সবাইকে মাহে রমজানের শূভেচ্ছা।
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৯ জুলাই, ২০১৩, ০৬:১৩:৩৮ সকাল
অনেকদিন ব্লগে না আসার বেদনা নিয়েই ফিরেছি পবিত্র মাহে রমজানের শূভেচ্ছা নিয়ে। সবাইকে সালাম ও শুভেচ্ছা। ফেলে আসা অতীতের সব মলিনতা মুছে যাক মাহে রমজানের ছোয়ায়, মহান প্রভুর পদতলে নিজেকে সপে দেয়ার এ মাসে কঠিন অনুশীলনের মাধ্যমে ভোতা অনুভূতি শানিত হোক আত্মচিৎকারে আত্মাহুতি দেয়ার নির্যাতিত মুসলমানদের জন্য, সত্যিকারের আত্মবিচার আর আত্মসমালোচনার খূরধার দৃষ্টিতে জ্বলে যাক নিজের মাঝে বাসা বেধে থাকা সব শেওলা, সর্বোপরী ভোগের পরিবর্তে ত্যাগ হোক রমজানের প্রাপ্তি, এ প্রত্যাশায়
প্রবাসী মজুমদার
জেদ্দা
বিষয়: বিবিধ
১৮৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন