাকলেতো আর চলেনা। তাই সব একসাথে চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ অনেক বড় মন্তব্য করার জন্য।

ঘোষটা এখন সয়ে গেছে। আমরাও কিছু মনে করিনা।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৫
142729
প্রবাসী মজুমদার লিখেছেন : আগামী পর্বে আসছে। ব্যাংকের চাকুরীতে শুধৃ প্রেম থাকলেতো আর চলেনা। তাই সব একসাথে চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ অনেক বড় মন্তব্য করার জন্য।

ঘোষটা এখন সয়ে গেছে। আমরাও কিছু মনে করিনা
191425
১২ মার্চ ২০১৪ রাত ১১:২৭
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগছে। পরের পর্বের অপেক্ষায়.....
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৬
142730
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাল লাগার জন্য। আগামী পর্ব পোস্ট করেছি। জেদ্দা থেকে প্রায় ২০০ কিমি দুরে রাবিগ গিয়েছিলাম অফিশিয়াল কাজে। তাই বিলম্ব হল।
191426
১২ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
বিন হারুন লিখেছেন : টাকার বিনিময়ে অতিথিয়তা, সম্মান বেশ ভাল লাগল. পর্ব-৬ এর অপেক্ষায় থাকলাম. Waiting
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৬
142732
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার বিশেষ অনুরোধে পর্ব*৫ এ মন্তব্যর জবাব দেয়ার আগে পর্ব ৬ পোষ্ট করেছি। ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
142754
বিন হারুন লিখেছেন : আমিও পর্ব ছয় শেষ করে আপনার জবাব দেখলাম Happy
191430
১২ মার্চ ২০১৪ রাত ১১:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : অপেক্ষায় ৬ এর।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
142733
প্রবাসী মজুমদার লিখেছেন : অপেক্ষার পালা শেষ। ইউ আর ওয়েলকাম টু পর্ব-৬। ধন্যবাদ।
191444
১৩ মার্চ ২০১৪ রাত ১২:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সাজিয়ে লিখেন আপনি ,অপেক্ষায় আছি চালিয়ে যান
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
142735
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার আড্ডায় ব্লগারদের আনাগোনা দেখেই সাজানোর কাজটা বাড়িয়ে দিয়েছে সবার সম্মানার্থে। ধন্যবাদ।
191446
১৩ মার্চ ২০১৪ রাত ১২:১৫
সিমপল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
142736
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। পরের পর্বের আড্ডায় আপনি আমন্ত্রিত।
191481
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৩৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
Rose Rose Rose
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
142737
প্রবাসী মজুমদার লিখেছেন : আমারও ভাল লেগেছে আপনাকে দেখে। বুঝেছি খালি মুখে বিদায় নিতে হয় বলে বেশী কিছূ বলেননি।
191483
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৪৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো ভাইয়া। Rose Rose Rose
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
142739
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগার অনুভুতি রেখে যাবার জন্য ধন্যবাদ। রাবিগ গিয়েছিলাম ২০০ কি মি দুরে। তাই দেরী হল উত্তর দিতে।
১০
191486
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অপেক্ষায় আছি
৬ এর।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
142741
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম। আমিও অপেক্ষায় আছি আপনি ৬ পবে আসার জন্য। ধন্যবাদ ঘুরে যাবার জন্য।
১১
191497
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:০৫
শেখের পোলা লিখেছেন : ঘুষের জ্ঞানার্জন নিশ্চয় এত দিনে বর্জন করেছেন৷ আর হা্ঁ আপনি ঘুষকে ঘোষ লিখে অপরাধ করেছেন৷ গোয়ালাদের ঘোষ বলে, তাদের কি খাওয়া যায়? বলেন৷
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:০৫
142501
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : উচিত কথার ভাত নাই। টিনএজ বয়সী ছাত্র পড়ানোর টিউশনীর উত্তেজনাকর রোমাঞ্চের মাঝখানে এতো কিছু কি হুশ থাকে? ঘুষকে ঘোষ বানিয়ে লেখকের হুশ ফেরানোর চেষ্ঠা করবেন না। চিরিস চালিয়ে যান, আমরা "অপরাধী"র পক্ষেই আছি।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩১
142744
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। সহজ ও অতি পরিচিত এবং প্রচলিত কথা্টাই বলে দিলাম। ধন্যবাদ।
১২
191521
১৩ মার্চ ২০১৪ সকাল ০৬:১৭
রাইয়ান লিখেছেন : ভালো লাগলো .... তারপর ? ওই যে টিউশনিতে যাওয়ার কথা ছিল আপনার ? দেরী হয়ে গেল নাতো ! Tongue Tongue
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:১৮
142439
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Love Struck Love Struck Time Out Time Out Time Out Time Out
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
142746
প্রবাসী মজুমদার লিখেছেন : শূরুতেই টিউশনির সব কাজ হয়নি। তাই সিরিয়ালের দিক থেকে ঐটা আসছে। তবে আগামী পর্বে। মানে ৭ম পর্বে।
১৩
191529
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:১৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমিও কিচ্ছু বলবোনা শুধু জ্ঞান অর্জন কর্বো I Don't Want To See Day Dreaming
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
142747
প্রবাসী মজুমদার লিখেছেন : হ। জ্ঞানার্জন করা ভাল। মরলে ফেরেশতারা স্যালুট দেবে। ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:১৬
142785
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
191531
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ভালো লাগলো। কিন্তু পূর্বের পর্বগুলি পড়া হয়নি।ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
142748
প্রবাসী মজুমদার লিখেছেন : সময় করে পড়ে নিলে ভাল লাগবে। ধন্যবাদ।
১৫
191544
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৫০
আবু আশফাক লিখেছেন : এতো বছর আগের কলিগদের নাম কীভাবে মনে রাখলেন? আমারতো ১০ বছর আগের কলিগদেরও অনেকের চেহারা চোখে ভাসলেও নাম মনে করতে মহা কসরত করতে হয়।
আর ব্যাংকে টিটি,ডিডি ফরম পূরণ করেও যে টাকা নেয়ার তরিকা আছে তা মাত্রই জানলাম। ধন্যবাদ, চলতে থাকুক.........

