ফেলুদার ডায়রি-১

লিখেছেন লিখেছেন ফেলুদা ০১ জানুয়ারি, ২০১৩, ১২:৩৫:৩২ রাত



[img]

আমি প্রতিদিনের ডায়রি লিখছি। তবে খাতা আর কলম দিয়ে নয়। কম্পিউটারে বসে। আমার দাদা আমাকে পেন্সিল দিয়ে লেখা শিখিয়েছিল। সে আমার শিশুকালের কথা। তখন আমার বয়স তিন কিংবা চার।

মা ডায়রি লিখে না। বাবাও না। তবে আম্মা ( মা) গান গাইত। লোকসংগীত। আর ছোট মামা নজরুল সংগীত। মামার একটা হারমোনিয়াম আছে। নানী বাড়ী গেলেই সব খালা, মামা, কাজিনদের নিয়ে গানের আড্ডা হতো। সিনেমা দেখা হতো। আজ আর এসব নেই।

এখন মা নেই। দাদা, দাদী, নানী, নানা কেউ নেই। বাবা আছেন। তাও আমার সাথে নেই।

চলবে.....

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File