যদি বৃষ্টি নামে...
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৫ এপ্রিল, ২০১৬, ০৮:৪২:৩৩ রাত
যদি বৃষ্টি নামে,
আমি পাহাড় ডিঙ্গাবো।
যদি বৃষ্টি নামে,
আমি সমুদ্র সাঁতরাবো।
যদি বৃষ্টি নামে,
আমি হবো শঙ্খচিল।
যদি বৃষ্টি নামে,
আমি সাজাবো বিল।
যদি বৃষ্টি নামে,
আমি হবো দূরন্ত কিশোর ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো সোনালী ভোর ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো বনুহাঁস ।
যদি বৃষ্টি নামে
আমি মাতাবো চারপাশ ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো হিন্দোল,
যদি বৃষ্টি নামে,
আমি হবো কল্লোল ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো সুনীল আকাশ ।
যদি বৃষ্টি নামে,
আমি হাসবো সারামাস ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো কিশোরীর বেণী ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো অবুঝ প্রাণী ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো প্রেমিকার ঘুঙুর ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো পড়ন্ত দুপুর ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো যুবকের সাইকেল ।
যদি বৃষ্টি নামে,
আমি হবো ক্লান্ত বিকেল ।
===
বিষয়: সাহিত্য
১৯৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন