সেনোরার বিজ্ঞাপন ও কিছু কথা

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০৬ মার্চ, ২০১৪, ০৪:০৮:৪৭ বিকাল

SENORA স্যানিটারি ন্যাপকিন এর কথা বলছি। ইদানীং শহরের দর্শনীয় স্থানের বিশালাকার বিলবোর্ডে, রাস্তার মোড়ে মোড়ে, পত্রিকার পাতায়, টিভিতে SENORA একটি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে।



বিজ্ঞাপনটির সারমর্ম এরকম- মেয়ে বড় হয়েছে। সেটা বাবা বুঝতে পেরেছেন। তাই সংকোচ না করে মেয়েকে সচেতনার অংশ হিসেবে মেয়েকে SENORA কিনে দিয়েছেন। বাপ মেয়ের ছবির সাথে ইনভার্টেড কমা দিয়ে বাবার বক্তব্য তুলে ধরা হয়েছে “বাবা হয়েও সংকোচ করিনি, সচেতন হয়েছি।”

এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি করার যথেষ্ট কারণ রয়েছে। এর মাধ্যমে বাবা মেয়ের পবিত্র সম্পর্ককে হালকা করা হলো, ফেলনা বানিয়ে দেয়া হলো। এটি একটি অনৈতিক বিজ্ঞাপন যেটি কোনো অবস্থাতেই আমাদের মূল্যবোধের সাথে মানানসই নয়। সবকিছুর একটা সীমারেখা থাকে। এই বিজ্ঞাপন শুধু সীমারেখাই লঙ্ঘন করেনি, এটি চূড়ান্তাভাবে অরুচিকর, এটি সৌন্দর্য্য, শালীনতা, সাধারণ বিবেকবোধ এর পরিপন্থী।

কেউ কেউ হয়তো যুক্তি দিবেন, এটি সচেতনার অংশ ...। না এটি মোটেও সচেতনতা নয়, এটি নোংরা মার্কেটিং। এর মূল উদ্দেশ্য আমাদের মূল্যবোধকে নষ্ট করে দেয়া।

কিছু প্রাসঙ্গিক প্রশ্নঃ

1। মেয়ের স্যানিটারি ন্যাপকিন কেন বাবাকে কিনে দিতে হবে? বোন, ভাবি, বান্ধবী, কাজিন, মা খালা তারা কি যথেষ্ট নয়?

2। কেউ হয়তো বলবেন-যে মেয়ের বাবা ছাড়া কেউ নেই তার কি হবে? অন্য কেউ না থাকলে মেয়ের বান্ধবী বা উপর ক্লাসের সিনিয়র আপুরাতো আছেন। আর এটাতো খুবই ব্যতিক্রম কেস। ব্যতিক্রম কেস নিয়েই কেন বিজ্ঞাপন বানাতে হবে?

আজকাল ক্লাস সিক্সের মেয়েরা অনৈতিক প্রেম এ জড়িত থাকে (ব্যতিক্রম বাদে) আর তারা স্যানিটারি ন্যাপকিন চিনবেনা এটা কি আদৌ বিশ্বাসযোগ্য?

3। এসব বিজ্ঞাপন কি বার্তা দিচ্ছে? এরা কি অমি পিয়াল নামক কুখ্যাত চটিলেখকদের ইনচেস্ট চটি লেখার অনুপ্রেরণা দিচ্ছে?

4। ছাত্র শিক্ষক বন্ধু হতে পারে, বাবা মেয়ে বন্ধু হতে পারে, ভাই বোনও বন্ধু হতে পারে। কিন্তু সেই বন্ধুত্বের অবশ্যই একটা সীমারেখা থাকতে হবে। এ বিজ্ঞাপন কি সুস্পষ্টভাবে এ সীমারেখা লঙ্ঘন করেনি?

