‘আমাদের স্যার আমরা মারব’ অন্যলোক তাতে মাথা ঘামাবে কেন ? ( দুঃখিত বিষয়টা পত্রিকা থেকে সংকলিত )

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২২:০৮ বিকাল



একভদ্রলোক কোন এক কলেজে শিক্ষকতা করতেন।

সেই কলেজের অন্যএকজন শিক্ষকের সঙ্গে একজন ছাত্র দুর্ব্যবহার করে। যাকে বলে গায়ে হাত তোলা।

ঘটনার রেশ অনেক দূরে যায়।

সেই শিক্ষক স্থানীয় হওয়ার কারণে এক পর্যায়ে এলাকাবাসী বনাম ছাত্র এরুপ মেরুকরণ হয়ে যায়। বেশ উত্তেজেনা সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত একটি ছাত্র সমাবেশে একজন ছাত্রনেতা তার বক্তব্যে বলেন, ”আমাদের স্যার আমরা মারব, বাইরের লোকের কি ?” বাইরের লোক সেখানে নাক গলাবে কেন ?

আসলেইতো তাই।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোনার বাংলার সোনার ছেলেরা না হয় তাদের নিজেদের স্যারদের একটু মেরেছে, বাইরের কেউতো মারে নি!

কোনো এক সময় সাকা চৌধুরীর সোনাদানা সম্পর্কিত এক বক্তব্যকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো একটি কার্টুন প্রকাশ করেছিল।

কার্টুনে প্রশ্নকর্তা জানতে চেয়েছিল , ’শ্লিল আর অশ্লিল এর ভেতর পার্থক্য কি?’ উত্তরটি ছিল, ’পার্থক্য এক সময় ছিল, এখন আর নেই’।

সত্যিই কি সন্মান, অসন্মানের পার্থক্য এখন আছে?

প্রফেসর আনু মোহাম্মদকে যখন রাজপথে একজন ক্রিমিনালের মত লাঠি পেটা করা হয় এবং তার কপাল ফেটে রক্ত ঝরে তখন সন্মানের উর্ধগতি না অবগতি হয় তা বলা কঠিন।

ড. ইউনুচ নোবেল বিজয়ী হয়ে আমাদের জন্য জাতীয়ভাবে সন্মান বয়ে এনেছেন। তারপরই তার নিজের সন্মান হয়ে গেল ’ছেড়ে দে মা কেঁদে বাঁচি’।

লাল পানি নিল পানির ব্যাখ্যাও শোনা গেল।

কোনো লোককে রাজপথে দিগম্বর করা হবে, ছাত্ররা শিক্ষকদের পেটাবে, একাজগুলো যারা করে তারাতো এদেশেরই সন্তান। তাদেরও পরিবার আছে, শিক্ষক আছে, বটগাছের মত নেতা আছে, তাহলে এ অসন্মানের কালচার তারা কোথায় পায়?

একটা ছেলে ক্লাশরুমে একটি মেয়েকে লক্ষ্য করে চক ছুড়ে মারে।

স্যারের চোখের সামনে দিয়ে চকটি সেই মেয়ের উপর যেয়ে পড়ে।

স্যার এদিক ওদিক তাকিয়ে বললেন, ’তোমরা কে কাজটি করেছ জানিনা। তবে যেইই করে থাকো তোমরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছ, কেউ ফ্যামিলির পরিচয় দিতে এসোনা’।

আমরা কি আমাদের পরিবারগুলো ঠিক করবো না? নাকি আমাদের স্যারদের আমরা মারতেই থাকব?

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339044
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৮
হতভাগা লিখেছেন : যথেষ্ট হাই ক্যালিবারের হয়েও কিছুতেই কারও মন গলাতে পারছেন না জাফর দম্পতি । এমন কি নিজেদের পছন্দের দল ক্ষমতায় থাকার পরেও ।

ঐ দিকে পুঁচকে তারানা মন্ত্রীই হয়ে গেল ! লাইম লাইটে আসার জন্য একটা পথ তো পাওয়া গেল ।

হয়ত এই মাইর তাদেরকে পৌছে দেবে মন্ত্রী বা উপদেষ্টার কাতারে ।

মাইর থেকে যদি ভাল কিছু আসে তাহলে মাইরই ভাল ।
০১ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩১
280389
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : তাই তাই তাই তাই তাই তাই তাই তাই তাইতাই Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
280402
শেখের পোলা লিখেছেন : আপনি আসল রোগ ধরে ফেলেছেন৷ধন্যবাদ৷
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৭
280464
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
339064
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : ছোটভাই বড় ভাইকে মারছে, আমরা গিয়ে ছোট ভাইকে রাগা রাগি আর মন্দ বলতে লাগলাম৷ এমন সময় বড় ভাই বলে উঠল আমার ভাই আমাকে মেরেছে তোমাদের অসুবিধা কোথায়? এমনই অবস্থা৷
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৮
280465
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
339075
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনরা না কান্দলে আর আমরা কি জানতাম বা বলতাম।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
280466
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : একটা হাছা কথা কইলেন মিয়া ভাই
আপনারে ধন্যবাদ দিলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File