থুতু উপর দিকে ছুঁড়লে কপালে এসেই পড়ে

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ৩০ আগস্ট, ২০১৫, ০৯:৫২:৩৩ রাত

জনাব জাফর ইকবাল,

কিছু কথা না বললেই নয়।

গত ৫ বছরে ছাত্রলীগ কর্তৃক লাঞ্ছিত হয়েছেন প্রায় ৬৫ জন শিক্ষক।

আপনি সবই দেখেছেন, সবই শুনেছেন। তবুও নিশ্চুপ রয়েছেন।

কিছুদিন আগে মায়ের গর্ভে থাকা একটি শিশু ছাত্রলীগের বন্দুক থেকে বেরিয়ে যাওয়া জয় বাংলা নামক একটি গুলির দ্বারা আক্রান্ত হয়।

আপনি সবই দেখেছেন, সবই শুনেছেন। তবুও নিশ্চুপ রয়েছেন।

বিশ্বজিৎ সহ আরও অনেক নিরীহ প্রাণ জয় বাংলার সমস্বরে সবার সামনে হাতিয়ে নিয়েছে ছাত্রলীগ তাদের চির পরিচিত চাপাতি দিয়ে।

আপনি সবই দেখেছেন, সবই শুনেছেন। তবুও নিশ্চুপ রয়েছেন।

সারা দেশে প্রতিটি এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসী তান্ডব চলছে। পত্রিকা খুললেই অন্তত তিনটি খবর দেখা যায় ছাত্রলীগের তান্ডবের। এর মাঝে ধর্ষণ আর মেয়েদের লাঞ্ছনা করাটাই বেশি চোখে পড়ে।

আপনি সবই দেখেছেন, সবই শুনেছেন। তবুও নিশ্চুপ রয়েছেন।

তাহলে আজ কেন বৃষ্টিতে ভিজে এই কান্না করছেন? কেন গলায় দড়ি দিতে ইচ্ছে করছে আপনার? আপনি তো নিশ্চুপ থাকার কথা। আপনি তো সুশীল। এসব দেখেও না দেখার ভান করার কথা আপনার। আপনার কাছ থেকে জাতি এরকম বক্তব্য আশা করেনা।

আপনি বললেন, জয় বাংলার এরকম অপমান আপনি আগে কখনোই দেখেননি। মেনে নিতে পারলামনা। আপনার মতো একজন চৌকস ব্যক্তি খবরের কাগজ পড়েন না বা টিভিতে সংবাদ দেখেন না, এটা কোনও গেঁয়ো ভূতও বিশ্বাস করবে না। প্রতিদিন "জয় বাংলা" কে শতবার ধর্ষণ করেছে ছাত্রলীগ। কিন্তু আশ্চর্য্য হতাম যখন দেখতাম আপনার চেতনার ফিল্টারে ছাত্রলীগ কখনও আটকায়নি। তাহলে কি নিজের ডাবল স্ট্যান্ডার্ড চামড়াতে সরাসরি ছাত্রলীগের হাত লাগাতেই আপনার চেতনা হঠাৎ করে জাগ্রত হয়ে উঠলো?

এখন আসি সেই চির ঐতিহ্যবাহী প্রশ্নটিতে, "এই অপকর্মের জন্য দায়ী কে? কে নেবে এই লাঞ্ছনার দায়ভার? "

অবশ্যই আপনি এবং আপনার মতো সকল সুশীলরা, যারা ছাত্রলীগের প্রতিটি অপকর্মকে না দেখার ভান করে মৌন সম্মতি দিয়ে চেতনার ফিল্টারের ছোট্ট একটি ফাঁক গলে বেরিয়ে যেতে সাহায্য করেছেন শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য।

ছিঃ স্যার, ছিঃ।

থুতু মাটিতে ফেলেননি কেউ দেখে ফেলবে বলে। আকাশে ছুঁড়ে দিয়েছিলেন বাতাসে হারিয়ে যাবে বলে।

কপালেই এসে পড়লো বুঝি অবশেষে।

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338695
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
নাবিক লিখেছেন : থুতু মাটিতে ফেলেননি কেউ দেখে ফেলবে বলে। আকাশে ছুঁড়ে দিয়েছিলেন বাতাসে হারিয়ে যাবে বলে।
কপালেই এসে পড়লো বুঝি অবশেষে।
338707
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:২৪
সালসাবীল_২৫০০ লিখেছেন : এবার যদি হুশ হয় !
ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য
338719
৩০ আগস্ট ২০১৫ রাত ১১:৪৫
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : ষাঁড়ের জন্য খুব আফসোস হয়.......
338744
৩১ আগস্ট ২০১৫ রাত ০৩:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা ওনার পাওনা ছিলো! পেয়ে গেছেন! আপনারা আপসুস করে ওনাকে আর লজ্জা দিয়েননা।
338771
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : স্যার এখন ছাত্রলীগকে নসিহত মূলক কলাম দিবেন : আবার তোরা মানুষ হ

উনি যে চেতনার ব্যবসা ধরেছেন তা ছাত্রলীগদের সাথে লিংকড্‌আপ । তাই ছাত্রলীগকে নিয়ে কাব যাব কিছু বললে উনি চেতনার ব্যবসায় লস খাবেন । তার এতদিনের চক্ষুশুলেরা তাকে দিয়ে এন্তার মজা চাখবে ।

এ ধরনের মানুষ সাত চড়েও রা করে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File