শুভ জন্মদিন বিএনপি এবং মৃত প্রায় থেকে জীবিত হবার জন্য আহ্বান

লিখেছেন লিখেছেন শুভ কবি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৯:২১ বিকাল



আমার মামা বাড়ির লোকেরা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল বলে এই দলটির সাথে আমি সম্পৃক্ত সেই ছোট বেলা থেকেই। সেই সময়ে BNP উচ্চারণ করতাম BMP বা বিম্পি বলে।

স্কুলে পড়ার সময়ে আমার এক বন্ধু BNP নামের ইলাবোরেশন করেছিল Bidhaba Narir Prem- বিধবা নারীর প্রেম Winking সেইও ভাল ছিল কিন্তু বর্তমানে তো এর ইলাবোরেশান হয়ে দাড়িয়েছে "বাংলাদেশ নুপুংসক পার্টি" =p~

যাই হোক, সেদিকে আর যাচ্ছিনে, আজ পহেলা সেপ্টেম্বর তাদের জন্মদিন।১৯৭৮ সালের এই দিনে জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে BNP, Bangladesh Nationalist Party অনেক কিছুই দিয়েছে তারা এদেশকে। সেদিকেই হাইলাইটিং থাক Winking

১। ১৯৭৪-এর ২৮শে ডিসেম্বর, জনগণের যেসব মৌলিক অধিকার স্থগিত ঘোষণা করা হয়েছিল,এই বিএনপিই সেটা ক্ষমতায় এসে দ্রুত তা ফিরিয়ে দেয়।

২। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম মুক্ত করে এই বিএনপিই।

৩। বিচারালয়ের স্বাধীনতা প্রদান করে এই বিএনপিই।

৪। নিম্ন আদালতের বিচারকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিমকোর্টের পরামর্শের বিধান প্রবর্তন করে, যা সংবিধানে আজও টিকে আছে, যে বিধানের কারণে জাতি মাসদার হোসেন মামলার ঐতিহাসিক রায় পেয়েছিল।

৫। জিয়াউর রহমানের আমলেই বিএনপির মাধ্যমে দেশ ভারতের সঙ্গে দীর্ঘদিনের ঝুলে থাকা গঙ্গার পানি বণ্টনে ৫ বছর মেয়াদি একটি স্থায়ী চুক্তি করা সম্ভব হয়।

৬।এই বিএনপির মাধ্যমেই যৌথ জরিপের দ্বারা তালপট্টি সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ও সমঝোতায় পৌঁছা সম্ভব হয়েছিল ( যা আজ হাত ছাড়াই বলা যায়)

৭।মিয়ানমারের সঙ্গে সীমান্তরেখা নির্ধারণ ও শরণার্থী সমস্যার সমাধান করেছিল বিএনপিই প্রথম।

৮। জাপানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে টপকে দিয়ে এদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে জিয়াউর রহমানের হাত ধরেই।

৯।বিএনপির মাধ্যমেই সর্বপ্রথম বহিঃসম্পদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছিল ৬.৭৭২ মিলিয়ন মার্কিন ডলার।

১০।দক্ষিণ এশীয় দেশগুলোর সমন্বয়ে সার্কের গোড়াপত্তন হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই।

১১। এদেশে সর্বপ্রথম রাজনীতিতে জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে জন্ম দেয় বিএনপিই।

১২।১ হাজার ৪০০ খাল খনন ও পুন:খনন করে এ দেশে কৃষি বিপ্লব, গণশিক্ষা বিপ্লব, শিল্প বিপ্লব এবং সেচ ব্যবস্থা সম্প্রসারনে বিএনপিই অগ্রণী ভূমিকা রেখেছিল।

১৩। ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দান হয় বিএনপির মাধ্যমেই।

১৪। স্বৈরাচার হটাও আন্দোলনের প্রধান অন্যতম অংশীদার এই বিএনপিই।

কিন্তু হায়!!! যে বিএনপির এত জ্বলজ্বলে অতীত, যারা এদেশে ৪ বার সরকার গঠন করে এসেছে, যেদেশে এখনো মানুষ বিশ্বাস করে বিএনপি বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল সেই দলেরই আজ কোমর ভেঙ্গে নুইয়ে পরা অবস্থায়। দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করা যেন তাদের কাছে এখন এক দুরূহ ব্যাপার। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সুদূরে " বাংলাদেশ নিরীহ পার্টি"তে পরিনত হবে এবং পরবর্তীতে আমাদের ডায়নাসোর হারিয়ে যাওয়ার মত আক্ষেপ নিয়ে বলতে হবে " একদা বিএনপি" নামে একটি দল ছিল।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339042
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৩
হতভাগা লিখেছেন : B.N.P. is a dead meat
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৫
280388
শুভ কবি লিখেছেন : ভাবছিলাম, হতভাগা নতুন কিছু ইনফো দিবে Winking
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৫
280390
হতভাগা লিখেছেন : Latest কোন update নাই ।

২০০৮ এ Doctrine of necessity এর পর থেকে এটাই B.N.P. এর status
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪২
280391
শুভ কবি লিখেছেন : Happy
339045
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
নাবিক লিখেছেন : 'বাংলাদেশ নপুংসক পার্টি' এই নামটিই এখন তাদের জন্য ঠিক আছে।
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪২
280392
শুভ কবি লিখেছেন : বাংলাদেশ নাই পার্টি হতে কত দেড়ি পাঞ্জেরী Winking
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৪
280471
নাবিক লিখেছেন : এভাবে ছেঁড়া পাল নিয়া চললে, নাই পার্টি হতে বেশি সময় লাগপে না। বিম্পির ছেঁড়া পাল মেরামত করা অতি আবশ্যক।
339077
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও কিন্তু তারাই জনপ্রিয়
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩২
280728
শুভ কবি লিখেছেন : স্বাভাবিক। কারণ, মানবতা সব সময়ই দুর্বলদের পক্ষে থাকে Winking
339106
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৮
আবু জান্নাত লিখেছেন : বিএনপি ঠিকই ঐতিহ্য নিয়ে বেছে থাকবে, কিন্তু সৈরাচারের নির্যাতনে বর্তমানে কিছুটা নেতিয়ে পড়েছে, তাই বাংলাদেশ নেতিয়ে পড়া পার্টি বলা যেতে পারে। সময়মত ঠিকই গর্জিয়ে উঠবে। শুভ কবিদের শুভ বুদ্ধিরও উদয় হবে।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩১
280726
শুভ কবি লিখেছেন : গর্জে উঠার আগেই যেন জনগন/আমরাই না যেন ডায়নাসোর না হয়ে যাই। সামনে কিন্তু আরেকটি ঈদ Winking আশা করি এই ঈদের পর জানিয়ে দেয়া হবে কোন ঈদের পর আন্দোলন হবে Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File