ফেলুদার ডায়রি-৮

লিখেছেন লিখেছেন ফেলুদা ০৮ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৪:৩৫ রাত



১৯৮৮ সাল। সারা দেশে প্রচণ্ড বন্যা ।

ফেলুদার বাড়ির চারপাশে পানি আর পানি। বন্যার প্রকোপ এতটাই যে বাংলাদেশের ইতিহাসে লেখা আছে এ বছরের বন্যা।

ফেলুদার বাড়িতেও পানি উঠেছিল। একদিন পানি ঘরের মধ্যেও ছিল। সেসময় ফেলুদা ঘরের মাঝে চৌকিতে ছিল। সেই সময় বন্যার কয়েকটা দিন শুধু মুরগীর মাংস দিয়ে ভাত খেয়েছে ফেলুদা। কী মজা।

একদিন ফেলুদা ওই বন্যার সময় বড়শি দিয়ে মাছ ধরছিল। এসময় খবর আসল, তখনকার প্রেসিডেন্ট এরশাদ ( হুসেইন মুহাম্মদ এরশাদ) এসেছে। ওমনি মাছ ধরা বাদ দিয়ে দেখতে গেল এরশাদকে। লঞ্চ করে এসেছিলেন তিনি। সেই বারই প্রথম দেখেছিল এরশাদকে ফেলুদা।

ছবি : ইণ্টারনেট

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File