ফেলুদা ডায়রি-১৩

লিখেছেন লিখেছেন ফেলুদা ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১২:১১ বিকাল



ফেলুদার স্কুলটা অনেক পুরনো। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত। ফেলুদার স্কুল বলতে, ফেলুদা ওই স্কুলে পড়তো। প্রাইমারী স্কুল। একবার ওই স্কুলে গাছ লাগানোর কর্মসূচি (বৃক্ষরোপন অভিযান)। স্কুলটার সামনে বিশাল মাঠ। প্রত্যেক বছরই আন্তঃস্কুল ফুটবল, ভলিবল প্রতিযোগিতা হতো। এলাকাজুড়ে মাইকিং হতো। খেলার মাঠে দলে দলে বিভিন্ন গ্রাম থেকে সাধারণ, খেটে খাওয়া মানুষ আসতো খেলা দেখতে। সেই দিনগুলো ইদানীং ফেলুদার বেশি, বড্ড বেশি মনে পড়ছে।

ফেলুদা গাছ লাগানো কর্মসূচি সফল করতে ক্লাসের বন্ধুদের মধ্যে ক্যাম্পেইন চালাত। স্কুল মাঠের পূর্ব দিকে সারি সারি মেহগনি গাছ লানোর দিনক্ষণ ঠিক হলো। প্রত্যেক ছাত্রই এজন্য ২০টাকা করে চাঁদা দিল। বাকিটা স্কুল বহন করল।

এভাবে এ আয়োজনে দেড়শোর মতো গাছ লাগানো হয়েছিল। সেই দিন।

ছবি : ইণ্টারনেট

বিষয়: সাহিত্য

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File