নির্মলইন্দু গুনের কবিতার জাফর ইকবাল ভার্সনঃতোমার ছাতা থাকার পরেও বৃষ্টিতে ভিজলে কেন ?

লিখেছেন লিখেছেন শুভ কবি ৩০ আগস্ট, ২০১৫, ০৯:৫৫:০৯ রাত



স্যার গলায় দড়ি দিতে চাচ্ছে। তাতে কে করবে জানিনা। তবে আমি ছোট ছোট চোখে নির্মলইন্দু গুনের " তোমার চোখ এত লাল কেন" এটার শুভভার্সন লিখে স্যারকে উৎসর্গ করলাম। স্যার ছাতা না খুলে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করেছে আমি কবিতা লিখে প্রতিবাদ জানালাম। Winking

আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে,আমি চাই

কেউ একজন আমার জন্য রেইন কোট নিয়ে এগিয়ে আসুক,

শুধু খোলা আকাশে একটুখানি সঙ্গ দেবার জন্য ।

একা একা চেতনার বৃষ্টিতে ভিজে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে,আমি চাই

কেউ আমার কাছে চেতনা গল্প শুনতে চাক, আমি তন্ময় হয়ে

কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,

আমি জানি, এই ইলেকট্রিকের যুগ

প্রজন্মকে মুক্তি দিয়েছে মিথ্যে গল্প পড়ার দায় থেকে ।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :

আমার বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে কিনা, সর্দি লেগেছে কিনা,

ওষুধ কিনে দিতে হবে কিনা

বুকে লুকানো আঘাত হাত বুলিয়ে দিতে হবে কিনা।

ডাক্তারের কাছে আমি নিজেই যেতে পারি ।

আমি বলছি না বৃষ্টিতে ভিজতেই হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য রেইন কোট নিয়ে এগিয়ে আসুক,

পড়িয়ে দিক । কেউ আমাকে কতটা আঘাত পেয়েছি জিজ্ঞাস করুক ।

চেতনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে

জিজ্ঞেস করুক : 'তোমার ছাতা থাকার পরেও বৃষ্টিতে ভিজলে কেন ?'
[/b]

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338700
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:০৬
আওণ রাহ'বার লিখেছেন : Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor হা হা হা জটিলস কবিতা মিনমিনা ভাই Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:১৮
280148
শুভ কবি লিখেছেন : হুম, ভাইয়া Happy
338743
৩১ আগস্ট ২০১৫ রাত ০৩:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গোয়েন্দা বিভাগে যোগ দেয়া উচিত আপনার!! আপনি ব্লগিং করে সময় নষ্ট করে লাভভ কি???? At Wits' End Unlucky দেশের উন্নতির জন্য গোয়েন্দা বিভাগে যোগ দিন.... Cheer Big Grin Big Grin
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২১
280231
শুভ কবি লিখেছেন : ভেকেন্সি থাকলে জানাবেন প্লিজ। আমি আগ্রহী Tongue
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
280237
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি আরো অভিঙ্গতা প্রকাশ করেতে থাকুন... কর্তৃপক্ষের নজরে এলেই কাজের কাজ হয়ে যাবে♬♬♬
338769
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৭
হতভাগা লিখেছেন : বৃষ্টিতে উনার মুখ ভার করে বসে থাকা দেখতে মনে হয়েছে যে :

উনি সে সময়ে চিন্তা করছেন যে এতদিন যে দলের পক্ষে , চেতনা নিয়ে গান গেয়েছেন - সে দলের পোলাপানেরাই নাকি তাকে এমন খাতির যত্ন করলো !

এখন তাকে নিয়ে তার বিরোধী পক্ষের লোকেরা কি মজাই না করবে যাদেরকে উনি সময়ে সময়ে সবক দিতেন মডার্ণ হতে , সুযোগ বুঝে তিরষ্কার ও সমালোচনা করতেন হামেশা । দিগন্ত টিভির এক ছেলেকে তো শিবির বলে ইন্টারভিউই নিতে দেন নাই ।

এসব চিন্তাই উনি বৃষ্টিতে বসে বসে করছেন ।

কথা হল ছাত্রলীগ থেকে প্রাপ্ত এই শিক্ষা কি উনারা কাজে লাগাবেন ? নাকি '' ভেঙ্গেছিস কলসির কানা , তাই বলে কি প্রেম দেব না ?'' এই নীতিতেই চলবেন ?
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৩
280232
শুভ কবি লিখেছেন : তবে এই প্রাপ্তিটা উনার আগেই পাওয়া উচিৎ ছিল। উনার আরও অনেক কিছুই দেখতে হবে
338773
৩১ আগস্ট ২০১৫ সকাল ১০:১৪
ইয়াফি লিখেছেন : ভালো লাগলো
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৩
280233
শুভ কবি লিখেছেন : ধন্যবাদHappy
338880
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
এ,এস,ওসমান লিখেছেন : নির্মলইন্দু গুনের কবিতা আপনি একাজ করেছেন যদি ইহা ষাঁড় দেখে না, তাহলে নির্মলইন্দু গুনকে ফাটিয়ে দিবে এই কবিতা লেখার জন্য Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আর নির্মলইন্দু গুনের কবিতা নিয়ে কেউ যেন এরকম প্যারাড না করতে পারে সেজন্য নির্মলইন্দু গুনকে নিষিদ্ধের আন্দোলন ডাকবে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File