মোবাইল অপারেটরদের এমন গাঁজাখুরিতা আর কদ্দিন??

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৮ নভেম্বর, ২০১৫, ১২:১২:৫৬ রাত

ব্রাউজিং অবস্থায় ইন্টারনেট প্যাকেজ শেষ হলে কোন রকম সংকেত বা ইনফরমেশন ছাড়াই দু এক মিনিটেই ব্যালেন্সের অবশিষ্ট্য সব টাকা (যত টাকাই থাকুক) কেটে নিয়ে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানী গুলো।

নব্য বেনিয়াদের এমন উদ্ভট, হটকারী ও গাঁজাখুরি অসত কর্মটি কি বিটিআরসি দেখে না??

আর কতোকাল এ শোষন? এবার মুক্তি চাই......

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351755
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

মানতে কষ্ট হয়! দিন দিন আমরা কোথায় যাচ্ছি!!

লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
292162
ঝরাপাতা লিখেছেন : আমরা দিন দিন নিচু থেকে আরো নিচু যাচ্ছি। ধন্যবাদ ভাই
351756
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৭
অষ্টপ্রহর লিখেছেন : সরকার দেখবে কেন, লুটকৃত টাকার অংশ যে তারাও পায়!
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
292163
ঝরাপাতা লিখেছেন : ঠিক বলেছেন ভাই । ধন্যবাদ
351760
২৮ নভেম্বর ২০১৫ রাত ০১:৩৫
নূর আল আমিন লিখেছেন : ওরা গাঁঞ্জা খায়না, গাঁঞ্জায় ওদের খায়
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
292164
ঝরাপাতা লিখেছেন : হা হা হা ..........
351764
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৪:১১
কাহাফ লিখেছেন :
বিটিআরসি সব দেখলেও স্বার্থময় কারণে নিশ্চুপ আছে!
তা না হলে ওদের ফ্যামিলি চলবে কিভাবে???
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৩
292165
ঝরাপাতা লিখেছেন : তাই তো!!!!!
351768
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৬:০৬
এলিট লিখেছেন : আমি মোবাইল কোম্পানীর পক্ষে নই। তাদের টাকা নেবার অনেক রকমের ফন্দি আছে। তবে আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটা পুরোপুরি ঠিক নয়। মোবাইলে ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেলে অটোমেটিক ডাইরেক্ট উইজে চলে আসে। তাই তখন আপনার ব্যালান্স থেকে টাকা নেওয়া শুরু করে। এই ডাইরেক্ট ইউজ এ ইন্টারনেটের মুল্য আপনার প্রচলিত প্যাকেজের অন্তত ২০ গুন বেশী। তাই আপনার সকল ব্যালান্স টাকা নিমেষেই শেষ হয়ে যায়। এটা বন্ধ করার কোন উপায় নেই। সারা দুনিয়ার সকল মোবাইল কোম্পানী এই একই নীতিতে চলে।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৪
292166
ঝরাপাতা লিখেছেন : পিসি কিংবা মোবাইলে কোথাও আমি কোন ম্যাসেজ পাই না। আপনী হয়তো পেতে পারেন। ধন্যবাদ ভাই
351789
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্যাকেজ শেষ হলে অটোমেটিক বন্ধ হওয়া উচিত। এটা না করে এই নিয়মে বেশি অর্খ পাওয়া যায়।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৪
292167
ঝরাপাতা লিখেছেন : শতভাগ সঠিক বলেছেন সবুজ ভাই। ধন্যবাদ আপনাকে
351795
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৮
হতভাগা লিখেছেন : দুই নম্বরী না করলে ব্যবসায় টেকা যায় না
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৫
292168
ঝরাপাতা লিখেছেন : তাইতো অপারেটেরের বিরুদ্ধে মামলাও হয়। ধন্যবাদ অাপনাকে।
351796
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
আবু জান্নাত লিখেছেন : আমার কাছে সব চেয়ে বড় কষ্টের হল, দেশ থেকে যখন বিদেশে মিসড কল দেয়, এই হারামী কোম্পানীগুলো ৫টাকা করে কেটে নেয়।
প্রায় সময় দেখা যায়, বিদেশের মোবাইলে মিসড কল যায়ও নি। কিন্তু ব্যালেন্স শেষ।

২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৬
292169
ঝরাপাতা লিখেছেন : এটাও মানুষ শোষনের একটা নতুন হাতিয়ার। এখনই সোচ্ছার হওয়া প্রয়োজন। ধন্যবাদ ভাই
351798
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
egypt12 লিখেছেন : রাঘব বোয়ালরা যদি মুনাফার হিস্যা পায় তবে দেখে কাজ কি? এতে উলটো পুলকই বাড়ে।
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৬
292170
ঝরাপাতা লিখেছেন : ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ
১০
351940
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৪
চোরাবালি লিখেছেন : যে দেশে ৫০০টাকায় সরকারী কর্মকর্তা কেনা যায় সে দেশে এসব বলে লাভ নাই
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৪৭
292171
ঝরাপাতা লিখেছেন : সঠিক শতভাগ। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File