প্রতিবাদী কবিতা
লিখেছেন লিখেছেন বশিরুজ্জামান ১৫ মার্চ, ২০১৭, ০৯:১৯:৫২ রাত
এই কবিতা প্রতিবাদের
মিছিল মিটিং জনসভায়
সদা সত্যকথা যাদের।
এই কবিতা স্বাধীনতার
নির্বিচারে নির্যাতিত
অসহায় আমজনতার।
এই কবিতা ন্যায়শাসনের
জনগনের ভোটে জেতা
রাজকীয় ফুল আসনের।
এই কবিতা গরীব দুঃখীর
লংকা মরিচ পান্তাতেও
হাস্যোজ্জ্বল সূর্যমুখীর।
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন