মোবাইল অপারেটরদের এমন গাঁজাখুরিতা আর কদ্দিন??
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৮ নভেম্বর, ২০১৫, ১২:১২:৫৬ রাত
ব্রাউজিং অবস্থায় ইন্টারনেট প্যাকেজ শেষ হলে কোন রকম সংকেত বা ইনফরমেশন ছাড়াই দু এক মিনিটেই ব্যালেন্সের অবশিষ্ট্য সব টাকা (যত টাকাই থাকুক) কেটে নিয়ে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানী গুলো।
নব্য বেনিয়াদের এমন উদ্ভট, হটকারী ও গাঁজাখুরি অসত কর্মটি কি বিটিআরসি দেখে না??
আর কতোকাল এ শোষন? এবার মুক্তি চাই......
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ২০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মানতে কষ্ট হয়! দিন দিন আমরা কোথায় যাচ্ছি!!
লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
বিটিআরসি সব দেখলেও স্বার্থময় কারণে নিশ্চুপ আছে!
তা না হলে ওদের ফ্যামিলি চলবে কিভাবে???
প্রায় সময় দেখা যায়, বিদেশের মোবাইলে মিসড কল যায়ও নি। কিন্তু ব্যালেন্স শেষ।
মন্তব্য করতে লগইন করুন