পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৮:৫২ দুপুর

প্রতিটা মানুষ বেঁচে থাকে পুরনো স্মৃতি,

আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে।

আমার হয়তো ভবিষ্যতের স্বপ্ন নেই -

কিন্তু পুরনো স্মৃতিগুলোতো আছে যা তোমায় নিয়ে...।।

তাই নিয়ে বাঁচার চেষ্টা করছি, জানি না কতদিন পারব,

তবে অনেক বেশি পচ্ছন্দ করি তোমার স্মৃতিগুলো আকঁড়ে রাখতে,

তাই হয়তো এখনও পারছি...।।

অনেকেই বলে নতুন মুহূর্ত দিয়ে না কি পুরনো স্মৃতি মুছে ফেলা যায়,

এটা তো সম্ভব নয় কারণ ওরা তো জানে না,

আমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো যে তোমার সাথে,

তাই ভুলতেও পারিনা তোমায়...।।

মুছে ফেলতে পারিনা তোমার স্মৃতিগুলো,

মুছে ফেলতে চাচ্ছি না কারণ স্মৃতিশূণ্য হয়ে কি মানুষ বাঁচে তুমিই বল?

জানি না কেন এখন অনেক বেশি ভয় পাই ভালোবাসা নামক অনুভূতিটাকে,

তবু ও তোমায় ভালোবাসতে তো পারছি...।।।

জানিইতো আমি চাইলেও তুমি আর আসবেনা, তবুও শুধু অপেক্ষা........।

বিষয়: বিবিধ

২৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File