ফেলুদার ডায়রি-১১

লিখেছেন লিখেছেন ফেলুদা ১৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৩২:৪৫ রাত



ফেলুদার সাঁতার কাটত প্রায়ই। তার পছন্দও বলা যায়। বন্যার (বর্ষা) সময় প্রায়ই পানিতে সাঁতার কাটত। প্রায়ই পাড়ার ছেলেদের সাথে নিয়ে কলা গাছের ভেলা নিয়ে বন্যার পানিতে নামত।

একবার কলার ভেলা নিয়ে একঘণ্টার পানি পথ পার হলো। আরেকবার প্রচণ্ড বন্যা। আরেক গ্রামে নদী ভাঙ্গনের লোকজন ফেলুদার এলাকায় এসে আশ্রয় নিল। ফেলুদা আশ্রয় প্রাপ্ত মানুষকে অনেক সাহায্য করেছিল।

আরেকবার মাছ ধরতে গেল নদীতে। কয়েকটা বোয়াল মাছ ধরেছিল। এছাড়া খলসে মাছও ধরেছিল। আরেকবার সাঁতরে নদী পার হলো।

ছবি : ইণ্টারনেট

বিষয়: সাহিত্য

২৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File