সচেতন/ অসেচতন বাবা-মা বনাম লোকলজ্জা ......
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫২:০৭ দুপুর
> প্রথম ঘটনা- এক ভাতিজা বউ তার থ্রি পড়ুয়া বাড়ন্ত ছেলের ( বেশ মোটা এবং মোটা হওয়ার কারনে কিংবা হরমোন জনিত কারনে ছেলেটার বুক মেয়েদের মত উঁচু- কেউ অশ্লীলতা মনে করবেন না, ঘটনা বোঝাতে লিখতে হল) দিকে তাকিয়ে ভয় পায়, না জানি কখন কার নজরে পড়ে, কে কখন হুট করে তার ছেলের গায়ে বা বুকে হাত দেয় এই ভয়ে কিংবা সচেতনতা থেকে সব সময় চোখে চোখে রাখে এবং স্কুল/ কোচিং এ কখনো একা ছাড়ে না... সব সময় বাচ্চার সাথে থাকে... তাকে রক্ষা করতে... !
# এমন সচেতন মা-ই তো চাই ( এবং বাবা) ছেলে মেয়েদের পাশে...
> দ্বিতীয় ঘটনা- পরিচিত এক চাচী চাচার সাথে ঝগড়া করে তার পিচ্চি ছেলেকে নিয়ে বাপের বাড়ী চলে যায় কিন্তু তার ফাইভ পড়ুয়া মেয়েকে রেখে যায়! সেই মেয়ে দেখেতে বেশ সুন্দর, বেশ চুলচুলি মানে চঞ্চল, বয়সের তুলনায় পাকনামি করে বেশি! এই মেয়ের বাবা দোকানে যায় কাজে, বাসায় এই মেয়ে বৃদ্ধ দাদীর সাথে থাকে, কথা শুনে না,পড়ে না ঠিক মত, বাসায় মাষ্টার আসে সেই মাষ্টারের সাথে হা হা হিহি করে... পাড়ার ছেলেদের সাথে হৈ হুল্লোড় করে বেড়ায়... আমরা ভয় পাই না জানি কখন কি হয়, আর মা তাকে দিব্বি রেখে চুপচাপ ছিল! পরে প্রায় ১৭/১৮ দিন পর আসে!!
# এমন অসেচতন মা বা বাবার কারনে যেকোন সময় যেকোন কিছু ঘটে যেতে পারে!
> তৃতীয় ঘটনা- পাড়ার এক হিন্দু পরিবারের থ্রি পড়ুয়া মেয়ে (এই মেয়েটাও বয়সের তুলনায় বাড়ন্ত বেশি এবং মোটা) কোচিং এ পড়তে যেত! বাবা তাকে রেখে আসতো ! একদিন সেই মেয়েকে আনতে গিয়ে দেখে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অস্থির, গাল মুখ ফোলা, কোচিং এর স্যার কোন সদুত্তর দেয় নাই মানে কি হয়েছে বলে নাই! মেয়েটির বাবা বাসায় এনে দেখে মেয়ের অবস্থা শেষ (মানে মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, রেপের চেষ্টা ও ছিল! ) এরপর মেয়ের বাবা চুপিচপি একাই গিয়ে সেই কোচিং এর মাস্টার কে মারধোর করে, শাসিয়ে আসে কিন্তু লোকলজ্জার ভয়ে আইনী কোন ব্যাবস্থা কিংবা সেই জানোয়ার স্যার কে উচিত শিক্ষা দিতে কোন ব্যাবস্থা নেয় নাই! তবে ঘটনা ঠিক-ই এক কান দু কান করে পুরো মহল্লায় জানাজানি হয়েছে!
# লোকলজ্জার ভয়ে অপরাধীকে ছেড়ে দিয়ে তিনি কি ঠিক করেছেন?
>>> হু যা বলতে চেয়েছিলাম- একজন সচেতন বাবা-মা’ই পারে বাচ্চাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে আবার অসচেতন বাবা- মা’র কারনে ঘটতে পারে অনেক দুর্ঘটনা আর লোকলজ্জার ভয়ে অন্যায় মেনে নিলে তা শুধু আপনার না সমাজের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে !
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ভাতিজার ছেলে আপনার কি হয় ?
দাদীর লেভেলে চলে গেছেন তাও আপনার চোখ জায়গা মতই চলে যায় ! পুরাই ক্রেজি !
বাবা মায়ের সচেতনতাই গড়তে পারে সন্তানের সুন্দর ভবিষ্যৎ
মন্তব্য করতে লগইন করুন