ফেলুদার ডায়রি-১২

লিখেছেন লিখেছেন ফেলুদা ২৫ জানুয়ারি, ২০১৩, ০৭:০০:৫৫ সন্ধ্যা



ফেলুদা তখন প্রাইমারী স্কুল পেরিয়ে হাইস্কুলে উঠেছে। সিক্স-এ পড়ে। জানুয়ারি থেকেই পড়াশোনায় সিরিয়াস। প্রতিদিন স্কুলে যাওয়া, ক্লাস ঠিকমতো করা, ক্লাস নোট করা সবই ক্লাস শুরু প্রথম দিন থেকেই আট বেধে নেমেছে।

এরই মধ্যে ফেলুদা অংক ও ইংরেজী প্রাইভেট পড়া শুরু করল। প্রতিদিন সিরাজুল ইসলাম স্যারের কাছে অংক আর ফজলুর রহমান স্যারের কাছে ইংরেজী পড়তে যায়।

সকাল বেলায় গ্রামের রাস্তায় দুই পাশে সবুজ ধান ক্ষেতে শিশির পড়ে। এই শিশির পড়ায় ধানক্ষেত গুলোও সতেজ হয়ে উঠে। নিত্যদিন ফেলুদা সকালে এই ধরণের রাস্তা দিয়ে যায়।

সকালে প্রাইভেট পড়া শেষ করে বাড়ীতে এসে পান্তা খেত ফেলুদা। পান্তা ছিল ফেলুদার প্রিয় খাবার। কাচা মরিচ, শুকনো মরিচ দিয়ে, কাচা পেঁয়াজ দিয়ে পান্তা খুবই মজা করে খেত ।

বিষয়: সাহিত্য

১৭৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File