সত্যের সাথে সুনামের পথে থেকে করতে চাই সমাজের এ অবক্ষয়ের পতিরোধ, প্রতিরোধ করতে পারলে'ই আগামী প্রম্মকে- দিতে পারব উন্নত সমাজ, নয় ক্রোধ।

লিখেছেন লিখেছেন কথার_খই ২২ মে, ২০১৩, ০২:৪৯:৩৪ রাত

নাম নিয়ে মাতা মাতি চলছে

পৃথিবী জুড়ে সময়ের দ্বারা বাহীকথায়,

নিজের নাম ছড়াতে গিয়ে অনেকে

নিয়েছে পৃথিবী থেকে বিদায়।



মানুষের মনের শ্লোগান নাম চাই-

নাম চাই, কর্ম যাই হোক!

নামের জন্য ছুড়তে গিয়ে

অনেকে থাকে অপরাধ করতে উম্মুখ!!

নাম যে কেউ করতে পারে

করার মাধ্যমে অপরাধ,

অপরাধ করেও শাসকের আশ্রয়ে

অনেকে পাই বিলাসি জীবনের স্বাদ।

বিলাস বহুল জীবন যাপন করলেও-

তারা মানুষের ঘৃণা পাওয়া থেকে মুক্ত নয়,

যদিও সে পেয়েছে জীবন চলার-

পথে সাময়ীক জয়!!

তার ঐ সাময়ীক জয়ের পরাজয় হবে

আখেরাতের বিচারের দিন,

জাহান্নামে নিয়ে যাবে তাকে, তার অর্জিত

অপরাধ ও বিলাসিতার ঋণ।

নাম নিয়ে মাতা মাতি চাই আমরা

তবে হতে হবে ন্যায়ের সাথে তা,

ন্যায়ের মানসিকথায় সাজাতে-

হবে দৈনন্দিন কর্ম ও কথা।

ন্যায় দিয়ে যদি সাজাতে পারি জীবন

আস্তে আস্তে ছড়াবে সুনাম,

ন্যায়ের পথে চলতে পারলে, মোহান আল্লাহ্-

আমাদের জন্য জাহান্নামকে করবে হারাম।

ন্যায়ের পথে চলতে হলে অনুসরন-

করতে হবে কোরা'আন ও সহী হাদীস,

কোর'আন ও সহী হাদীস ছাড়া অন্য কোথাও-

মিলবেনা সত্য ন্যায়ের হদিস !!!

সুনামের স্বাদ অর্জন করতে হলে

গড়তে হবে কোর'আন হাদীস বৃত্তিক জীবন,

কোর'আন হাদীস বৃত্তিক জীবন'ই

আখেরাতের জন্য শ্রেষ্ট ধন।

সুনামের সাথে যদি শ্রেষ্ট-

ধন অর্জিত হয়,

কেন সুনাম অর্জন করতে

গিয়ে করব আমরা ভয়??

সত্যের সাথে সুনামের পথে থেকে করতে চাই

সমাজের এ অবক্ষয়ের পতিরোধ,

প্রতিরোধ করতে পারলে'ই আগামী প্রম্মকে-

দিতে পারব উন্নত সমাজ, নয় ক্রোধ।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

হয়তো অনেখে বলবেন সব কিছু নামের জন্য নয় , হ্যা আমিও এক মত! তবে যদি কাজ করতে গিয়ে সুনাম হয় ! সেটাকে কি বলবেন? সুনামে যদি মানুষে উপকার হয় তাকে কি বলবেন? তাই সবার প্রতি আহবান সত্যের পক্ষে কাজ করুন। সমাজের উন্নতির জন্য কাজ করুন ।

বিষয়: সাহিত্য

১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File