অহংকার এবং ভাবনা-

লিখেছেন লিখেছেন খেয়া ১০ অক্টোবর, ২০১৬, ০২:৩৪:২৮ রাত

***কখনো কখনো মানুষকে এতোটাই আপন করে ফেলি, তখন নিজের থেকে একটু বেশীই বিশ্বাস করি।শোকে সুখে তার জন্যে সাধ্যের সবটুকু করে ফেলতে দ্বিধা বা সংকোচ করি না। এটা আমার একান্তই একটা দূর্বলতা। চেষ্টা থাকার শত ইচ্ছাতে ও ভাঙতে পারিনি ভিতরের এই দেয়ালটাকে।কিছু মানুষের স্বার্থপরতা আর নিজ কেন্দ্রিক চিন্তাভাবনা দেখে হতাশাতে গা ভিজে যায়।ভাবি আমিই মনে হয় ভূল,বাকি সবাই ঠিক।মানুষের বিশ্বাস বোধের মূল্য এখানে ব্যবহৃত টিস্যুর চেয়ে অনেকাংশে কম।এটা সামাজিক অবক্ষয় তাই এটাকে নিয়ে এতোটা ভাবিও না।তবে আক্ষেপ হয় খুব কিছু করতে না পেরে।অবশ্য না পারাটা আমার দূর্বলতা না।এটা এমন একটা অদৃশ্য দেয়াল যা আমাকে তাদের থেকে আলাদা করে রেখেছে।সেদিন একজনের একটা কথা শোনে অবাক হয়ে ছিলাম বহুক্ষন। যা লিখার শব্দাংশ আমার মাথায় নেই।কথাটা পর্যাপ্ত পরিমানে অহংকারকেই প্রকাশ করে।মনে মনে ভাবলাম এতোটা নিচে মানুষ আসে কি করে ? তবে কি আমরা মানুষের বিকৃত কোন প্রতিচ্ছবি ?

খেয়া*

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File