বিপ্লব বলতে আমি ফিদেল কাস্ত্রো কে ই বুঝি-
লিখেছেন লিখেছেন খেয়া ২৬ নভেম্বর, ২০১৬, ০৮:১৪:৪৫ রাত
"বিপ্লব" শব্দটি যাঁর ধারা সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে, তাঁর নাম - ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো। তিনি ১৯২৬ সালের ১৩ আগস্টে, বিরান, হলগুই প্রভিন্স, কিউবাতে জন্মগ্রহণ করেন। শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্ব জুড়ে নজির স্থাপন করার গৌরব বোধহয় একজনেরই প্রাপ্য, তিনি ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো। যিনি ব্যক্তিজীবনে অসম্ভব সাহসী ও দৃঢ়চেতা জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী হিসাবে কিংবদন্তী মর্যাদায় আসীন। স্নায়ুযুদ্ধ এবং বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদের জয়জয়কারের মধ্যেও সমাজতান্ত্রিক কিউবাকে টিকিয়ে রেখে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবাদ পুরুষ হিসেবে পরিচিতি পান ফিদেল কাস্ত্রো।
বিংশ শতাব্দির এ মহানায়ক, বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদের জয়জয়কারের মধ্যেও সমাজতান্ত্রিক কিউবাকে টিকিয়ে রেখে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রবাদ পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিউবার এই অবিসংবাদিত নেতা এবং বিপ্লবের প্রতীক ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো বার্ধক্যজনিত কারনে ৯০ বছর বয়সে আজ ২৬ নভেম্বর ২০১৬ ইং তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহান এই বিপ্লবী নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। "লাল সালাম কাস্ত্রো"।বিপ্লব দীর্ঘজীবি হোক....
-খেয়া
২৬/১১/১৬ ইং
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন