ঢাকার বিঘগ্গাপনে ললনার অধিকার আজ উপচে পড়ে ।
লিখেছেন লিখেছেন সেলাপতি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৩:৩৯ দুপুর
চক্ষুৃ যদি থাকেরে তোর পলক বন্ধ কর
লজ্জা পেলে পেছন ফিরে আলোর রশ্মি ধর
এভাবেই উপচে পড়ছে নারী অধিকার । আসলে কি অধিকার নািাক ভোগি পন্যের ট্রলিতে তাদের বয়ে নিয়ে যাচ্ছে
সিগমুন্ড ফ্রয়েডের ভক্তরা আর মার্কস এর শীর্ষরা ।
এভাবেই কি নারী জাতী শক্তিশালি হবে ?
আমাদের নারীবাদিরা নিজের বাজের বুয়াকে না খাইয়ে রাখলেও নারী অধিকার নিয়ে ভয়াবহ বোচ্ছার । তারা যখন নখে নেইল পলিশ চুলে শেম্পু আর জেলি লাগিয়ে নিজেকে হেলিয়ে দুলিয়ে কথা বলেন আর কথাচ্ছলে হাত নাড়িয়ে আঙুলের আংটি আর হাতের বালার ডিজাইন দেখান তখন তাদের মনে হয় বুঝি কোন মডে পডেল হবেন । কিন্তু মানুষের ঘর ভাঙ্গা্র কথা শুনে বুঝা যায় তারা আসলে নারী বাদি ।
তার ঐশি,প্রভা,চৈতিদের যে অধিকার চান তাদের দাবি পুরন হয়ে এখন বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে । নারীরা এখন টপলেস হলে বলে তিনি সহসি ভুমিকায় পোজ দিয়েছেন ।
মাত্র তিন ছবিতে অভিনয় করা প্রথম শ্রেনীর নায়িকা জয়ার নাকি কোন ড্রেসেই অশ্লিল নয় । নিপুন , শুভ , প্রভা, তিশা , ইমন এই জাতীয় দৈনিক প্রথম আলো আর চ্যানেল আই ঘরানার অত্রিভিনয় শিল্পিরা তো নেংটা হয়ে উল্টে থাকলেও অশ্লিল হয় না তা হয়ে যায় শিল্প ।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন