প্রজাপতির ডানায় রূপের কে এঁকেছে আল্পনা [ছবি সংগ্রহ-৩]

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৩৪:৪৯ রাত



প্রজাপতির ডানায় রূপের কে এঁকেছে আল্পনা?



কোন সে সেজন মনের মাঝে জাগিয়ে তোলে কল্পনা?



মৌমাছি ক্যান্ ফুলে ফুলে ঘুরে বেড়ায় মৌ শাখে?



গুন গুনিয়ে কার সে স্মরণ পায় খুঁজে কি সেই তাঁকে?



হাসনাহেনা কোন সে প্রেমে সুবাস ছড়ায় রাত্রীভর?



শিউলী বুঝি তার বিরহে দিনে লুটায় মাটির পর।

সে বলো কে? সে যে বড় তার রুপও তো অল্পনা।



শুকতারাটা সুখ বিলাতে কার প্রেমে সে ঘুমায়না?



নিত্য ওঠা সূর্য্যটাকে উঠতে কে আজ ভুলায়না?



কার ইশারায় তেলবিহনে জোনাক পেল বাতিঘর?



পাথরনূড়ি বক্ষে নিয়ে ঝিনুক পেল রত্নাকর।



কার ইশারায় এই পৃথিবী সৃষ্টি বলো গল্পনা।

গীতিকার: জাফর ফিরোজ

ছবি সংগ্রহ-২



বিষয়: বিবিধ

৩৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File