[b]রোশনারা আলী এমপি পদত্যাগ করেছেন ...[/b]
লিখেছেন লিখেছেন আবদুল হাদি ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১০:২৪ রাত
26 Sep, 2014 ইরাক ইস্যুতে এয়ার ষ্টাইকের বিরুদ্ধে ব্রিট্রিশ পার্লামেন্টে ভোট দিয়েছেন রোশনারা আলী এমপি। এ ইস্যুতে শ্যাডো এডুকেশন মিনিষ্টারের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। শুক্রবার ব্রিট্রিশ পার্লামেন্টে রোশনারার এ পদত্যাগের পর ব্রিটেনের বাঙ্গালী কমিউনিটিতে শুরু হয়েছে অন্তরাল তোলপাড়। সর্বত্রই বেথনাল গ্রীন এন্ড বো আসনের এই এমপির সাহসী সিদ্বান্তের পক্ষে সরব হয়েছেন কমিউনিটির মানুষ।
এদিকে ইউকে বাংলা প্রেসক্লাবের আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন, রোশনারা আলীর এ ভুমিকা মুসলিম কমিউনিটিকে শান্তি আর সমৃদ্ধির পথে আরো একধাপ অগ্রসর করবে বলেই আমাদের বিশ্বাস। নি:সন্দেহে এটি সময়ের সাহসী এবং গনতান্ত্রিক প্রতিবাদের বিরল নজির।
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন