যা কখনও আমার ছিলো না -

লিখেছেন লিখেছেন খেয়া ১৬ অক্টোবর, ২০১৬, ০২:৪৯:৪৪ রাত

হারিয়েছি যা তা কখনও আমার ছিলো না।শুধু মিথ্যে আশ্বাসে তাকে নিজের মনে করে স্বপ্ন বুনতাম। কারনে অকারনে নিজেকে নিঃশেষ করে তার সামনে যা কিছু সুন্দর তা ই তোলে ধরতাম। আমার ডেরাতে হয়তো সুখ ছিলো না। ছিলো না বিত্তবৈভব। তবুও ইশারায় তাকে বোঝাতে চেয়েছি - ওর জন্যে এক দিগন্ত সুখ আমি একেবারে আলাদাভাবে রক্ষিত করে রেখেছি। না- কোন মিথ্যের বাঁধনে তাকে আটকাতে চাইনি কখনও। যখন সে বোঝাতে চাইতো যোগ্যতার মাপে আমি এক অযোগ্য পথিক। তখন তা বোঝতে পেরে একা একা রাত জেগে কাঁদতাম।কিন্তু কষ্টের পায়ে বেশিদূর এগোতে পারিনি।একটা অতৃপ্ত বাসনা আমার অনুভূতিগুলো স্তব্ধ করে দিলো। যা আমার না -তা থেকে নিজেকে গুটিয়ে আনতে দীর্ঘ সময় পার হয়ে আজকের এই আমি। যে কি না আজো মানুষ এবং ভালোবাসা দু'টোর কোনটা ই চিনতে পারিনি।

-খেয়া

১৬/১০/১৬ ইং

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File