ফেলুদা ডায়রি-১৪
লিখেছেন লিখেছেন ফেলুদা ১৪ মে, ২০১৩, ১১:৫৬:১৬ রাত
সিংহ রাশির মানুষ ফেলুদা।
স্বাভাবিক ভাবেই একটু স্বাধীনচেতা টাইপের।
ব্যাক্তিগত জীবনেও একই অবস্থা।
হঠাৎ করেই লেখালেখি ছেড়ে দিল ফেলুদা।
লেখালেখি না করতে করতে সবকিছু ভুলে যাচ্ছে সে।
বাইরে হালকা শীতল বাতাস বইছে।
কবিতার ডায়েরিটা নিয়ে বসল ফেলুদা।
ডায়েরির পাতায় কলম দিয়ে লেখালেখির খসড়া চলছে। ভাবনাটা ধরা যাচ্ছেনা।
হেয়ালী মন।
উদাস হৃদয়।
মাঝে মাঝে অর্থহীন বাক্য তৈরি করে আত্ম কিছু অনুরাগ নিয়ন্ত্রনের কাজ। আবিস্কারের নেশায় অনুশীলনে ব্যস্ত।
কী আর লিখব।
একদিকে আনন্দ নৃত্যরত অভিনব কুহক প্রবন
অন্যদিকে মৃত্যুর অকাল আগমন।
আবার কখনো ভাবি
ভাবতে ভাবতে ভেসে যাই
ভাবনাপুরীর দেশে..........।
বিষয়: বিবিধ
১৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন