সত্যি খুব বেশি ভালবাসি তোমাকে❤️❤️
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ১৫ মার্চ, ২০১৭, ০৮:৩১:৪৬ রাত
চোক্ষের জল ফেলো না সইতে আর পারিনা
আদর করিয়া মুছে দেবো রাগ করো না।
.
- হয়েছে হয়েছে আর বলতে হবে না।
তুমি আমার কে হই আমাকে আদর করবে??
.
আমি তোমার অনিবন্ধিত স্বামী
- থাপড় চিনো??
.
দেবে নাকি??
.
- বেশি কথা বললে দেবো একটা
.
আচ্ছা তোমার চোক্ষ এতো লাল কেন সারারাত কার সাথে আড্ডা দিয়েছ সত্যি করে বলো
.
- কি আমি সারারাত আড্ডা দিয়েছি
কাল সারারাত না তুমি ঘুমিয়েছ না আমাকে ঘুমোতে দিয়েছ সারারাত এফএম রেডিওর মতো কথা বলেই চলতে ছিলে। ভুলে গেছো।
.
ওহ আমি তো ভুলে গিয়েছিলাম
.
- বাহ খুব সহজেই ভুলে গেলে তাই তো বলি সুয়েব সাহেব এতো বদলে গিয়েছেন কি করে
সত্যি করে বলো আর কার সাথে সম্পর্ক তোমার??
.
আছে বলবো না নতুন এক রাজকুমারী এসেছে আমার জীবনে তোমার চেয়ে হাজার গুন সুন্দর ॥
দেখলেই প্রাণ ভরে যায় কি সুন্দর চেহারায় কি সুন্দর চোক্ষ সারাজীবন কাটিয়ে দিতে চাই ওর চোক্ষে চোক্ষ রেখে।
.
- তুমি তুমি তুমি
.
কি তুমি তুমি লাগিয়ে রেখেছ!
.
- তুমি তার মানে অন্য কাউকে ভালবাস
.
তা আর বলতে হয় তুমি বুঝতে পারনা
.
- বাহ ভাল তো শুনে খুশি হলাম
একটা কথা রাখবে তোমার সেই ডাইনি সাথে আমাকে দেখা করিয়ে দিতে পারবে।
.
ডাইনি কাকে বলতেছ ডাইনি না বলে পরী বলতে পারনা??
.
- হয়েছে তুমি তোমার পরী নিয়ে থাক আমি গেলাম??
.
কিছু দূরে যাওয়ার পর ফিরে এসে জিজ্ঞাসা করে ডাক দিয়েছ কেন
.
আমি কেন তোমাকে ডাক দেবো তুমি আমার কে হউ
.
- আমি তোমার অনিবন্ধিত স্ত্রী
.
সত্যি করে বলতেছ তো??
.
- জ্বি স্যার সত্যি বলতেছি
.
আমি জানি তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না এই জন্যই তোমাকে এতো ভালবাসি।
.
- আচ্ছা এখন বললো সেই ডাইনি টা কে
.
দেখো তুমি ডাইনি না বলে রাজকুমারী বললো?
.
- ইস আমার বয়ে গেছে ওরে আমি রাজকুমারী ডাকবো একটি বার শুধু দেখা করিয়ে
দাও. তারপরে দেখো কি করি আমি
.
সত্যি দেখবে??
- জ্বি স্যার দেখবো
.
তাহলে চলো যাওয়া যাক আমার!
রাজকুমারী কাছে!
.
-হুম
.
আয়নার সামনে দাড় ক করিয়ে দেখিয়ে দিলাম ঐ যে আমার সাথে যে মেয়েটা দাড়িয়ে আছে ও হচ্ছে আমার রাজকুমারী
দেখো দেখো ছেইম তোমার মতো দেখতে
আচ্ছা তোমার তো কোন যমজ বোন নেই
.
- না তো কেন?? হঠাত্ এই প্রশ্ন কেন?
.
না মানে আমার রাজকুমারী দেখতে তো অবিকল তোমার মতো তাই একটু কনফিউজ?
.
আলরেডি লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে!
.
- একটু থেমে থেমে বললো বিয়ে করবে কবে??
.
আমি বললাম আমাকে কি পাগলা কুকুর কামড় দিয়েছে যে তোমকে বিয়ে করবো
.
- কি তর্ার মানে তুমি আমাকে বিয়ে করবে না?
.
অবশ্যই
.
- কি অবশ্যই করবে কি না?
.
দেখি কি করা যায়
.
- মাথা মোটা দেখি আবার কি??
আলরেডি চোক্ষে জল চলে আসছে ও যখন কান্না করে তখন আমার খুব ভাল লাগে ও যখন রেগে থাকে তখন ওকে আরও বেশি রাগিয়ে তুলি!
.
দেখো এইসব কান্না বান্না করে লাভ নেই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে ওকে করবো!
.
- ওকে মানে কাকে??
.
যাকে আমি ভালবাসি
.
- কাকে ভালবাসো
.
আমার রাজকুমারী কে?
.
- সত্যি
.
সত্যি বলার সাথে সাথে টাসিয়ে এমন এক চড় দিয়েছে
যে সারা রাস্তা গালে হাত দি হেটে হেটে এসেছি। আর ও সারা রাস্তা আমার সাথে আমাকে নিয়ে হাসিতে হাসিতে সারা রাস্তা এসেছে!
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন