অদেখা সময়-

লিখেছেন লিখেছেন খেয়া ১২ অক্টোবর, ২০১৬, ১১:৪৫:৪৭ রাত

-সময় সুযোগের অপ্রতুলতায় অনেকদিন দু'জনেই অদেখার কারাগারে বন্দী হয়ে আছি।অপ্রত্যাশিত কষ্ট গুলোকে আড়াল করে আমি কিন্তুু বহুবার যোগাযোগ করতে চেয়েছিলাম।পাছে তোমার অপারগতা আমাকে বারবার পিছনে নিয়ে এসেছে।কিছুই করার ছিল না আমার পক্ষে সামর্থ্য অনুযায়ী চেষ্টায় কোন ত্রুটি ও রাখিনি।তারপর থেকে আজকের এই আমি।নিজে থেকে দূরত্বের কোন কারন খুঁজে না পেয়ে ভাগ্যের উপর দায় চাপিয়ে বসে ছিলাম।অনেকটা দুর্বলচেতা মানুষের মতো। এসব লিখতে আমারও কিন্তুু আর ভালো লাগে না।তারপরও লিখি কারন এছাড়া ভাব প্রকাশের আমার আর কোন মাধ্যম নেই।থাকলেও বলার সুযোগ হয়ত নেই।তুমি কেমন আছো জানিয়ো। কেমন একটা অস্হিরতা আমাকে চারপাশ থেকে চেপে ধরছে।তাই আর লিখতে ইচ্ছে হচ্ছে না।ভালো থেকো।

খেয়া

১২/১০/১৬ইং

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File