রঙ্গের মানুষ - (পর্ব-২)

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৮ মার্চ, ২০১৪, ০৯:০৩:৪৫ রাত

প্রথম পর্ব

নাটকীয়ভাবে চাকুরীটা পেয়ে গেলাম। বি. এস. সি. পরীক্ষার তিনমাস আগেই ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম। ভাবছিলাম, এ কঠিন প্রতিযোগীতায় চাকুরী পাওয়া অনেকটা স্বপ্নের মতই। বাস্তবে তাই হল। পরীক্ষা শেষ। কল্পিত স্বপ্নের বাস্তব আহব্না। ভেবেছিলাম, পরীক্ষার পর একটু লম্বা দম নেব। কিন্তু সে সুযোগ আর হল না।

যোগদান করার জন্য চট্রগ্রামে যেতে হবে। জীবনের প্রথম চাকুরী। সুতরাং এ সুবর্ন সুযোগটাকে হাত ছাড়া করা ঠিক হবেনা। তাই হঠাৎ ব্যাস্ত হয়ে গেলাম। হাতে সময় আছে মাত্র দু'দিন। । এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

শূরু হল নিজের সাথে সিরিয়াস বোঝা পড়া। কাগজে কলমে হিসেবের কষাকষি। কিছুটা কাঁটা-ছেঁড়া। প্লাস মাইনাসের বাদানুবাদ। মিল অমিলের দ্বন্দ। আপন জনের সাথে শলা-পরামর্শ। অতঃপর ফাইনাল সিদ্ধান্ত।

সব প্রস্তুতি শেষ । এবার যাবার পালা। চৌদ্দ বছরের স্মৃতিগাঁথা অধ্যয়ের পরিসমাপ্তির ক্ষণ এটি। বিদায়ের যাতনায় নিজের অজান্তেই গুণ গুনিয়ে মন গাইছে.. "আমার পায়ের চিহ্ন পড়বে না আর এই বাকেঁ গো...।

মনটা খুব খারাপ হয়ে গেল। একদিকে দীর্ঘ জীবনের স্মৃতি বিজড়িত ছাত্র জীবনের পরিসমাপ্তি। ... ফেলে আসা টিউশনি আর লজিং মাষ্টার জীবনের হাজারো স্মৃতির ইতিদৃশ্য। দু'বোনের প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে গড়ে উঠা অনাকা্ঙ্খিত প্রেমের করুণ আর্তনাদ। ..এ তিন বাহীনির যৌথ আক্রমণে আমি অনেকটা বাকরুদ্ধ। মনের ভেতর লুকিয়ে থাকা প্রতিনিধিত্বকারী এসব গুপ্ত শক্রদের আক্রমন যে এত নিষ্ঠুর, তা এর আগে বুঝতে পারিনি।

২৮শে ফেব্রুয়ারী। ভোর ৫টা। কুমিল্লা রেল ষ্টেশনে চেপে বসেছি চট্রগ্রাম গামী ট্রেনে। এ পথে ট্রেন যোগে ইতিপুর্বে আরও অনেবার গিয়েছি। কিন্তু আজকের এ যাওয়ার অনুভূতি অন্যদিনগুলো থেকে একেবারেই ভিন্ন। দীর্ঘ এ যাত্রায় জানালার পাশ দিয়ে গা ঘেষে যাওয়া প্রকৃতির কোন কিছুই চোখে পড়েছে বলে মনে হয়নি। চোখের দৃষ্টি অতীতের সব স্মৃতিকে কল্পনার পর্দায় জড়ো করে খুব মগ্ন হয়ে দেখতে দেখতে কখন যে গন্তব্য পৌছেছে টেরই পায়নি।

ট্রেন থেকে নেমেই সোজা বড় ভাইয়ের বাসায় উঠেছি। ষ্টেশন হতে ৪ কিলোমিটার দুরে। মোল্লা পাড়া। আগ্রাবাদ। আগামীকাল সকালে ভাইয়ের সাথে নতুন অফিসে যাব যোগদান করতে। ভাবী আমাকে পেলে অনেকটা খুশীই হয়। কারণ, তার সব কর্মেই অতি প্রশংসা। এটি মেয়েদের চিরাচরিত অভ্যাস। কোন কিছু সামনে এগিয়ে দিয়েই ওৎ পেতে বসে থাকে প্রশংসাটা পাওয়ার জন্য। তারিফ করতে ভূলে গেলে অবশেষে বলেই ফেলে, আজকের তরকারীটা কেমন হল? আমাকে এ ব্যাপারে কখনো বলতে হয়না বলেই হয়তবা আতিথেয়টার মাত্রাটাও একটু বেশী পাই।

আজ ১লা মার্চ। ১৯৮৭ সাল। সকাল ৯টা। বড় ভাইয়ের সাথে নতুন চাকুরীস্থলে পৌছলাম। জীবনের প্রথম চাকুরী। অফিসের কাছে রিক্সা থেমেছে। নামতেই বুকের মাঝে হাতুড়ি পেটানোর মত শব্দ অনুভব হচ্ছিল। অজানা ভয়ে মিছে লাফালাফি। অফিসটা উপরের তলায়। দৃষ্টি মেলে কিছুক্ষণ দেখলাম। তারপর সিড়ি বেড়ে উপরে উঠার পালা।

দরজায় কর্তব্যরত দারোয়ানের সম্ভাষনটা গ্রহন করেই বড় ভাই ভেতরে ঢুকল। আমি আগন্তকের মত অনুসরণ করে চলছি। অফিসে ঢুকতেই দরজার ডানে বসা সেকান্দর সাহেব। ফোকলা দাঁতে হাসি দিয়ে করমর্দন করতে এগিয়ে এল। আমিও হাত বাড়িয়ে দিলাম। ব্যস্ততার মাঝে আর ও কয়েকজন্ উঠে এসে করমর্দন করে চট্রগ্রামের ভাষায় কৌশল বিনিময় করল। কথোপকথনে ব্যবহৃত ভাষার কিছু শব্দ বুঝে আসেনি। মনে মনে ভাবলাম, অফিসে কর্মরত সবাই যেহেতু চট্রগ্রামের ভাষায় কথা বলছে, সুতরা নতুন চাকুরীতে কিছুটা সমস্যাতো হবেই। দেখা যাক। ভাবছি, মনে হয় "চট্রগ্রাম লেংগুয়েজ স্পিকিং কোর্স"টা না শিখে উপায় নেই।

কথা বলতে বলতে বড় ভাই সোজা ম্যানেজারের রুমে প্রবেশ করল। আমাকে পরিচয় করে দেয়া হল। সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঢেকে চাকুরীতে যোগদান সংক্রান্ত যাবতীয় কাগজ পত্র পুরন করে সই নেয়া হল। চায়ের মাধ্যমে হালকা আপ্যায়ন সেরে ম্যানেজার সাহেব উঠে দাঁড়ালেন। হাত ধরে আমাকে নিয়ে শাখার সবার সাথে পরিচয় করে দেয়া হল। শুরু হল চাকুরী জীবনের নব যাত্রা।

বিষয়: বিবিধ

১৯১৮ বার পঠিত, ৯৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189049
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কর্ম জীবন ২৮শে ফেব্রুয়ারী শুরু বাংলাদেশের জন্য এ দিনটা পরিচিত আপনার বেলায় ও তাই। চালিয়ে যান সাথে আছি Rose
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:২৬
140274
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারী হিসেবে ধন্যবাদ আপনাকে। যাবার আগে বিশ্রেসণঠূূূকু রেখে গেলে সৃতির ডায়রীটা সমৃদ্ধ হয়।
189054
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : চলবেতো ?
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:২৪
140269
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি সাথে থাকবেন তো? গল্পকারের কৃতিত্ব পাঠকের মাঝে। পাঠকের ভীড় যত বাড়ে গল্পকার ততই মনের মাধূরী মিশিয়ে সাহিত্য রসের মহাসড়ক তৈরীতে কৌশলী হয়ে উঠে।
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
140280
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার কথা বলেছেন। আমি আছি ইনশা আল্লাহ।
১০ মার্চ ২০১৪ সকাল ১০:১৬
140827
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হিন্দি ফিল্মে মাধুরির বেইল শেষ। হেতি শেষতক আপনের মনের ভিতর স্থান নিলো! আহহারে চান্দু কপাল!
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
140836
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে গেঞ্জাম ভাই। আমি মাধূরী বলতে হৃদয়ের একাগ্রতা মিশিয়ে বলেছি। আই লাভ মাধূরী।
189055
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সাথে আছি।
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
140275
প্রবাসী মজুমদার লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে পেছন থেকে মিছিলের সাথে মাঝে মধ্যে আওয়াজ দিলে গতিটা বেড়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য।
189063
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
সিমপল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:৫৮
140431
প্রবাসী মজুমদার লিখেছেন : ফাকা ব্লগ বাড়ীতে জিনেরা বাসা বাধার পরিবর্তে নিজের কিছু অনুভুতির কথা রেখে দেয়া উত্তম নয়কি?

ধন্যবাদ আমার ব্লগ পরিদর্শন করে যাবার জন্য।
189066
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
140436
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার ব্লগ বাড়ীতে মায়ের ভালবাসা দিয়ে ফেলা ভালবাাসর নো্ঙ্গর সত্যিই চমৎকার। পৃথিবীর এক শ্রেষ্ট মানুষকে নিয়ে গড়া ছবির প্রদর্শনী প্রতিটি সন্তানকেই বাকরুদ্ধ করার মত।

দেখে সত্যিই বিমোহিত হয়েছি। নিজের প্রিয়দের তালিকায় যোগ করে নিয়েছি ছবিগুলো।

ধন্যবাদ।

189073
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
মাটিরলাঠি লিখেছেন : পরের পর্বের অপেক্ষায় ...
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৭
140437
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অপেক্ষার জন্য। ভাল লাগল অনেকের ভীড়ে আপনাকে এ ব্লগে আসতে দেখে।
189074
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল, চট্টগ্রামের ভাষার সমস্যা এখনো থাকলে হেল্প নিতে পারেন Happy
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৮
140438
প্রবাসী মজুমদার লিখেছেন : চাকুরীরত অবস্থায় অনেকটা রপ্ত করলেও চর্চা না থাকায় আবার ভূলতে বসেছি। ভাসায় ব্যবহৃত মাখরাজ সব ভূলে গেছি।
189082
০৮ মার্চ ২০১৪ রাত ১০:১১
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৫
140511
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগ বাড়ীতে আপনার ঘুরে যাওয়াকে সাধুবাদ জানাই। ভাল লাগা রেখে যাওয়ায় খূশি হলাম। ধন্যবাদ।
189083
০৮ মার্চ ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চট্টগ্রামি ভাষা শিখা বেশি কঠিন নয়!
চলতে থাকুক আপনার অভিজ্ঞতার বিবরন।
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
140513
প্রবাসী মজুমদার লিখেছেন : কিছু মাখরাজ আর প্রতিশব্দ শিখতে পারলে অনেকটা সহজ হয়ে যায়। পরে তাই করেছিলাম। তবে চট্রগ্রামের লোকরা খুব আতিথেয়তাপুর্ন। এটি অতুলনীয়। যাকে ভালবাসে, হৃদয়টা উজাড় করে দেয়। সামাজিক ঐতিহ্য ধরে রাখার ইতিহাস তাদের মাঝে বেশী পাওয়া যায়।

ধন্যবাদ।
১০
189084
০৮ মার্চ ২০১৪ রাত ১০:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো Good Luck Rose Good Luck আচ্ছা পর্বগুলো আরএকটু লম্বা করলে কেমন হয়? Chatterbox
০৯ মার্চ ২০১৪ দুপুর ১২:০৭
140450
বিন হারুন লিখেছেন : হুম, বুঝেছি না পড়ে মন্তব্য করার জন্য Winking
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩১
140517
প্রবাসী মজুমদার লিখেছেন : উপরে সবগুলো মন্তব্য পড়ে এটা বুঝতে বাকী নেই যে, অনেকেই শুধু সস্তা দামের মন্তব্য দিয়ে বিদায় নেয়। তার মানে না পড়ে মন্তব্য। আর একটু বড় হলে এটাও হয়তবা ভাগ্য জুটবেনা।

একটা গোপন কথা বলি। কাউকে বলবেন না কিন্তু। আমি সিরিজে হাত দিয়েছি মাত্র। ব্লগাররাও আসার শুরু করেছে মাত্র। আমি তাদের ব্লগে মন ভরে মন্তব্য করে আসছি নিয়মিত। যখন ওরা ও আমার ব্লগে মত দিতে শুরু করবে তখন বুঝবো ওরাও অন্দরমহল নিয়ে ভাবছে। তখনই লিখাটা বড় করে দেব।

ধন্যবাদ। পরমর্শ স্বাদরে গ্রহনযোগ্য। ভাল না লাগলে আওয়াজ দিয়েন। অ্যাই মাইন্ড কইত্তান্ন।
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
140532
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাচা কথাই তো কইলেন! আপনের এই গোপন থিউরী আমি কাউরে কইমু না। আপনে যে কিরিচে তুক্কু সিরিজে হাত দিয়েছেন হেই কথাডা আর কাউরে কমু না। শুধু আমার মনে থাকনের লিগ্যা বলগত এক্কান পোস্ট দিবার চাই “প্রবাসী মজু’দাদার এক্কান সিরিজ ম্যাচ চালু কইরছে।
০৯ মার্চ ২০১৪ রাত ১০:১৭
140668
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সবাইকে বলছি, বিন হারুন এর কথায় কান দিয়েন না। হারিকেনের উপর মিথ্যে অপবাদ দেয়াটাই উনার স্বভাব Crying Crying
১০ মার্চ ২০১৪ রাত ১২:২৯
140746
মাটিরলাঠি লিখেছেন : "উপরে সবগুলো মন্তব্য পড়ে এটা বুঝতে বাকী নেই যে, অনেকেই শুধু সস্তা দামের মন্তব্য দিয়ে বিদায় নেয়। তার মানে না পড়ে মন্তব্য। আর একটু বড় হলে এটাও হয়তবা ভাগ্য জুটবেনা।" -ভাই আপনার সাথে একমত হতে পারলাম না।
১০ মার্চ ২০১৪ রাত ০৪:৪৪
140801
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাইজান। সোনার বাংলা ব্লগে দির্ঘদিন লিখে এ জ্ঞানটুকু অজর্ন করেছি। পাল্টা যুক্তি দেয়ার জন্য অনুরোধ করছি।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
140957
নিভৃত চারিণী লিখেছেন : ইশ ! কত মজা করো তোমরা সবাই। ভালো লাগে খুব। আমি একা একা তোমাদের খুনসুটি দেখি আর হাসি। @হারিকেন, বিন হারুন, প্রবাসী ভাই।Smug
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৫
140959
প্রবাসী মজুমদার লিখেছেন : @নিভৃত চারিণী, আপনি একটু তেল ঢেলে দিন। আগুনটা আরও বেড়ে যাক।
১০ মার্চ ২০১৪ রাত ১০:২৯
141118
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @নিভৃত চারিণী - আমাদের খুনসুটির দলে যোগ দেবেন? অনেক মজা হবে (আসার সময় হাতুড়ি কিংবা বেত আনতে ভুলবেন না কিন্তুWinking ) ঝিঙেফুল এর জায়গাটা এখনও খালি আছে Love Struck Tongue Love Struck
১১
189104
০৮ মার্চ ২০১৪ রাত ১১:০৩
আবু সাইফ লিখেছেন : আমার চাকরীজীবন শুরু হয়েছিল ৭ইমার্চ

আপনার লেখা পড়ে স্মৃতিচারণ লিখতে মন চায়-
কিন্তু আমার স্মৃতিবিভ্রাটের সমস্যা থাকায় সাহস করিনা-
কি জানি, কী লিখতে কী লিখে ফেলি-

তার চেয়ে পাঠক থাকাতেই সুবিধা বেশী!
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৪
140521
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার হাতের লিখা ও আর্ট তুলনা মুলক সুন্দর ছিল। অনেকেই আপনার মত ভাবত বলে আমাকে দিয়ে অার্ট করাতে করাতে আমিই আটিষ্ট হয়ে গেলাম। আমার অদক্ষ হাত দক্ষ হয়ে গেল।

কবিতা লিখেছিলাম। ভাল হয়নি জানি। তবুও এক ব্লগার মন্তব্য করেছেন, কবিতা নয় ছাঁই হয়েছে। এটাকে নেগেটিভলী নেইনি। পজেটিভলি ভেবে নিজের ক্ষোভটকু দিয়ে ছাঁইয়ের উপর কবিতা লিখেছি

লিখেছেন প্রবাসী মজুমদার ০৩ এপ্রিল ২০১১, বিকেল ০৪:৪৯

কবিতা নয় ছাই হয়েছে
ছাই পেলেই বা মন্দকি,
সভ্যতার এ আবডালে আজ
ছাই নাছে ঐ নর্তকী।

ছাইতে কৃষক ফসল ফলায়
ছাই জ্বলে ঐ চিতাতে,
উনুন জ্বলে ছাই উবে যায়
ছাই ভেসে যায় আকাশে।

ছাইয়ের কবি ছাই কবিতা
ছাই আছে সব সৃষ্টিতে,
ছাইয়ের নামেই নোংরামী সব
ছাই মুছে যায় বৃষ্টিতে।

ছাইয়ের রাজ্য সব মোরা ছাই
প্রলয় শেষে থাকবে ছাই,
ছাইয়ের মাঝেই ছাইয়ের জম্ন
ছাই ছাড়া আজ কিচ্চু নাই।

ছাইতে আজি ফুকুট পদ্ম
ছাই হতে আজ উঠুক বীর,
ছাইয়ের মাঝেই গড়ে উঠকু
মানবতার শান্ত নীড়।

আপনিও পারবেন। শুরু করুণ। তার পর বোঝা যাবে।
১২
189152
০৯ মার্চ ২০১৪ রাত ০৩:০৩
মুক্তির মিছিল লিখেছেন : চাকুরীর প্রথম দিনের অভিজ্ঞতাটাই অন্য রকম! ধন্যবাদ!
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৯
140522
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিকই বলেছেন। এ অজানা ভয়টি সবার হয়। এটি মানুষের সহজাত পৃবৃত্তি মনে হয়। পরের ঘরের বউ হয়ে কাজ করতে গেলে তাকে খুশী করার কৌশল জানা থাকেনা বলেই ভয়টা তাড়িয়ে বেড়ায়। ধন্যবাদ।
১৩
189217
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
আবু আশফাক লিখেছেন : সেই ভাবী জানতে পারলে জীবনের বিকেল বেলাতেও কিন্তু আপনার খবর আছে।
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫১
140523
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাবী সবই জানে। লজিং মাষ্টার, বিয়ের ইন্টারভিউ পড়ে ভাবী বুঝতে পেরেছে সব। মন্তব্য নেই। মনে হয় হয়তবা ভাবছে আমি খুবই ভাল। না হয় ভাবছে, যা হবার হয়ে গেছে। খামোখা ভেজাল ঘেটে লাভ নেই। ধন্যবাদ।
১৪
189239
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:০৬
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধীরে ধীরে গতিময়তার দিকে ধাবিত হচ্ছে আপনার উপন্যাস। পড়ে বেশ ভালই লাগছে। ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৪
140524
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগা রেখে যাবার জন্য ধন্যবাদ।

কবিহে তোমার কবিতার আডডায়
এসে হই বিভোর,
বাকহীনের মত ভাবি কি লিখবো
মিলেনা ছন্দ মোর।

তবুও ভাবি লিখি দু কলম
জমে উঠুক এ আসর,
কবির জন্য কবিতাই শ্রেস্ঠ
কাবিতায় পুর্ন ঘর।

তোমার কবিতায় হই বিমোহিত
লিখে যাও জীবনের ছবি
শব্দ বুননে তুমি অনন্য, তাই
তুমিই এ যুগের কবি।

ধন্যবাদ।
১৫
189259
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হায় হায় ১৯৮৭ সালে আমিতো হয়নিও...এত গুছালোভাবে বলেছেন মুগ্ধ হয়ে গেলাম। তারপর কি হচ্ছে? কেমন চলছে? তা কখন লিখবেন? আরেকটা পর্ব চাই...
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৬
140525
প্রবাসী মজুমদার লিখেছেন : পর্ব অনেক হবে। জানিনা সে পর্যন্ত যাওয়ার জন্য পাঠক সাথে থাকবে কিনা। তেল ঝোল মসল্লা না হলে পাঠক মাঝ পথে বিদায় নেয়। অবস্থা খারাপ হলে আমিও বিদায় নেব।

ধন্যবাদ সাথে থাকার জন্য।
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
140526
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অবশ্যই সাথে আছি...আল্লাহ আমাদের সহায় হউন
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
140536
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি একটু খাচ্চার স্বভাবের মানুষ তো, তাই বিদায় নেওনের সময়ও একটু লেজি টাইপের।
১৬
189290
০৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৪
আহমদ মুসা লিখেছেন : ১৯৮৭ সালে আমি ছোট্ট ছিলাম বলে একা একা চট্টগ্রাম শহরে আসতে দিতেন না। কারো সঙ্গী হয়েই শহরে আসতে হতো। শহরের রেয়াজুদ্দিন বাজার থেকে আমাদের বাড়ী যদি সোজা পথে হিসেব করি তবে ৮/৯ মাইলের বেশী হবে না। কিন্তু তখনকার সময়ে সড়ক পথে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের শহরে আসার একমাত্র রাস্তা ছিল আরাকান রোড। কম্পক্ষে চল্লিশ কিলোমিটার জার্নি করে কালুরঘাট দিয়েই আসতে হতো। আমরা অবশ্য পথ কাছে হওয়ার কারণে নৌ পথেই চট্টগ্রামের চকতাই হয়ে শহরে ঢুকতাম।
আপনি চাকরিতে জয়েন করেছেন ১৯৮৭ সালে। আর আমার প্রথম চাকরি ১৯৯৭ সালে চট্টগ্রাম শহরের চকবাজারে একটি কম্পিউটার কোচিং সেন্টারে। কম্পিউটার শিখার শখ ছিল বিধায় ভাতে-পেটে চাকরী নিয়েছিলাম। মহসিন কলেজে ডিগ্রীতে অধ্যায়নরত ছিলাম তখন।
দুঃখিত আমি আপনার ব্লগ পড়ে মন্তব্য করতে গিয়ে নিজের কাহিনীই বলা শুরু করে দিয়েছি।
নারীরাই আসলেই প্রশাংসা শুনতে আগ্রহী বেশী। আপনি ভাবীর প্রশংসা না করলে যেমন ভাবী তরকারীর স্বদ কেমন হলো জানতে চাইলেন তেমনি আমার ক্ষেত্রে অনেক সময় মিথ্যা প্রসংশাও যে করতে হতো! বিয়ে করেছি প্রায় ৯ বছর হতে চললো। আমার বৌ তো নিয়মিত তরিতরকারী দিয়ে লবণ পাক করেন। মাঝে মধ্যে লবণ অথবা হলুদ নতুবা মরিচ রান্না করেন তরিতরকারী দিয়ে। তার পরেও প্রশংসা না করলে কোপালে বৌয়ের রান্না করা ভাত যে ঝুটবে না!!!
ভাল লাগলো আপনার রসালো সাহিত্যিক বর্ণনা। চালিয়ে যান।
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৬
140528
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মনের কথা গুলো বলে আমার ব্লগকে মুলত আরও গ্রহনীয় করে তুলেছেন। ভাল লেগেছে। ব্লগ আডাডা মানেই নিজের ইচ্ছে মত কথা বলার স্বাধীনতা। ধন্যবাদ।
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
140535
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ইহাকেই বলা হয় ”ধান বাধতে গিয়ে শিবের গীত গাওয়া”
১০ মার্চ ২০১৪ রাত ০৪:৫০
140802
প্রবাসী মজুমদার লিখেছেন : গেঞ্জাম খানের ডালে ডালে লাফ দিয়ে ঘূরে বেড়ানোর কারণে ব্লগ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠছে। ধন্যবাদ গেঞ্জাম খানকে।
১৭
189407
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রবাসী মজুমদার ভাইএর লেখা।, চমৎকার না হয়ে পারে???
চালিয়ে যান ইনশাআল্লাহ সাথে আছি।
১০ মার্চ ২০১৪ রাত ০৪:২৯
140800
প্রবাসী মজুমদার লিখেছেন : মিয়াজী ভাই সাথে থাকলে মিছিলের আওয়াজ সব সময় বড় হয়। ভাল লাগে। মাঝে মধৌ আওয়াজে জানান দেবেন। ভাল লাগে । ধন্যবাদ।
১৮
189409
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মনে হয় আমি আর বাচবো না থেকে রঙ্গের মানুষ।
১০ মার্চ ২০১৪ রাত ০৪:৫২
140803
প্রবাসী মজুমদার লিখেছেন : ওমাগো মা। হেতে দেখছি অ্যার হেডের কথা সব বাইর করি হালাইবো। হেতের লাই কিচ্ছু থাইকতো ন। এ রৈ, অ্যাই কিন্তু মাইন্ড করমু কইলাম।।
১৯
189467
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
আওণ রাহ'বার লিখেছেন : খুউব ভালো লাগলো এগিয়ে চলুন সাথেই আছি ইনশাআল্লাহ Good Luck Good Luck Happy
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৮
140966
প্রবাসী মজুমদার লিখেছেন : খূশীতে আটখানা।
লিখিব জীবনের অজানা কাহিনী
গাহিব আজি না গাওয়া গান
মাতিব আড্ডায় লিখিব যা চাই
জুড়াবো মোদের অতৃপ্ত প্রাণ।

লাজ নেই বলিতে কহিতে কিংবা
চীতকার দিয়ে বলিতে কাহিনী
আড্ডা জমেনা যদিনা না বলি
আমরা যে সব ব্লগার বাহিনী।

ধন্যবাদ।
১০ মার্চ ২০১৪ রাত ১১:১৪
141141
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ২৭ নং মন্তব্যে তুমাকে দেখা যাচ্ছে I Don't Want To See
২০
189495
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
জোবাইর চৌধুরী লিখেছেন : এখন আর মনে হয় না "চট্রগ্রাম লেংগুয়েজ স্পিকিং কোর্স" এর কোন প্রয়োজন আছে। হা হা হা
অনেক ভাল লাগছে, ধন্যবাদ।
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
140967
প্রবাসী মজুমদার লিখেছেন : ওটা শিখে ফেলেছি। গ্রামারের উপর স্পেশাল পি এইচ ডি নিয়েছি। তবে চর্চা না থাকার কারণে কিছুটা ভূলে গেছি। কিন্তু বুঝতে পারি। ধন্যবাদ।
২১
189534
০৯ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
নতুন মস লিখেছেন : পড়লাম... ঘটনাবহুল চাকুরীজীবনের শুভযাত্রা।
১০ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
141082
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। আপনার ব্লগ বাড়ীতে গিয়েছিলাম।
২২
189555
০৯ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
শেখের পোলা লিখেছেন : জমছে ভাল চলুক৷
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২০
140829
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কি কি জমলো? বরফ জাতীয় কিছু জমলে আমারে খবর দিয়েন একটু।
১১ মার্চ ২০১৪ রাত ০২:১২
141208
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। পুরোনো ব্লগারদের পদচারণা সত্যিই ভাল লাগছে। সাহিত্যর এ আড্ডার মজাই আলাদা।
২৩
189715
১০ মার্চ ২০১৪ রাত ০৪:২৪
সাদাচোখে লিখেছেন : এ তো দেখি স্মৃতিকাতরতায় ভূগতে হবে, বুকের ভিতর এক অন্যরকম চাপ, চোখগুলো বুঝিবা গোল হয়ে পড়ছে আর মুখের পাশে আলতো হাসির ঝুল টা বুঝি বিস্তৃত হতেই থাকবে - আর হ্যা শেষ হলে দীর্ঘশ্বাস।
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৩
141209
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা।
আমি অতৃপ্ত হৃদয়ে ভালবাসা জাগাতে এসেছি
এসেছি পুরোনো ভালবাসাকে নুতন করে ভাবতে।
অবুজ মনের এ প্রেমানুভুতির প্রকাশই আলাদা। ধন্যবাদ সাথে থাকার জন্য।
২৪
189726
১০ মার্চ ২০১৪ সকাল ০৭:০১
রাইয়ান লিখেছেন : অনেক সুন্দর ওপেনিং ! লেখাটি পড়তে পড়তে কোথাও যেন একটা লুকানো গোপন দীর্ঘশ্বাস টের পাচ্ছিলাম .... কি জানি ! হয়ত না ..... আমারই বোঝার ভুল ! লিখে চলুন ভাইয়া ...
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২১
140831
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরে জ্যোতিষির সনদ দিছে কিডা?
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৪
141210
প্রবাসী মজুমদার লিখেছেন : হতেও পারে। কারণ মনের গভীরতা যারা বুঝে তারা অগ্রীম অনেক কিছুই বলতে পারে। আপনি কি লজিং মাস্টার ছিলেন?
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:১৭
141256
রাইয়ান লিখেছেন : কে লজিং মাস্টার , আমি ?? না না ভাইয়া ! আমিতো কলেজের আঙ্গিনা থেকে শ্বশুরবাড়ি , এরপর বিশ্ববিদ্যালয় .... একজনের সংসারের মাস্টার হয়েই যে কুল পাচ্ছিনা !!! Crying Crying Crying
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৫০
141429
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাদের সংসার জীবনের কথাগুলো দারুণ সাহিত্য হতে পারে। জীবনের কথাইতো সাহিত্য। আশা করি একটা সময়ে এতে হাত দেবেন। সহযোগীতা লাগলে বলবো কিভাবে লিখতে হবে।
২৫
189934
১০ মার্চ ২০১৪ দুপুর ০১:২৬
নিভৃত চারিণী লিখেছেন : আগে পড়ে আসি প্রথম পর্বটা।
১০ মার্চ ২০১৪ রাত ১০:৩০
141119
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুর্যের পাশে হারিকেন লিখেছেন : @নিভৃত চারিণী - আমাদের খুনসুটির দলে যোগ দেবেন? অনেক মজা হবে (আসার সময় হাতুড়ি কিংবা বেত আনতে ভুলবেন না কিন্তু Winking ) ঝিঙেফুল এর জায়গাটা এখনও খালি আছে Love Struck Tongue Love Struck Tongue
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৬
141211
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের আডাডায় যেন রাত পুরোয়না। অনেক ব্লগারকে রাত জেগে থাকতে দেখে ভাবি এরা কি ছুমায়না? ভাপরে বাপ।

