সচেতন/ অসেচতন বাবা-মা বনাম লোকলজ্জা ......

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫২:০৭ দুপুর

> প্রথম ঘটনা- এক ভাতিজা বউ তার থ্রি পড়ুয়া বাড়ন্ত ছেলের ( বেশ মোটা এবং মোটা হওয়ার কারনে কিংবা হরমোন জনিত কারনে ছেলেটার বুক মেয়েদের মত উঁচু- কেউ অশ্লীলতা মনে করবেন না, ঘটনা বোঝাতে লিখতে হল) দিকে তাকিয়ে ভয় পায়, না জানি কখন কার নজরে পড়ে, কে কখন হুট করে তার ছেলের গায়ে বা বুকে হাত দেয় এই ভয়ে কিংবা সচেতনতা থেকে সব সময় চোখে চোখে রাখে এবং স্কুল/ কোচিং এ কখনো একা ছাড়ে না... সব সময় বাচ্চার সাথে থাকে... তাকে রক্ষা করতে... !

# এমন সচেতন মা-ই তো চাই ( এবং বাবা) ছেলে মেয়েদের পাশে...

> দ্বিতীয় ঘটনা- পরিচিত এক চাচী চাচার সাথে ঝগড়া করে তার পিচ্চি ছেলেকে নিয়ে বাপের বাড়ী চলে যায় কিন্তু তার ফাইভ পড়ুয়া মেয়েকে রেখে যায়! সেই মেয়ে দেখেতে বেশ সুন্দর, বেশ চুলচুলি মানে চঞ্চল, বয়সের তুলনায় পাকনামি করে বেশি! এই মেয়ের বাবা দোকানে যায় কাজে, বাসায় এই মেয়ে বৃদ্ধ দাদীর সাথে থাকে, কথা শুনে না,পড়ে না ঠিক মত, বাসায় মাষ্টার আসে সেই মাষ্টারের সাথে হা হা হিহি করে... পাড়ার ছেলেদের সাথে হৈ হুল্লোড় করে বেড়ায়... আমরা ভয় পাই না জানি কখন কি হয়, আর মা তাকে দিব্বি রেখে চুপচাপ ছিল! পরে প্রায় ১৭/১৮ দিন পর আসে!!

# এমন অসেচতন মা বা বাবার কারনে যেকোন সময় যেকোন কিছু ঘটে যেতে পারে!

> তৃতীয় ঘটনা- পাড়ার এক হিন্দু পরিবারের থ্রি পড়ুয়া মেয়ে (এই মেয়েটাও বয়সের তুলনায় বাড়ন্ত বেশি এবং মোটা) কোচিং এ পড়তে যেত! বাবা তাকে রেখে আসতো ! একদিন সেই মেয়েকে আনতে গিয়ে দেখে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অস্থির, গাল মুখ ফোলা, কোচিং এর স্যার কোন সদুত্তর দেয় নাই মানে কি হয়েছে বলে নাই! মেয়েটির বাবা বাসায় এনে দেখে মেয়ের অবস্থা শেষ (মানে মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, রেপের চেষ্টা ও ছিল! ) এরপর মেয়ের বাবা চুপিচপি একাই গিয়ে সেই কোচিং এর মাস্টার কে মারধোর করে, শাসিয়ে আসে কিন্তু লোকলজ্জার ভয়ে আইনী কোন ব্যাবস্থা কিংবা সেই জানোয়ার স্যার কে উচিত শিক্ষা দিতে কোন ব্যাবস্থা নেয় নাই! তবে ঘটনা ঠিক-ই এক কান দু কান করে পুরো মহল্লায় জানাজানি হয়েছে!

# লোকলজ্জার ভয়ে অপরাধীকে ছেড়ে দিয়ে তিনি কি ঠিক করেছেন?

>>> হু যা বলতে চেয়েছিলাম- একজন সচেতন বাবা-মা’ই পারে বাচ্চাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে আবার অসচেতন বাবা- মা’র কারনে ঘটতে পারে অনেক দুর্ঘটনা আর লোকলজ্জার ভয়ে অন্যায় মেনে নিলে তা শুধু আপনার না সমাজের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে !

