মুজাহিদের বাড়িতে কামারুজ্জামান ও কাদের মোল্লার পরিবার শুক্রবার বাদ জুম্মা মুজাহিদের কবরের পাশে আব্দুল আলী ফাউন্ডেশন প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ নভেম্বর, ২০১৫, ১১:০০:২২ রাত



মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দোয়া মাহফিলে কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর ছেলে মাসউদ সাইদীও উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা মুজাহিদের কবরের পাশে আব্দুল আলী ফাউন্ডেশন প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে কয়েক হাজার লোক অংশ নেয়।

দোয়ার আগে বক্তব্য রাখেন আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী, মুজাহিদের মেজো ছেলে আলী আহম্মেদ তাহকীক, দেলোয়ার হোসেন সাইদীর ছেলে মাসুদ সাইদী, জেলা জামায়াতের আমীর অব্দুত তাওয়াব, সেক্রেটারি বদরউদ্দীন ।

মুজাহিদের ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন,‘আমার বাবার শেষ কথার একটা ছিল তোমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমার হত্যার প্রতিশোধ নেবে। অন্য কোনোভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না।’মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দোয়া মাহফিলে কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর ছেলে মাসউদ সাইদীও উপস্থিত ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা মুজাহিদের কবরের পাশে আব্দুল আলী ফাউন্ডেশন প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে কয়েক হাজার লোক অংশ নেয়।

দোয়ার আগে বক্তব্য রাখেন আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী, মুজাহিদের মেজো ছেলে আলী আহম্মেদ তাহকীক, দেলোয়ার হোসেন সাইদীর ছেলে মাসুদ সাইদী, জেলা জামায়াতের আমীর অব্দুত তাওয়াব, সেক্রেটারি বদরউদ্দীন ।

মুজাহিদের ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন,‘আমার বাবার শেষ কথার একটা ছিল তোমরা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমার হত্যার প্রতিশোধ নেবে। অন্য কোনোভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না।



বিষয়: বিবিধ

১৫৪৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351752
২৭ নভেম্বর ২০১৫ রাত ১১:১৩
আবু জারীর লিখেছেন : হে আল্লাহ! শহীদ দের এই সন্তানদের ইসলামী আন্দলনের জন্য কবুল করুণ।
২৭ নভেম্বর ২০১৫ রাত ১১:১৪
292044
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন ইয়া রব্বুল আলামিন
আপনাকে অনেক ধন্যবাদ
351753
২৭ নভেম্বর ২০১৫ রাত ১১:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

শহীদগণের পবিত্র রক্তে রঞ্জিত যমীনে হে প্রভূ আপনার দ্বীনকে অতি সত্বর প্রতিষ্ঠিত করে শহীদ পরিবারগুলোর গভীর ক্ষত মুছে দিন। আমীন!

মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৭ নভেম্বর ২০১৫ রাত ১১:২৬
292047
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু
আমিন সুম্মাআমিন
আপনাকে অনেক ধন্যবাদ
351772
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৭:৫৩
রাজাকারের কন্ঠস্বর লিখেছেন : শহীদের সন্তানদের এ দৃঢ় কন্ঠই ভেঙ্গে দেবে জালিমের মসনদ।
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১০
292082
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ মজলুমের চোখের পানিতে ভেষে যাবে জালিমের মসনদ
ধন্যবাদ
351775
২৮ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : জানিনা ঐ মাহফিলের কয়জন গ্রেফতার হন৷ এ গুলি চেতনায় হাতুড়ী পেটায়৷ তাই গ্রেফতার করা হয়৷ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
292083
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তেমন খবর পাইনি
ধন্যবাদ
351786
২৮ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
292084
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
351805
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৭
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
292086
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে আমাদের সবাইকে কলম ধরতে হবে , অর্থ ব্যায় করতে হবে শাররীক শক্তি প্রয়োগ করতে হবে , যার যেভাবে সম্ভব সে সেই ভাবে করবে
আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File