পোস্ট স্টিকি করার জন্য মডুদের ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
142504
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনার তো মেমোরী সার্ফ(এক্সেল) দিয়ে ধুয়ে মুছে পরিস্কার রাখেন মনে হচ্ছে! ১০ বছরের পুরনো স্মৃতি মনে রাইখবার পারেন আপনে? মা'শায়াল্লাহ, আপনার দেমাগে আল্লাহ বরকত দান করুক। মুই এতোই মন ভোলা, স্মৃতিশক্তি দূর্বল যে,নিজের নামডা পর্যন্ত মাঝে মধ্যে ভুলে যায়। আচ্ছা মোর নামডা কি যেন ছিল? একটু স্মরণ করাইয়ে দেন তো প্লিজ। হালার মাথায় সব গ্যাঞ্জাম! কিচ্ছুই মনে থাহে না।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
142750
প্রবাসী মজুমদার লিখেছেন : গ্যাঞ্জাম পাটি উত্তর দিয়েছে। তবুও চোখ বন্ধ করলে সেইখানে চলে যাই। ভুলি নাই কাউকে । ধন্যবাদ।
১৬
191554
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:১৫
বিদ্যালো১ লিখেছেন : :D

" প্লীজ স্যার। নিলে খুব খুশী হব।
রবি সাহেবকে তো আমরা বলতে হয়না
। অনেক সময় উনি নিজেই চেয়ে নেন।
আমরা লিখা পড়া জানিনা।
আপনারা কষ্ট করে লিখে দেন বলে..।"

