মানুষ,পশু না মানুষ

লিখেছেন লিখেছেন খেয়া ০২ নভেম্বর, ২০১৬, ০২:৩১:৩৩ রাত

বিজ্ঞানী ডারউইন জীবনের দীর্ঘ সময় পার করেছেন জীববৈচিত্রের আদিরূপ আবিস্কার করেতে গিয়ে।অনেক গবেষণাদি আর পরীক্ষার পর আবিস্কার করতে সক্ষম হয়েছিলো যে,মানুষ কোন এক সময় বানরের প্রজাতি ছিলো।কালের পরিক্রমায় লেজের বিবর্তনের ফলে ধীরে ধীরে বানর নামের আদি জানোয়ার আজ মানুষে রূপ নিয়েছে।পরিবেশে লেগে উন্নতির ছোঁয়া আর সভ্যতায় এসেছে আমূল পরিবর্তন।স্বগোত্র থেকে - সমাজ, সমাজ থেকে রাষ্ট্র,আর রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অঙ্গন সবক্ষেত্রে একক আদিপত্য ধরে রেখে বিশৃঙ্খল পরিবেশে নীরিহদের ভীতি প্রদর্শন করা এখন আমাদের প্রধান কাজে পরিনত হয়েছে।যেন বন্য পশুর ন্যায় বিমার্জিত আচরনের সংক্রমন লেগে যাচ্ছে আমাদের জীবনধারায়।ধর্মের নামে সাম্প্রদায়িকতার কুরুক্ষেত্রে সাধারন মানুষকে বলির পাঠা বানানো।রিক্সাওয়ালাকে তার ভাড়া না দিয়ে পিস্তল উচিয়ে ভয় দেখিয়ে দেওয়া।এবং পাঁচ বছরের ছোট্ট পূজাকে পঞ্চাশ উর্ধ সাইফুলের ধর্ষন এর প্রমান বহন করে!! প্রিয় পাঠক, যদি পারেন ডারউইনকে আর একবার জিজ্ঞাসা করবেন - সভ্যতার বিবর্তনে আবার কি আমরা (মানুষ) পূর্বাবস্থায় বানর অথবা শুয়োরে রূপান্তরিত হবো কি না ? কারন- বনু শুয়োরের সবগুণ ইতিমধ্যে আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে!!!

-খেয়া

০২/১১/১৬ ইং

রাত-০২:৩০ মিঃ

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File