ফেলুদার ডায়রি-১৬

লিখেছেন লিখেছেন ফেলুদা ২২ মে, ২০১৩, ০৪:০৬:০৪ রাত



আজ থেকে অনেক বছর আগের কথা। তখন ফেলুদা ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ে। ফেলুদার বাড়ির পাশে বিশাল ধানের ফসলের জমি। যাকে আঞ্চলিক ভাষায় বলে খেত। ফেলুদার বাড়িতে সেই সময় দুইটা তেঁতুল গাছ ছিল। একদিন বাড়ির ছেলেরা মিলে গেল তেঁতুল পারতে। তেঁতুল গাছে একটা মৌচাক ছিল। কিন্তু ছেলেরা মৌচাক বুঝতে পারেনি।

তেঁতুল পারার আশায় ওরা তেঁতুল গাছে ঢিল দিল। সাথে মৌমাছি এসে ওদের আক্রমণ করলো। ওরা সবাই পালানোর জন্য এদিক সেদিক ছুটাছুটি করল। ফেলুদা দৌড়ে ধান ক্ষেতে পালালো।

তারপরও ফেলদা মৌমাছির কামড় থেকে বাঁচতে পারেনি। কিন্তু ধানক্ষেতে মাটিতে শুয়ে পড়ায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পায় ফেলুদা।

চলবে.....

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File