বিষয়: বিবিধ

২৬৯৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187850
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধিক্কার জানিই এইসব কুলাঙ্গারদের যারা এইসব বিজ্ঞাপন তৈরি করে তাদের, তাদের কি মেয়ে নাই, আল্লাহ আমাদের সকলকে এদের কাছ থেকে হেফাজত করুন।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
139298
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।
187870
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আগেকার যুগের ত্যানাখ্যাতার দিন শেষ। মেয়েরা এখন স্মার্ট হয়েছে তাই তাদের স্মার্ট জিনিস দিতে হবে। আপনার লেখাটা নারীজাতির জন্য কলঙ্ক বয়ে আনবে।
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৭
139343
প্রেসিডেন্ট লিখেছেন : পোস্ট পড়ে মন্তব্য করেন। সেনোরা কিনতে নিষেধ করছে কে? তা বলে বাপ কেন মেয়েকে প্যান্টি কিনে দিবে?
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
139349
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বেশ্যা নগ্নতা পছন্দ করবে-এটা খুব স্বাভাবিক।
187871
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪১
রাইয়ান লিখেছেন : আমি আপনার লেখাটির প্রতিটি বাক্যের সাথে একমত । থাবা , অমি , আসিফদের যুগে আমরা কেমন করে নৈতিকতা আশা করব ! নারীত্বের প্রতিটি বিষয় নিয়ে এই নোংরা বানিজ্যিকিকরণের প্রতিবাদ প্রতিটি নারীর কাছ থেকেই প্রথমে আসা উচিত ছিল , সেখানেও তারা নীরব .... তো ব্যবসায়ীরা তো এর সুযোগ নেবেই ! Frustrated
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
139347
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সবাই যদি আপনার মতো বুঝতো।
আজকালের মেয়েরা হয়তো পণ্য হতেই পছন্দ করে, নিজেদের সম্মান বোঝেনা। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন। আমিন।
187877
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
পলাশ৭৫ লিখেছেন : Tongue Tongue Tongue Tongue
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
139350
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking
187895
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৮
সান বাংলা লিখেছেন : ওদের রুচি ও মন মনাসিকতা বহু নিচে নেমে গেছে!বিজ্ঞাপনটা প্রথম দিন দেখে আমার খুব পারাপ লেগেছে এটা কোন বিজ্ঞাপন হল?
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
139412
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিজ্ঞাপনের বিবর্তন।
আগে এইডস প্রতিরোধের জন্য প্রচারণা চালানো হতো এভাবে- এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এখন বলা হয়-কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ? Worried
187896
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৩
শফিউর রহমান লিখেছেন : ধীক্কার জানাই এই সমাজকে, যে সমাজের বিবেকগুলো মরে গেছে, যারা এগুলোর প্রতিবাদ করতে পারতো। ধীক্কার জানাই সেই জনগণকে, যারা এসব কিছু দেখার পরেও মুখ বুজে সহ্য করে। ধীক্কার তাদেরকেও জানাই যারা সবকিছু দেখার পরেও বুঝলো না, কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে।
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
139414
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিজ্ঞাপনের বিবর্তন।
আগে এইডস প্রতিরোধের জন্য প্রচারণা চালানো হতো এভাবে- এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এখন বলা হয়-কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ? Worried
187903
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : যত সব বাজে বিজ্ঞাপন..
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
139415
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিজ্ঞাপনের বিবর্তন।
আগে এইডস প্রতিরোধের জন্য প্রচারণা চালানো হতো এভাবে- এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এখন বলা হয়-কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ? Worried
187916
০৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
" আর কয়দিন পরে আমি সচেতন আপনি হয়েছেনত "
আপনার মেয়েকে বার্থ কন্ট্রোল পিল কিনে দিয়েছেনত ?
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
139399
চক্রবাক লিখেছেন : Winking Winking Winking Winking Winking Winking চরম !!
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
139411
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।

বিজ্ঞাপনের বিবর্তন।
আগে এইডস প্রতিরোধের জন্য প্রচারণা চালানো হতো এভাবে- এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এখন বলা হয়-কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ? Worried
187969
০৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিজ্ঞাপনের বিবর্তন।
আগে এইডস প্রতিরোধের জন্য প্রচারণা চালানো হতো এভাবে- এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলুন। এখন বলা হয়-কনডম ব্যবহার করুন।

কোন পথে দেশ? Worried
১০
188023
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিজ্ঞাপনটি মুল বক্তব্য গ্রহনযোগ্য কিন্তু তা এই ভাবে প্রচার অগ্রহনযোগ্য। এই বস্তুটির ব্যবহার তো নতুন নয়। কিন্তু হঠাত কি এমন ব্যবসায়িক প্রয়োজন পড়ল বা প্রতিযোগিতা শুরু হলো যে এভাবে এইটার বিজ্ঞাপন দিতে হবে। আসলে এই ধরনের প্রচারনার মুল উদ্যেশ্য সমাজের নৈতিকতা কে কমিয়ে আনা।
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৯
140422
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সঠিক উপলব্ধির জন্য ধন্যবাদ।
১১
188036
০৬ মার্চ ২০১৪ রাত ১০:১৪
হতভাগা লিখেছেন : এমন অনেক কিছুই হবে যা কখনও ঘটে নি আগে
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৯
140421
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তাইতো দেখছি। এমন কিছু ও হবে যা কেউ ভাবেওনি আগে। সময় থাকতে সচেতন হতে হবে।
১২
188057
০৬ মার্চ ২০১৪ রাত ১০:৩০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কিছু বলার ভাষা নাই
১৩
188081
০৬ মার্চ ২০১৪ রাত ১১:০২
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ধরনের বিবেকহীন শালীনতা বর্জিত মানুষেরাই যুগে যুগে সভ্যর নামে অসভ্যতাকে ডেকে এনেছে। রচনা করেছে জাহেলি যুগের। বুদ্ধিমত্তার দিক থেকে প্রথিত যশা শয়তানের এসব শাগরিদরা আজ বড় একতাবদ্ধ।
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:০০
140423
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আজ দেশের সর্বত্র বদমাঈশদের আস্ফালন ।
১৪
188340
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : নৈতিক মূল্যবোধ ধংশের দিকে ফূলস্পীডে এগিয়ে যাচ্ছে সমাজ। এসব বিলবোর্ড সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। বাচার উপায় হচ্ছে - সবাই নিজকে, নিজের ভাই/বোন কে, আপনজন এবং নিকটাত্মীয়দেরকে রক্ষা করার দায়িত্ব নিন। আল্লাহ যেন আমাদের সবাই কে হেদায়ত দেন এবং সিরাতুল মুসতাক্বীমের উপর অটল থাকার তৌফিক দেন। আমীন Praying
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:০১
140424
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমীন।
১৫
188492
০৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যারা এমন একটি বিজ্ঞাপনের নির্মাতা তাদের রুচিবোধ বলতে কিছু আছে? এসব বিকৃত রুচির বলদের হাতেই আজ বাংলাদেশের মিডিয়াগুলো। দুভার্গ্যের ব্যাপার হচ্ছে সৃজনশীল ভদ্র মানুষগুলো এসব বিজ্ঞাপন নির্মাণ সংস্থা গড়ে তুলেনি। যার ফলে বুদ্ধিমত্তার দিক থেকে প্রথিত যশা শয়তানের এসব শাগরিদরা আজ এসব ক্ষেত্রে ঢুকে পড়েছে।
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:০১
140425
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এরা শয়তানীতে ইবলীস শয়তানকেও অতিক্রম করে গেছে। Yawn Yawn
১৬
192622
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File