দ্য গ্রেট ধর্ম ব্যবসায়ী! !!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ মার্চ, ২০১৭, ০৬:১৫:১৩ সন্ধ্যা
টিভিতে লক্ষ্মীপুরের জনসভায় শেখ হাছিনার ভাষণ চোখে পড়লো।
আবেগঘন কন্ঠে ঘোষণা দিচ্ছেন আওয়ামী লিগের নৌকা নূহ নবীর নৌকা ?
মুখে যাই বলুক নো কেনো, বাংলাদেশের মানুষ জানে-
এই নৌকা হলো এদেশের মানুষের রক্তের উপর দিয়া ক্ষমতায় যাওয়ার খায়েশ;
ঐ নৌকার নেতার কাপুরুষতা ও সিদ্ধান্তহীনতার কারনে প্রায় বিনা রক্তপাতে যে স্বাধীনতা অর্জন সম্ভব ছিল সেটা পেতে লাখ লাখ মানুষকে প্রাণ দিতে হয়, অথচ নিজেরা খেতো ইয়াহিয়ার ভাতা;
এই নৌকা হলো চুহাত্তরের দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ নিহত হওয়ার প্রতীক;
ঐ নৌকা হলো ৭২-৭৫ এর বিনা বিচারে ৩০ হাজার যুবক হত্যার ইতিহাস;
ঐ নৌকা হলো একদলীয় বাকশাল ও আজীবন ক্ষমতার কব্জা করতে গিয়ে গুষ্টিসুদ্ধা নিপাত;
এই নৌকার নেত্রী ভারতের চক্রান্তে এরশাদকে দিয়ে হত্যা করায় সর্বকালের জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াকে;
এই নৌকাই এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে লম্বা করোছিল স্বৈরশাসন;
এই নৌকা হলো ভারতের চক্রান্তে ইঞ্জিনিয়ারিং করে ২১ বছর পরে ক্ষমতা দখলের গল্প;
এই নৌকাই বার বার সামরিক বাহিনী ব্যবহার করে এদেশেরে ক্ষমতা ও গণতন্ত্র ধংস করে;
এই নৌকাই বলে নির্বাচিত সরকারকে ১ মিনিটের জন্য শান্তিতে থাকতে দিবনা- জ্বালায় আগুণ;
ঐ নৌকাই শিখন্ডি মইনকে দিয়ে ক্ষমতা দখল করিয়ে ভারতের কব্জায় পাঠায় বাংলাদেশ;
ঐ নৌকাই পিলখানায় ঘটায় বিভৎস হামলা- হত্যা করে ৫৭ সেনা অফিসার, ধংস করে বিডিআর;
ঐ নৌকাই সেনাবাহিনীকে পরিণত করেছে মাজাভাঙা বাহিনীতে;
ঐ নৌকাই শাপলা চত্তরে হাজারো দ্বীনি মুসলমান হত্যা করে লাশ গায়েব করে;
এ নৌকা মানে বিনা ভোটের ৫ জানুয়ারীর নির্বাচন- এক ব্যক্তির স্বৈরশাসন;
ঐ নৌকাই সাতক্ষীরা মেহেরপুর চাপাই সহ সারা দেশ জুড়ে চালাচ্ছে ভয়াবহ মুসলমান ক্লিনজিং;
ঐ নৌকাই ট্রানজিটের নামে ভারতকে লিখে দেয় এদেশের পোর্ট, রেলপথ, সড়কপথ;
ঐ নৌকাই নানা কায়দায় এদেশে হিন্দুয়ানী কালচার চালু করে মহাভারত গড়ার কাজ করে যাচ্ছে;
ঐ নৌকাই ভূয়া চেতনার নামে ভাগ করেছে রেখেছে গোটা দেশকে;
ঐ নৌকা মানে টিপাইমুখ, ৫৪ নদীর পানি, ফারাক্কা- পরিণামে বাংলাদেশ মরুভূমি ;
ঐ নৌকাই নিজের মেয়ে দিয়ে বংশ বিস্তার করে রাজাকারের, আর দোষে অন্যদের;
ঐ নৌকাই বিদুতকেন্দ্রের নামে সুন্দরবেনের মালিকানা তুলে দেয় ভারতের হাতে;
ঐ নৌকাই ভারতকে নিরাপদ করতে এদেশের জাতীয়তাবাদী মুসলিম নেতাদের ফাঁসিতে হত্যা করে;> ঐ নৌকাই বানায় কৃত্রিম জঙ্গিবাদ, ঘটায় গুলশান শোলাকিয়া কল্যাণপুর সহ আরো সাজানো ঘটনা;
ঐ নৌকাই এদেশের মানুষের ঘুম এবং শান্তি কেড়ে নিয়েছে;
ঐ নৌকাই গুম করেছে ইলিয়াস আলী সহ হাজারো মানুষকে, হত্যা করেছে আরও কয়েক হাজার;
ঐ নৌকাই তালাবদ্ধ করেছে মানুষের ব্যক্তি বাক সমাবেশে করার অধিকার;
ঐ নৌকার মালিক তার ন শরীর ঢাকে ভারতীয় পতাকায়;
ঐ নৌকাই সার্বভৌমত্ব বিলিন করে বাংলাদেশ রাষ্ট্রকে তুলে দিয়েছে দিল্লির পায়ে ।
Credited to-- Qamrul Islam
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন