এইতো আমি (প্রলাপ)
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৫ জানুয়ারি, ২০১৩, ০৭:২১:৪৭ সন্ধ্যা
এইতো আমি,
ঘন কুয়াশার মাঝে লুকিয়ে থাকা এক মূর্তি;
এক ল্যাম্পপোস্ট।
এইতো আমি,
দিনের শেষ আর দিনের সমাপ্তি এক সন্ধ্যা;
এক অন্ধকার।
এইতো আমি!
এইতো আমি!
পরাজিত এক বীর সৈনিক।
রক্ত মাখা জংধরা এক তলোয়ার হাতে
এইতো দাঁড়িয়ে।
এইতো আমি।
খুঁজে ফিরছি আমার আমাকে।
কে আছো তুমি,
আমাকে দিতে আমার খোঁজ।
আজ প্রতি ক্ষণে ক্ষণে খুঁজছি তাকে
সংগোপনে,
প্রতি ক্ষণে ক্ষণে খুঁজে পেয়ে তাকে
নির্বিকার।
এইতো আমি।
শুকনো পাতার জঞ্জালে থাকা
একটি পাতা।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন