বুদ্ধিহীনতার রোগে ভূগছে সরকার
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৭ নভেম্বর, ২০১৫, ১১:৩২:৪৩ রাত
নিরাপত্তার দোহাই দিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রেখে সরকার,নিজেরা কতটা বুদ্ধিহীনতায় ভূগছে তাই প্রমাণ করছে।সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই অনেকে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলি ব্যবহার করছে।প্রক্সি আর ভিপিএনের মাধ্যমে এখন মোটাংশ ব্যবহারকারী ফেসবুকে।শুধুমাত্র মুষ্ঠিমেয় কিছু জ্বী হুজুর টাইপের ম্যাংগো পিপলসকে বিরত রেখে আপনি কিসের এবং কার নিরাপত্তা দিচ্ছেন।মুখে রুমাল গুজে,বলার মাধ্যম কেড়ে নিয়ে কোন বাক-স্বাধীনতার কথা বলেন।
"ফেসবুক বন্ধ রেখে আপনারা জনগনকে কি মেসেজ দিতে চাচ্ছেন তা জনগণ বুঝে গেছে"।
ও হ্যাঁ,সরকার দলীয় পেজ এবং কর্তারা ঠিকই নিয়মিত আপডেট দিচ্ছে ।কেমনে......????
তাহলে,বুঝুন...আমাদের দরকার কতখানি।
ফেসবুক নির্ভর ই-কমার্স গুলো কতটা ক্ষতি হচ্ছে তা কিন্তু ছাগলের হালিম বোঝে না।
বলে,সময় হলে খুলব॥
কি খুলবেন ..... ?
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন