হাইকু (১-৫)

লিখেছেন লিখেছেন বশিরুজ্জামান ১৫ মার্চ, ২০১৭, ০৬:৫৫:৪৩ সন্ধ্যা



১।

মহুয়াবনে

অঝরে কাঁদে পাখি

নীরব মনে।

২।

মরুর বুকে

তৃষ্ণার্ত পাখি কাঁদে

বিরহ-শোকে।

৩।

শোকবিলাস

চোখে অশ্রু, হৃদয়ে

দুখের বাস।

৪।

আঘাত আসে

ভেঙেপড়ে স্বপ্নসিঁড়ি

দুঃখরা হাসে।

৫।

অস্তির মন

কল্পনারঙে আঁকে

শোক-স্বপন।

বিষয়: সাহিত্য

৭০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File