কবি শামসুর রাহমান এঁর ৮৮ তম জন্ম দিনে শুভেচ্ছা-

লিখেছেন লিখেছেন খেয়া ২৩ অক্টোবর, ২০১৬, ০৩:২৫:৩৪ রাত

কবি শামসুর রাহমান ২৩ অক্টোবর ১৯২৯ ইং সালে মাহুতটুলি, ঢাকায় নানা বাড়িতে জন্ম গ্রহন করেন । বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পিতার বাড়ি নরসিংদী জেলার রায়পুরায় পাড়াতলী গ্রামে। কবিরা ভাই বোন ১৩ জন। কবি ৪র্থ। কবি শামসুর রাহমান ২০০৬ ইং সালের ১৭ ই আগস্ট মৃত্যুবরন করেন।সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম এই কবির ৮৮ তম জন্ম দিন আজ।জন্মের এই শুভ দিনটিতে তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্বরন করছি।(শুভ জন্ম দিন)।

-খেয়া

২৩/১০/১৬ ইং

রাত-০৩:১৫ মিঃ

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File