ফেলুদার ডায়রি-১০

লিখেছেন লিখেছেন ফেলুদা ১০ জানুয়ারি, ২০১৩, ০৯:৪১:৫৩ রাত



শীত আসলেই ফেলুদার গ্রামে নাটকের উৎসব শুরু হতো। ফেলুদার গ্রাম কেন ফেলুদার বাড়িতেই নাটকের আসর হতো। প্রত্যেক বছর শীতে দুই তিনটা করে মঞ্চ নাটক মঞ্চত্ব হতো। তাও আবার ফেলুদার বাড়িতেই। একবার এক নাটকে ফেলুদা রিডিং পড়ার দায়িত্ব নিয়েছিল।

এটা এক মজার কাহিনী। মঞ্চ সাজানো থাকতে। চারপাশে দর্শকরা বসত। মঞ্চের এক কোনায় একটা আলাদা রাস্তা থাকতো। ওই রাস্তা দিয়ে নাটকের অভিনয় শিল্পীরা যেত। আর পর্দার আড়াল থেকে নাটকের সংলাপ বলে বলে দিত ফেলুদা। সেই সংলাপ শুনে মঞ্চে শিল্পীরা অভিনয় করত।

আরেকবার ফেলুদা এক শীতের রাতে অন্য গ্রামে মঞ্চ নাটক দেখতে গেল। কুয়াশার রাতে গ্রামের মানুষ সবাই রাত আটটা নয়টার মধ্যেই ঘুমিয়ে যায়। এসময় গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে অন্যরকম অনুভূতি মনে হয়। রাস্তার পাশে থাকা গাছ গাছালীতে পাখিদের ডাক শুনা যায়। কোন বাড়িতে দেখা যায়, কয়েক জন যুবক মিলে গানের আসর বসছে। আবার কোন গ্রামে দেখা, যায় রাতভর চলে জিকির । ফেলুদাও এসবে মাঝে মাঝে যেত।

ছবি : ইণ্টারনেট

বিষয়: সাহিত্য

১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File