মানুষ
লিখেছেন লিখেছেন আবদুল হাদি ১২ জুলাই, ২০১৩, ০৪:৩৬:৪৯ রাত
প্রত্যেকটি জিনিষ ছোট হোক আর বড় কেউ না কেউ তৈরী করেন।তেমনী পৃথিবীর অসংখ্য সৃষ্টি।আল্লাহ রাব্বুল আলামীন তামাম মাখলুকাত ও প্রানীজগত এর স্রষ্ঠা।মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন সৃষ্টির সেরা জীব বানিয়েছেন।
তাহলে মানুষ হিসেবে জন্ম নিলেই কি সৃষ্টির সেরা হওয়া যায়?আমরা জানি প্রতিটি ক্ষেত্রে যারা সেরা তারা কিছু গুনাগুনের ভিত্তিতে ই সেরা হয়।তদ্রুপ যার মধ্যে হুস বিবেক আছে এবং কে আমাকে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? এই বোধ যার আছে এবং সে আলোকে চলে সেই মানুষ।
আমরা জেনেছি মহান আল্লাহ রাব্বুল আলামীন মানব জাতীকে সৃষ্টি করেছেন,সৃষ্টি করে বল্গাহারা হরিণের মতো ছেড়ে দেননি বরং সৃষ্টির এই সেরা জীব কিভাবে চলবে কিভাবে চালাবে জীবন,তার জন্য একটা কেটালগ(বিধান) দিয়ে দিয়েছেন।যা মহাগ্রন্থ আলকোরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেন,যে "তোমাদের জন্য আমার মনোনীত জীবনবিধান(দ্বীন)হচ্ছে ইসলাম"।আর এই দ্বীন (ইসলাম) হচ্ছে পূনাঙ্গ জীবন বিধান(complete code of life)।মানুষ হিসেবে সবার উচিত পূনাঙ্গ জীবন বিধান হিসেবে মানা।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন