মন মুনিয়া
লিখেছেন লিখেছেন নাবিক ৩০ আগস্ট, ২০১৫, ১০:০১:০১ রাত
মন মুনিয়া,
কেন মন বুঝনা তুমি?
তোমায় দেবো অসীম আকাশ, হৃদয় স্বপ্ন ভূমি।
তোমায় দেবো বুকের পাজর, নীল দরিয়ার জল। সত্যি বলছি আমায় তুমি ভেবোনাকো খল!
.
মন মুনিয়া, কেন তুমি
চুপটি করে থাকো?
তোমার জন্য কাব্য লিখি সে খবর কি রাখো?
কাব্য নয় এ'যে আমার মনের গোপন আশা, তোমায় নিয়ে বাধবো একটা ছোট্ট সুখের বাসা।
সেই বাসাতে থাকবো দু'জন সকাল-দুপুর-রাত, মনের কথা বলবো তখন হাতে রেখে হাত।
.
মন মুনিয়া,
তুমি যদি দূরে দূরেই থাকো,
অভিমানে নামটি ধরে আর না কাছে ডাকো। এমন হলে হারিয়ে যাবো আমি অচিন পুরে,
তখন তুমি ক্যামনে র'বে একলা একা ঘরে?
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই কাব্য লেখলেন তো আমাদের পড়তে দিবেন না???
মন্তব্য করতে লগইন করুন