"সংবিধান অনুযায়ী দেশ চলবে,এক চুলও নড়বেনা"!!
লিখেছেন লিখেছেন আবদুল হাদি ১৯ আগস্ট, ২০১৩, ০৭:০১:৫৫ সকাল
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সংবিধান অনুযায়ী দেশ চলবে এক চুল ও নড়বেনা।বলার ভঙ্গিতে বেশ সাহস এবং দৃড়তার ছাপ ছিল।
৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ফিৎজোরাল্ড কেনেডি তার শপত অনুষ্ঠানের বক্তৃতায় দেশবাসীকে বলেছেন, "Ask not what the country can give you, ask yourself what you can give the country".এই শাসক নিজে দেশ মাটি মানুষকে ভালোবাসেন এবং দেশবাসীকে ও তাতে উদ্ভুদ্ধ করেন।উপরোক্ত উক্তিতে তাই প্রকাশ পেয়েছে।
দুর্ভাগ্য বাংলাদেশর।গত ৪২ বছর যারা ক্ষমতায় তারা স্বীয় স্বার্থ চরিতার্থে মনোযোগি বেশী ছিলেন।
১৬ কোটি মানুষের জন্মভুমি বাংলাদেশ। অর্থনৈতিক শোষন রাজনৈতিক নিপিড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্তির জন্য দীর্ঘ নয় মাস সংগ্রামের মাধ্যমে অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময় জন্ম নেয় স্বাধীন সার্বভৈাম রাষ্ট্র বাংলাদেশ।
সংবিধান রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ন উপাদান। সংবিধান আকাশ থেকে আসেনি।মানুষই মানুষের প্রয়োজনে সংবিধান প্রনয়ন করে,আবার প্রয়োজনে সংশোধনী বা এমেন্ডমেন্ট ও আনে,দেশ মাটি মানুষের প্রযোজনে।অর্থাৎ মানুষের জন্য মানুষ সংবিধান তৈরী করে,সংবিধানের জন্য মানুষ নয়।
বর্তমান সরকার ক্ষমতায় এসে আইন বিচার ও নির্বাচন সংক্রান্ত কিছু সংশোধনী বা এমেন্ডমেন্ট আনে,যা ছিল সম্পুর্ন স্বীয় হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য।যার সাথে ছিলনা দেশ মাটি মানুষের স্বার্থ।এর মধ্যে তত্তাবধায়ক বা কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল ও ছিল। এ ছাড়া আজকের সরকারের জনপ্রিয়তা অনেকটা শুন্যের কোটায়,যার প্রমান ৫টি সিটি কর্পোরেশন নির্বাচন। আজকে এই গন বিচ্ছিন্ন সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন আশা করা যায়না।
আজ ১৮ দলীয় জোটের তথা দেশবাসীর একটাই দাবী কেয়াটেকার বা তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন । এই দাবীর প্রতি দেশবাসীর নিরব সমর্থনের প্রমান ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচন।
তাই বলবো,"এক চুল ও নড়বেনা"এটা গনতন্ত্রের ভাষা নয়।আসুন জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, পার্লামেন্টে কেয়ারটেকার বা তত্তাবধায়ক
সরকারের বিল পূন পাশ করে, দেশ মাটি মানুষের কল্যানে কাজ করছেন এর প্রমান দিন,না হয় যে কোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।।
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন