ফেলুদার ডায়রি-১৯

লিখেছেন লিখেছেন ফেলুদা ০৫ জুন, ২০১৩, ১২:৫৬:১৪ রাত



একদিন ফেলুদা সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে বেড়াচ্ছে। আশে পাশে অনেক মানুষের মুখরতায় পরিবেশটা দারুণ। আকাশেও পাখিরা মাঝে মাঝে পাল ধরে উড়ে বেড়াচ্ছে। ব্রিজের ওপরে দাঁড়িয়ে পানি দেখছে ফেলুদা।

পানি, ঢাকায় সাধারণত এ রকম পরিবেশটা আর কোথাও পাওয়া যায়না। পানির মধ্যে মাঝে মাঝে মাছও দেখা যায়। ফেলুদা ব্রিজ থেকে চলে গেল উদ্যানের ভেতরে। মনটা আনমনা হয়ে গেল গাছ-গাছালির হালকা বাতাসে।

গাষের ওপরে বসে বসে বাদাম খাচ্ছে। হঠাৎ একটা। ফেলুদা ২/১টা করে বাদাম দিচ্ছে কাককে। কাকও খাচ্ছে আপন মনে। কাক যে বাদাম খায়, ফেলুদা এটা প্রথম দেখল। অনুভূতিটাও চমৎকার। কাক !!!! ফেলুদার কাছে বাদাম খাচ্ছে......( পাঠক হাসবেন না কিন্তু রিয়েল ঘটনা)।

চলবে...

বিষয়: সাহিত্য

১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File