Iha dara kinchit khocha dilo naki? Na dileo shikkito hishebe gaye laglo. Oishob durniti bajder jonno e deshe ai haal.
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
142752
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আপনি যাহা ভাবিয়াছেন, তাহা ধরিয়া নিলে আমার কোন ক্ষতি নেই। ধন্যবাদ।
১৭
191556
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
142753
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার পরিদর্শনে। দেখা হবে অন্য গলিতে।
১৮
191559
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৩০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাল লাগলো জীবনের অনেক কিছু জানলাম
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
142756
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব রেখে যাওয়া স্মৃতি অন্যর জন্য শিক্ষা ও হতে পারে। ধন্যবাদ।
১৯
191568
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:২২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সোনালী ব্যাংক এর অনেক শাখা অডিট করেছিলাম। চট্টগ্রামেও করেছিলাম কয়েকটি। ব্যক্তিগত অভিজ্ঞতায় বুঝলাম খায়ের সাব সহ কিছু বুড়ো হাবড়ার অনিয়ম, সিবিএ নেতাদের সাথে বোঝাপড়ার মাধ্যমে ভাগ বাটোয়ারা আর দায়িত্বহীনতার কারণে এ সর্ববৃহৎ এ সরকারী ব্যাংকটি অনেক লোকসানী প্রতিষ্ঠান।

নৌবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাঁর বক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। উনি হাউজ লোন এর জন্য আবেদন করেছিলেন সোনালী ব্যাংকে। আমলাতান্ত্রিক জটিলতায় উনার আবেদন এর বিপরীতে সিদ্ধান্ত আর হয়না। ছয় মাস পর উনাকে চিঠি দিয়ে জানানো হলো- আপনার ঋণ আবেদন মঞ্জুর হয়েছে। বলা বাহুল্য-ততদিনে উনার হাউজ লোন এর প্রয়োজন ফুরিয়ে গেছে। অন্য একটি বেসরকারী ব্যাংক হতে আবেদন এর এক সপ্তাহের মাথায় ঋণ পেয়েছিলেন। একটি সিদ্ধান্ত নিতে যারা ছয়মাস সময় নেয় তারা লাভ করবে কি করে? বিপরীতে বেসরকারী সিদ্ধান্ত দিতে ব্যাংক সময় নিত দুই দিন।

অথচ এ সরকারী ব্যাংকগুলো তেলা মাথায় আরো তেল ঢালতে জানে। ঋণখেলাপীদেরকেই তারা বারবার ঋণ দিয়ে থাকে।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
142757
প্রবাসী মজুমদার লিখেছেন : ব্যাংকের ভেতরে লুকিয়ে আছে একদল শিক্ষিত সংগঠিত চোরের দল। ওরা ঘূষখোর। জাতি ওদের থেকে রক্ষা পেতে চায়। ধন্্যবাদ আপনার অভিজ্ঞতা বর্ননা করার জন্য।
২০
191583
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:০৪
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি তো বাংলাদেশের অফিসারদের গোমর ফাঁস করে দিলেন ভাই! শুরু থেকেই সাথে আছি ইনশা আল্লাহ্‌ যদিও অনেক সময় মন্তব্য করার মত সময় ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। দু’আ করবেন। Rose Rose Rose Rose Rose Rose Rose
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
142758
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ হাজারো ব্যস্ততার মাঝে ছুটে আসার জন্য। ভাল লাগল আপনার মন্তব্য পড়ে।
২১
191591
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৯
আহমদ মুসা লিখেছেন : ক্ষেত্র, অবস্থান, ও পরিবেশভেদে ঘুষ লেনদেনের পদ্ধতি যেমন ভিন্ন ভিন্ন হয় তেমনি খায়ের সাহেবদের মতো ব্যক্তিদের 'কর্মচারী টেক্স' কালেক্টরদের চরিত্রও বিচিত্র স্বভাবের হয়। পুলিশ ডিপার্টমেন্টে গেলে লেনদেনের তরিকা এক ধরনের। আবার আদাতল পাড়ায় গেলে কোর্ট কাচারীর দেয়ালগুলোকেও নাকি আক্কেল সেলামী দেয়ার পদ্ধতি উদ্ভট। এক কথায় মানুষের জীবন ঘনিষ্ট সব বিষয়েই নীতি নৈতিকতাহীনতার কারণেই মানুষ মূলত ভোগবাদী হয়ে উঠে। ভোগকে পূর্ণরূপে এনজয় করার প্রয়োজনে প্রয়োজনের অতিরিক্ত অর্থের পেছনে দৌড়তে গিয়ে নীতিহারা হয়ে যায়।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
142759
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি ঠিকই বলেছেন। এটি এখন জাতীয় দুণীতি। সবাই খায়। মন্ত্রী মিনিষ্টার প্রধানমন্ত্রী সবাই। কে বিড়ালের গলায় ঘন্টা দেবে?
২২
191592
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
আহমদ মুসা লিখেছেন : হঠাৎ টিনএজ বয়সী ছাত্রী পড়ানোর রসালো কাহিনীতে ঘোষ নিয়ে রমরমা গবেষণা করার হাকিকত বুইঝবার পারলুমনে।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
142761
প্রবাসী মজুমদার লিখেছেন : আগামী পর্ব মানে ৭ নং এ আপনার অপেক্ষার বাধ ভেঙ্গে আসবে টিউশনির অনবদ্য ঘটনা - আই লাভ ইউ...হেহে।
২৩
191611
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১৫
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ঘোষ ( গরুর দুধ )খান অসুবিধা নাই শরীয়তে বাধা নাই । কিন্তু সাবধান! ঘুষ খাইয়েন না ।
সাথেই আছি।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:৪২
142762
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ঘূষ যে গরুও হয় তাই দেখলেন।
২৪
191634
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বর্তমান সময়ে ঘুষ বলতে কাকে বুঝায় তা নিয়ে নতুন করে সমীকরণ হওয়া দরকার।

১। গ্রহীতাকে কাজের মাধ্যমে ফাঁসিয়ে, কিংবা তার অধিকার তাকে না দিয়ে, কিংবা ফাইল আটকিয়ে রেখে যে অর্থ বিপদগ্রস্থ ব্যক্তি প্রদান করে (যেমন টি আপনার কাহিনী) তাকে কি ঘুষ প্রদান বলা যাবে? অনেকের দৃষ্টিতে এটাকে ঘুষ বলা যায়ন না! এটা হল এক প্রকার জুলুম এবং ডাকাতি। যিনি ফাইল আটকিয়েছেন তিনি জালিম, ভুক্তভোগী মজলুম। জালিম তার পদের অপব্যবহার করেছেন, যেমনটি রাজনৈতিক নেতার করেন। গ্রহীতা প্রতিবাদ করতে পারেন নি, পারেন না! কেননা তার প্রতিবাদ শুনার কেউ নাই সেজন্য তিনি মুজলুম। মূলতঃ এইক্ষেত্রে গ্রহীতার কিছুই করার থাকেনা। এখানে একজন ঠকেন অন্যজন ঠকান মাঝখানে তৃতীয় জন কেউ থাকেনা।

২। দাতা ও গ্রহীতা যদি দু-জনেই অন্য কাউকে ঠকানোর জন্য কারবার করে সেটাকে ঘুষ বলা হবে। যেমন, ৩ লাখ টাকার রাস্তার কাজ কন্ট্রাকটর ১ লাখ টাকায় করিয়ে সরকারী ইন্সপেকটরকে ৫০ হাজার টাকা ঢুকিয়ে রিপোর্ট নিলেন আমি সত্যায়িত করছি কন্ট্রাকটর তিন লাখ টাকার কাজ করিয়েছেন। এখানে দাতা গ্রহীতা কেউ ঠকেনাই, ঠকেছেন তৃতীয় জন যিনি মূল মালীক। এটার নাম ঘুষ।

৩। সরকারী টেন্ডার বাজীতেও এই কাজটি করা হয়, তবে কাজটি শুরু হবার আগে অবৈধ লেনদেনের মাধ্যমে কাজ হাতিয়ে নেওয়া হয়। এটাতেও দাতা-গ্রহীতা ফায়দাবান হয় মূল মালীক ক্ষতিগ্রস্থ হয়। এটাও ঘুষ।

৪। এক ব্যক্তির ১০ লক্ষ টাকা দরকার, সকল কাগজ পত্র দেওয়ার পরও বৈধ উপায়ে ব্যাংক থেকে টাকা পাওয়া সম্ভব নয়। তাই তিনি ১ লাখ টাকা জরিমানা (ঘুষ) দিয়ে টাকাটা হস্তগত করলেন। কেননা টাকাটা তার দরকার। এখানেও তিন পক্ষ থাকে, গ্রহীতা ঘুষ গ্রহন করলেন, দাতার প্রথম ভূমিকা তিনি ঘুষ দিলেন, দাতার তৃতীয় ভূমিকা তিনি বিপদে পড়ে ১০ লাখ টাকার দায় মাথায় নিয়ে ৯ লাখ টাকা নিয়ে ফিরে আসলেন! এক্ষেত্রে তিনি মজলুম।