ধন্যবাদ।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
141761
নিভৃত চারিণী লিখেছেন : ওয়াও! এ তো মেঘ না চাইতে-ই বৃষ্টি!Love Struck Love Struck
আমিতো এক পায়ে খাড়া আপনাদের খুনসুটির দলে <:-P যোগ দিতে।:D/ :D/ :D/ @সূর্যের পাশে হারিকেন।
২৬
190020
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
ইবনে আহমাদ লিখেছেন : জীবনের প্রথম চাকুরী। অফিসের কাছে রিক্সা থেমেছে। নামতেই বুকের মাঝে হাতুড়ি পেটানোর মত শব্দ অনুভব হচ্ছিল। অজানা ভয়ে মিছে লাফালাফি। অফিসটা উপরের তলায়। দৃষ্টি মেলে কিছুক্ষণ দেখলাম। তারপর সিড়ি বেড়ে উপরে উঠার পালা।
চমৎকার পরিবেশনা। শব্দের গাথুনি অসাধারণ।আগমী পর্বে আবার ....
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৭
141212
প্রবাসী মজুমদার লিখেছেন : তিন পর্বে এসে দেখি মিছিলের পেছন থেকে যোগ দিয়েছেন। ধন্যবাদ। আপনার সিরিজটা্ কালও খুজেছি। প্রতিদিন সিরিজ লিখলে দশক প্রিয়তা বাড়ে। আপনার লিখার গতিটা ধারালো ছিল। কিন্তু ব্যাটা এক খান পাইয়া হেতে সব ভূলি গেছে।
২৭
190131
১০ মার্চ ২০১৪ রাত ১০:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আরেকটা ব্যপার খেয়াল করছেন? "বুকের মাঝে হাতুড়ি পেটানোর মত" ২৭ বছর আগে কিন্তু অনুভুতিটা এমন ছিলনা, এমনে দুরু দুরু কাঁপছিলো ঠিকাছে কিন্তু হাতুড়ি পেটানোর মত ছিলনা Winking এখন রাহ'বারের হাতুড়ির পেটা খেতে খেতে এরকম মনে হচ্ছে Big Grin Big Grin
১১ মার্চ ২০১৪ রাত ০২:১৮
141213
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। অধিক অনুভুতি এমনই হয়। কোড ম্নতব্যর জন্য ধন্যবাদ। আপনার হারিকেনের যে তেজ আছে মন্তব্যতে বুঝা যায়।
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:২০
141260
রাইয়ান লিখেছেন : হারিকেন আর আওণ আছে যেখানে , হাতুড়ি আছে সেখানে ..... হাতুড়ির যোগাযোগ এরা কোথাও না কোথাও থেকে ঠিক ই বের করে ছাড়বে ..... Big Grin Big Grin Big Grin
১১ মার্চ ২০১৪ সকাল ০৬:৪০
141265
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রাইয়ানমণি - আপনি আমাদের প্রিয় আপুমণি। তাই হাতুড়ি গবেষণার কাজে আমাদের সাথেই থাকুন সবসময়। Love Struck Tongue Big Grin আরেকটা হাতুড়ি কন্যা (আরুহী) কে খুব মিস করতেছি। আপনার সাথে যোগাযোগ হলে আমার সালাম জানাবেন, প্লীজ। Waiting
২৮
190930
১২ মার্চ ২০১৪ রাত ১২:২৮
বিদ্যালো১ লিখেছেন : Apni lucky chilen, study shesh job starts. But amra ...

By the way, porchi.
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
142718
প্রবাসী মজুমদার লিখেছেন : চাদ কোপাল হলেও বেশীদিন ধরে রাখতে পারিনি। ঘুষের ঠেলায় সোজা সৌদি আরব। ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২০
142725
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। এ ব্লগ বাড়ীতে পরিদর্শন করে যাবার জন্য কৃতজ্হতা।
২৯
191479
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:১৯
আবু ফারিহা লিখেছেন : শুরু করার জন্য ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
142719
প্রবাসী মজুমদার লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে ও থাকবেন আশা করি।
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২১
142726
প্রবাসী মজুমদার লিখেছেন : সাথে থাকার জন্যও ধন্যবাদ।
৩০
199819
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫০
মোহাম্মদ লোকমান লিখেছেন : তো মজুমদার ভাই, চট্টগ্রামের ভাষা কতটুকু শেখা হলো?
২৯ মার্চ ২০১৪ রাত ১০:১০
149644
প্রবাসী মজুমদার লিখেছেন : শিখেছিলাম। কিন্তু চর্চা না থাকার কারণে মাখরাজের ব্যবহার ভূলতে বসেছি। ধন্যবাদ।
৩১
204754
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৯
জবলুল হক লিখেছেন : দ্বিতীয় পর্ব শেষ করলাম। ভালো লাগছে পড়তে।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৫
153815
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনেক দিন পর পড়ে মন্তব্য করার জন্য।
৩২
204808
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৩
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনেক দিন পর পড়ে মন্তব্য করার জন্য।
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
153811
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck
৩৩
208196
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
সাদামেঘ লিখেছেন : চালিয়ে যান সাথেই পাবেন......।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
156999
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভাল লাগল আমার প্রতিটি পর্বে ঘুরে বেড়াতে দেখে।
৩৪
209671
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৭
আমি আমার লিখেছেন : ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
161908
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাল লাগা রেখে যাবার জন্য।
৩৫
210400
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:২৯
অজানা পথিক লিখেছেন : অনেক দিন পর পড়লাম..........
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
161909
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। অনেক দেরী হয়ে গেল জবাব দিতে।
৩৬
213640
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:০০
আহ জীবন লিখেছেন : ভাবছি, মনে হয় "চট্রগ্রাম লেংগুয়েজ স্পিকিং কোর্স"টা না শিখে উপায় নেই--- হা হা হা হা হা মজা পাইলাম।

২০ বছর চট্রগ্রাম থাইকাও এখনও আয়ত্ত করতে পারি নাই।

গলা শুকায় নাই?
আমার শুকাই ছিল।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৯
161910
প্রবাসী মজুমদার লিখেছেন : বড় কঠিন। বিশেষ করে মাখরাজ শেখার জটিলতা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File