থাকুক তাহা পৃথিবীর জোয়ারে ঘুরুক তাহা দুয়ারে দুয়ারে

লিখেছেন লিখেছেন সেলাপতি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৮:৫৭ বিকাল

দিতে দিতে নিঃষ্য আজ

ভালবাসা শ্রান্ত ।

বলে বলে ঝিমছে

ভালবাসা ক্লান্ত ।

হাত জোড়ে মিনতি

তোমারে কই ।

এই যুগে আমি তোমার

শুভকামী নই ।

ভাসুক তাহা

পৃথিবীর জোয়ারে

ঘুরুক তাহা

দুয়ারে দুয়ারে ।

আশাগুলো ভাষাগুলো

শান্তঘুমে মগ্ন

পৃতিগুলো স্মৃতি হয়ে

কি মধুর লগ্ন ।

খালি খালি আমার কাছে

আজ এমন ক্যান লাগে

ধুর বোকা অন্য আমি

সুখের কি কারন থাকে ?

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339048
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৭
হতভাগা লিখেছেন : সব জায়গাতেই ফেসভ্যালু বলে একটা ব্যাপার আছে ।
বিপননের ক্ষেত্রে আগে দর্শনধারী পরে গুন বিচারি ।
339387
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৬
সেলাপতি লিখেছেন : মাইনাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File