তবে, হলমার্ক, সালমান এফ রহমানের ঋণ কিন্তু এই ধারায় পড়বে না, কেননা এদের তিন পক্ষের কারো মতলব ভাল ছিলনা, তিন পক্ষই দোষি, এটার নাম ঘুষ, দুর্নিতী, চাদাবাজি, ডাকাতি সবই!

৪। রাস্তায় গাড়ি আটকিয়ে পুলিশ বখরা নেয়, র‌্যাব মানুষকে আটকিয়ে রেখে টাকা নেয়, নেতারা জোর করে চাদা তুলে, তহসিল দার কাজে দেরী করিয়ে বেশী অর্থ আদায় করা এসব এখন আমাদের দেশে আইন হয়ে গেছে, এগুলোকে ঘুষ বললে ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি কাকে বলা হবে?

সুন্দর ও বস্তুনিষ্ট ট্রপিক্সের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ রইল মডারেটরদের প্রতিও।
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫২
142863
প্রবাসী মজুমদার লিখেছেন : ঘোষ সংক্রান্ত আপনার বিস্তারিত শিক্ষণীয় ও ভাল লেগেছে। ধন্যবাদ এ ব্লগে মন্তব্য রেখে যাবার জন্য।
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:৫৮
142888
সাদাচোখে লিখেছেন : @ নজরুল ইসলাম টিপু - চমৎকার বিশ্লেষন। ধন্যবাদ।

আশা করি এমন বিশ্লেষনের আলোকে আগামীতে ঐ সব জালিম ও জুলুমবাজদের নামকরন হবে এবং তাদের পরিনতিও তারা যথাযথভাবে পাবে - আল্লাহ সর্বস্রেষ্ট বিচারক।
২৫
191635
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
ইবনে আহমাদ লিখেছেন : ভাই আপনি দেশে থাকলে আবুল বারাকাতের মত আবুল গজবদেরকে ঠিকই ধরতে পারতেন। মামু তো চিলই। প্রমোশন হত।যে ভাবে লেখা হাত শক্ত ঠিক তেমন মুখের জোর ও ভাল। টিভিতে দেখতাম। দেখুন না কিছু করা যায় কি না।
খুবই চমৎকার করে লিখছেন। সাথে থাকার ওয়াদা রইল।
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৩
142864
প্রবাসী মজুমদার লিখেছেন : হ ভাই। আমি দেশে থাকলে জাতির পিতা হওয়ারও সম্ভাবনা থাকতো। সাইকেল মেকানিক এমপি হলে আমি পিতা হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ থাকার ওয়াদা দেয়ার জন্য।
২৬
191656
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো তবে পর্বগুলো আরো একটু ছোট করে দিয়েন তাহলে পড়তে কম সময় লাগবে।
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
142647
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এর চেয়ে ছোট হলে পড়ে মজা/তৃপ্তি পাওয়া যায়না।
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৪
142865
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখতে সময় একেবারেই নেই। তাই ছোট করে লিখতে চেষ্টা করি। ধন্যবাদ পরামর্শের জন্য।
২৭
191658
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৭
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৭
142866
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্য দিয়ে ভাল লাগা রেখে যাবার জন্য।
২৮
191672
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
আবু ফারিহা লিখেছেন : ৪ ও ৫ পর্ব শেষ করলাম। সত্যিই অসাধারণ। জীবন চলার পথে ঘটে যাওয়া ঘটনাবলী ও চরম বাস্তবতাকে এতো চমৎকার ভাবে ফুটিয়ে তোলা যায় সেটা অাপনার অসাধারণ লেখনির মাধ্যমে জানলাম।
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৮
142867
প্রবাসী মজুমদার লিখেছেন : আরও ভাল লাগছে আপনার ভূয়সী প্রশংসার ঢং দেখে। চমতকার মন্তব্য। ধন্যবাদ।
২৯
191676
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৬
শফিউর রহমান লিখেছেন : নির্বাচিত পোষ্টের আসনে দেখে প্রথমে খটকা লেগেছিল। চলমান উপন্যাসের একটি খন্ড কিভাবে নির্বাচিত আসনে বসলো! কিন্তু পড়ার পর ভুল ভাঙল। যেভাবে সমাজের বাস্তব একটা অবস্থা এই পর্বে তুলে ধরেছেন তা নির্বাচিত হওয়াই উচিত। ধন্যবাদ মডারেটরদেরকেও। মাঝে মাজে তারা সঠিক সিদ্ধান্তও নেই - বুঝলাম।
১৪ মার্চ ২০১৪ রাত ০২:৫৯
142868
প্রবাসী মজুমদার লিখেছেন : গুরুকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্যর জন্য। আমিও জানতাম না যে এটি স্টীকি হবে। সকালে উঠেই নজের পড়ল। ধন্যবাদ।
৩০
191690
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : অবশেষে এভাবে ঘুষপ্রেমিকদের চেহারা উন্মোচন করে দিলেন!!! ধন্যবাদ। Rose Good Luck Rose
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০১
142869
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার দেখা বাস্তবতা লিখতে বসেছি। এসব পৃথিবীবাসী জানুক। অনেকেই এসব নিয়ে লিখেননা। তাই লিখছি। ধন্যবাদ।
৩১
191695
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০২
142870
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। যাযাকাল্লাহু খায়ের।
৩২
191697
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো।
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০২
142871
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে অনেকদিন পর দেখে খুব ভাল লাগছে। হারিয়ে যান নি তো?
৩৩
191777
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
অনেক পথ বাকি লিখেছেন : এক্কেবারে আগা টু মাথা মনোযোগ দিয়ে পড়লাম। তাহলে ব্যাংকে এই চলছে। আগে জানতাম না। তলের খবর দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৩
142872
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখক বা সাহিত্যিকরা সাধারণত ব্যাংকে চাকুরী করেননা। ক্নিতু আমরা চাকুরী করার পর লিখার সুযোগ হওয়াতেই ভাবলাম এসব মানুষেরা জানা উচিত।
৩৪
191779
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
বুঝিনা লিখেছেন : ব্যাংকের নিয়ম জানলাম..ডিজিটাল সময়ে ও এই এনালগ সিসটেম চলে কিনা কি জানি.টিউশনির খবর জানতে কি ঘুষ দিতে হবে.লন Rose Rose Rose Rose Rose
১৩ মার্চ ২০১৪ রাত ১০:২৩
142786
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorবুঝিনা লিখেছেন : টিউশনির খবর জানতে কি ঘুষ দিতে হবে? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৪
142873
প্রবাসী মজুমদার লিখেছেন : আগামী পর্বে টিউশনি আসছে। প্রথমে্ সব বলে দিলে মানুষে বলবে
এ বেডা ব্যাংকের কথা কই প্রেমের গল্প শূরু করছে।
৩৫
191819
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
আওণ রাহ'বার লিখেছেন : এতো চাকুরী হারানোর ভয় কেন?
সত্য এবং হকের পথে থেকে একটা হারালে আল্লাহ হাজারো চাকুরীর ব্যাবস্থা করে দিবেন।
পরবর্তী পর্ব পড়ার আগ্রহ প্রকাশ করছি।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:২৪
142789
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পরবর্তী পর্ব মানে, টিউশনির খবর? Love Struck Love Struck
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৫
142874
প্রবাসী মজুমদার লিখেছেন : সবাই খালি আমারে ঠেলে। পোষ্ট না দিতেই কয় পরের পর্বের অপেক্ষায়। ধন্যবাদ।
৩৬
191868
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:২০
ইকুইকবাল লিখেছেন : চলুক
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৬
142875
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য।
৩৭
191891
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:০৫
জোবাইর চৌধুরী লিখেছেন : ছয় এর অপেক্ষায় রইলাম........।
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৭
142876
প্রবাসী মজুমদার লিখেছেন : ছয় নাম্বার পোষ্ট করেছি। দেখে আাসর নিমন্ত্রণ রইল। অপেক্ষার জন্য ধন্যবাদ।
৩৮
191895
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি কইতাম? ঘুষ! সব জায়গায়তো চলছে, সরকারের কাছে আমার আবেদন, আইন করে ঘুষ বৈধ করা হোক....ব্যবসায়ীদের আর অবৈধভাবে দিতে হবে না, অফিসারদের খেতেও হবে....সব বৈধ হয়ে যাবে
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৮
142877
প্রবাসী মজুমদার লিখেছেন : যারা ঘুষ খায় তারা ঘুষ না খাওয়া মানে ঘোষের সাথে বেইমানি করা।
৩৯
191899
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:১৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি কইতাম? ঘুষ! সব জায়গায়তো চলছে, সরকারের কাছে আমার আবেদন, আইন করে ঘুষ বৈধ করা হোক....ব্যবসায়ীদের আর অবৈধভাবে দিতে হবে না, অফিসারদের খেতেও হবে....সব বৈধ হয়ে যাবে
১৪ মার্চ ২০১৪ রাত ০৪:০৫
142894
সাদাচোখে লিখেছেন : হালাল (বৈধ) ও হারাম (অবৈধ) নির্ধারন করার অধিকার একমাত্র আল্লাহর। সরকার ইতোমধ্যে অনেক হারামকে হালাল করেছে আর হালালকে হারাম করেছে। আপনার কষ্টকর অভিজ্ঞতার আলোকে নিঃসৃত পরামর্শ শুনে মনে হচ্ছে - 'মানুষ বুঝি পুরোপুরি হাল ছেড়ে দিয়ে সরকারের উপর ভর করে আল্লাহকে ফেইস করতে চায়'।
৪০
191976
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৫৮
দ্য স্লেভ লিখেছেন : আপনার লেখার স্টাইলটা তো অসাধারন। খুব মনোযোগ দিয়ে পড়লাম । একটু আগে একটা জবের ইন্টারভিউ দিয়ে আসলাম,হাতে সময় ছিল পড়লাম বেশ। জাজাকাল্লাহ খায়রান...
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৯
142878
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার ভ্রমন কাহীনির মত নয়। ভূয়সী প্রশংসার জন্য ধন্যবাদ।
৪১
191986
১৪ মার্চ ২০১৪ রাত ০২:০০
বৃত্তের বাইরে লিখেছেন : সবগুলো পর্বই ইন্টারেস্টিং। তবে অফিসের এত খবর ফাঁস করছেন,সহকর্মীরা জানেনা তো আবার! Good Luck Rolling Eyes Rose
১৪ মার্চ ২০১৪ রাত ০৩:০৯
142879
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেক পুরোনো খবর। এতদিনে মনে হয় অনেকেই মারা গেছে। যারা বেচে আছে চিল্লানোর সময় নেই। ছিল্লাই ও লাভ নাই।
৪২
192249
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
নতুন মস লিখেছেন : দারুণ
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
143110
প্রবাসী মজুমদার লিখেছেন : দরুণ মনের মানুষেরা এমন দারণ মন্তব্য করতে পারে। ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪৪
143112
প্রবাসী মজুমদার লিখেছেন : দারুণ মনের মানুষেরা এমন দারণ মন্তব্য করতে পারে। ধন্যবাদ।
৪৩
208213
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
সাদামেঘ লিখেছেন : মুগ্ধ মনে পড়লাম......দারুন লাগলো।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
156990
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি অভিভুত একসাথে সব পড়ার প্রতিযোগীতা দেখে। ধন্যবাদ।
৪৪
209693
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
আমি আমার লিখেছেন : Rose Rose Rose Rose
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৫
161901
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ পড়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে যাবার জন্য।
৪৫
213653
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
আহ জীবন লিখেছেন : সৎ থাকার জন্য ধন্যবাদ।

ঘুষের কারনে রাষ্ট্রীয় সততা জাহান্নামে গেছে।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৬
161902
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনেকদিন পর পুরোনো সিরিজ পড়ে মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File