এতো রক্ত কাকে খুশি করতে?
লিখেছেন লিখেছেন বিন হারুন ২৫ এপ্রিল, ২০১৬, ১১:১৯:৫৬ রাত
সন্ত্রাসীদের হাতে, আইন শৃঙ্খলা বাহিনির হাতে কত মানুষের জীবন গেল! কত মানুষ বিধবা, কত শিশু ইয়াতিম, কত মা-বাবার বুক খালি হল তার হিসেব রাখার সাধ্য নেই.
এত খুনো-খুনি কাকে খুশি করতে? কার জন্য এতো রক্ত? যেসব চরিত্রহীন মানুষগুলোর সাথে চরিত্রবান মানুষেরা কথা বলত না, সেসব মানুষ গুলো শক্তির বলে অস্ত্রের বলে গ্রামের মাতব্বর সেজে বসে আছে, এসব দেখলে খুব ঘৃণা হয়.
ইচ্ছে করে রাস্তায়, খোলা মাঠে চিত্কার দিয়ে বলি
দেশের ভাল মানুষগুলো ভালো নেই, কেবল অসত মানুষগুলো লুঠতরাজ করে রাহাজানি করে সুখ খুঁজছে. আমার চিত্কার কে শুনবে সবাইতো ব্যস্ত নিজের কর্মে কেউ ব্যস্ত জুলুম করতে কেউ ব্যস্ত জুলুম থেকে বাঁচতে.
মানুষ মরে বিনা বিচারে আর আমরা বিচার করি বিচারক না হয়ে. রায় দিই মনের পৃথিবীতে আমারা কি রায় দিই বলতে পারেন?
আমাদের রায় লোকটির মুখে যেহেতু দাঁড়ি আছে সেহেতু সে জঙ্গি ছিল তাই মেরে ফেলা হয়েছে, সে জামাত করত তাই মেরে ফেলা হয়েছে, বিরোধী দল করত তাই মেরে ফেলা হয়েছে. চরমপন্থী ছিল তাই, সরকারী দলের ছিল তাই, নাস্তিক ছিল তাই মেরে ফেলা হয়েছে.
আর ল'নিয়ে পড়া-শুনার প্রয়োজন নেই, আইনের বিচার বিশ্লেশনের প্রয়োজন নেই একটা সূত্র জানা থাকলে হল তা হচ্ছে লোকটা এমন ছিল তাই তেমন করে মেরে ফেলা হয়েছে.
আমার একটা প্রশ্ন এতো রক্ত কার জন্য? কাকে খুশি করতে?
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন। এজন্য এক্সট্রা থ্যাংকস. ।।।।
মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
বিরোধী দলকে দোষী করে, বিচারের নামে প্রহসন,
দাদাদের মন খুশি করে, ক্ষমতায় থাকতে আজীবন।
মন্তব্য করতে লগইন করুন