বিষয়: বিবিধ

১৫৭৯ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339034
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ব্লগের মডুরা কি আন্নেরে আপন ভেবে গোপন চুক্তি কইরছে নাকি? আন্নের হগল বুলুগের লিহা এক সাথেই দেহা যায় ক্যান? এইডা আবার কোন ধরনের কেরামত? মোরে একটু কওন যাইবো নি?
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
280384
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমারও এই ব্যপারে আপত্তি!! কারন প্রথম পাতা থেকে আরো দুইটি লেখা ২য় পাতায় চলে যায়। তবে লেখাটি ভালো লেগেছে।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৬
280426
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : এই ব্যাপারটাতে আমি একেবারেই অজ্ঞ ভাই! আসলে কি কারনে লেখা এভাবে দেখা যায় কিংবা কি করতে হবে আমি জানি না...! পারলে একটু সহজ ভাবে লিখবেন- আমাকে কি করতে হবে মানে কিভাবে লিখতে হবে?
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২১
280470
মাটিরলাঠি লিখেছেন : আপনার লেখা থেকে >, >>, >>>, #, ! এই চিহ্নগুলো বা স্পেশাল ক্যারেক্টারগুলো বাদ দিন, লেখা স্বাভাবিক হয়ে যাবে। আপনার লেখা সুন্দর কিন্তু বাহির থেকে অনেকটা দেখা যায়, পোষ্টে না প্রবেশ করেই, বিষয়টা দৃষ্টিকটু লাগে। ধন্যবাদ।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৭
280473
মাটিরলাঠি লিখেছেন : অর্থাৎ এই ক্যারেক্টার গুলো বাদ দিলে আপনার লেখা বাহির থেকে বড় দেখাবে না।
339038
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। সচেতনতামূলক লেখা। আমাদের এলাকাতেই একটা ছেলে ছিলো। সে যখন হাটতো তখন তার ঐ জিনিসগুলো নড়তো। আমরা বেশ মজা পেতাম। ধন্যবাদ আপনাকে
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
280427
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!
339040
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৫২
হতভাগা লিখেছেন :
এক ভাতিজা বউ তার থ্রি পড়ুয়া বাড়ন্ত ছেলের


০ ভাতিজার ছেলে আপনার কি হয় ?

দাদীর লেভেলে চলে গেছেন তাও আপনার চোখ জায়গা মতই চলে যায় ! পুরাই ক্রেজি !
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
280428
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সবাই বুড়ো বয়সে বিয়ে করে না, যে আমার ভাতিজা সে ২১ বছরেই বিয়ে করছে, সো তার বাচ্চা আমার নাতি-ই হয়! আর আমার চোখ আমার নাতির বুকে যায় নি তার মা-ই নীচের ঘটনা দুটোর কারনে নিজের সচেতনতা সম্পর্কে আমাকে বলেছে... সব কিছু পেচকি না লাগিয়ে একটু ভালোভাবে উপলব্ধি করলে আপনার মর্যাদা কম বে না... বরং গঠনমূলক আলোচনা বা সমালোচনায় বিষয়গুলো ভালোভাবে উপলব্ধির মধ্যে আসবে! ভালো থাকবেন!
339043
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
280429
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! ভালো থাকবেন!
339046
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সচেতন মূলক পোস্টের জন্যে সর্বোত্তম কল্যাণের দোয়া আপুনি ও আপুনির পরিবারের সবাইকে!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
280430
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালায়কুম সালাম ভাই! ভালো থাকবেন! শুভ কামনা রইল! Happy
339050
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। সচেতনতামূলক লেখা। মহান আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুক!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
280431
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমীন! ভালো থাকবেন! শুভ কামনা রইল! Happy
339065
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
শেখের পোলা লিখেছেন : ঘুরে ফিরে সেই বৃদ্ধ মূচীর কথায় ফিরে যেতে হয়, পৃথিবীকে চামড়া দিয়ে না মুড়ে নিজের পা দুটি চামড়া দিয়ে মুড়ে ফেলেন আর ধূলা লাগবে না৷ ধন্যবাদ৷
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
280432
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অল্প অল্প বুঝলাম !
339078
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সচেতনতা ভাল। তবে আপনি প্রথম যে ঘটনাটির কথা উল্লখ করেছেন সে রকম অতি আগলে রাখার ক্ষেত্রে কিন্তু সন্তান এর ব্যাক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
280433
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উহু আমি তাকে সেরকম আগলে রাখতে দেখিনি! শুধু বাচ্চাকে স্কুলে/ কোচিং এ একা ছাড়ে না...


339097
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপি, দারুন একটি বিষয় আলোকপাত করেছেন, অনেক ধন্যবাদ।
বাবা মায়ের সচেতনতাই গড়তে পারে সন্তানের সুন্দর ভবিষ্যৎ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File