অপ্রয়োজনে ও তুমি ছিলে-
লিখেছেন লিখেছেন খেয়া ১৩ অক্টোবর, ২০১৬, ০৯:১৩:৩৮ রাত
যখন থেকে জীবনে কারো প্রয়োজন অনুভব করতাম। আলো আধাঁরের লুকোচুরিতে যাকে নিজের বাতিঘর ভাবতাম।প্রতীক্ষার প্রহর ভাঙতো যাকে দেখলে।সারাবেলা এখনো যার শূন্যতা থামিয়ে দেয় আমার পথচলা।শরীরী অঙ্গপ্রত্যঙ্গের মতোই তাকে আজও অনুভব করি। হ্যাঁ- একটা সময় ছিল যখন তাকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা বুকের মধ্যে পোষতাম দিনরাত।নিয়তির কাছে এর যবানিকা টেনে দিয়েছিলো বিধাতা অনেক আগেই। তারপর অনেক দিন কেটে গেলে ও কাটেনি তার ঘোর। থেকে থেকে আজও মনের কোনে একটি প্রশ্ন বারংবার আচরে পরে। এই থেমে যাওয়া জীবনের অকরুণ সুর অথবা হৃদয়ের ক্ষরনকে আমি কি বলতে পারি --
খেয়া
১৩/১০/১৬ ইং
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন