জমজম পানির অজানা তথ্য, ৩য় পর্ব
লিখেছেন লিখেছেন ব১কলম ১৩ অক্টোবর, ২০১৬, ০৮:০১:৫৫ সকাল
জমজম কুপ বন্ধ হয়ে যাওয়া:
জমজম কুপের উদ্ভব হওয়ার ফলে নেখানে পাখির আনাগোনা শুরু হয়। জুরহুম গোত্র যারা মক্কা উপত্যকা থেকে দূরবর্তী এক অঞ্চলে বসবাস করত, তারা পাখির উড়ে বেড়ানো দেকে নিশ্চিত হলো যে,ঐ উপত্যকার আশেপাশে কোথাও পানির উত্স আছে । বিস্তারিত বিবরণ জানার জন্য তারা দু’ব্যক্তিকে সেখানে প্রেরণ করল, এবং পানির উত্স জমজম কুপের সন্ধান পেল । তারা বিষয়টি গোত্রপতিদেরকে জানালে তারা হযরত বিবি হাজেরার সাথে এ মর্মে চুক্তি করল যে জুরহুম গোত্র ঐ কূপের চারপাশে বসতি স্থাপন করতে পারবে তবে জমজম কুপের নিয়ন্ত্রণ থাকবে হযরত বিবি হাজেরার কাছে ।
জুরহুম গোত্রে জমজম কুপের চারপাশে বসতি স্থাপন করার ফলে হযরত ইসমাঈল (আঃ) বসতিস্থাপনকারী জুরহুম গোত্রের সাথে তাঁদের মেলামেশা এবং যৌবনে উপনিত হলে জুরহুম গোত্রে বিবাহ করেছিলেন। আর এ বৈবাহিক সম্পর্কের কারণেই পবিত্র মক্কা নগরীর শাসনকর্তৃত্ব দীর্ঘ দিন জুরহুম গোত্রের হাতেই ছিল। পবিত্র মক্কা নগরীতে ব্যবসায় উন্নতি ঘটলে জনগণের আমোদ-প্রমোদের প্রসার ঘটে ফলে আস্তে আস্তে তাদের শৈথিল্য, উদাসীনতা এবং চারিত্রিক দুর্বলতা, পাপ ও অপরাধের প্রসার হতে থাকে । এক পর্যায়ে আল্লাহর আযাব জন্য অবধারিত হয়ে যায়, পার্শবর্তী খুযাআহ্ গোত্রের সাথে তাদের যুদ্ধ ও ইয়ামেনে অবস্থিত মা’রিব বাঁধ ধ্বংসের ফলে মক্কা উপত্যকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ে । এ কারণে পবিত্র মক্কার জন্য হাদিয়াস্বরূপ স্বর্ণনির্মিত যে দু’টি হরিণ এবং খুব দামী যে কয়টি তলোয়ার আনা হয়েছিল তা যমযম কূপে নিক্ষেপ করে কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলার নির্দেশ দিয়ে পবিত্র মক্কা নগরী ত্যাগ করে ইয়েমেনের দিকে গমন করতে বাধ্য হয়। তাদের মধ্য থেকে আর কোন ব্যক্তি মক্কায় ফিরে আসে নি। এরপর থেকে মহানবী (সা.)-এর চতুর্থ ঊর্ধ্বতন পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের শাসনকর্তৃত্ব অর্জন করার মাধ্যমে কুরাইশদের জীবনাকাশে সৌভাগ্য-তারার উদয় হওয়া পর্যন্ত পবিত্র মক্কা নগরীর শাসনকর্তৃত্ব খুযাআহ্ গোত্রের হাতে থেকে যায়। কিছুকাল পরে শাসনকর্তৃত্ব আবদুল মুত্তালিবের হাতে চলে আসে। স্বপ্নে প্রদত্ত নির্দেশের মাধ্যমে তিনি যমযম কূপ পুনরায় খনন করার সিদ্ধান্ত নেন। তবে তখনও যমযম কূপের আসল অবস্থান সূক্ষ্মভাবে কেউ জানত না। অনেক অনুসন্ধান চালানোর পর তিনি যমযম কূপের প্রকৃত অবস্থান সম্পর্কে তথ্য পেলেন এবং নিজ পুত্র হারেসকে নিয়ে কূপ খননের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন ।
(চলবে)
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন